
বাংলাদেশের-সম্পদ-ও-শিল্প – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ভুগোল ও পরিবেশ-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2023
20222. এদেশে কৃষির সম্প্রসারণ সম্ভব-
- সরকারি সহযোগিতায়
- প্রাকৃতিক পরিবেশের সমন্বয়ে
- বেসরকারি উদ্যোগে
A,B
20223. চা গাছের গোড়ায় যাতে পানি না জমে সেজন্য গৃহীত ব্যবস্থা কী হবে?
20224. উদ্ভিদের বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশের বনভূমিকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
- পাঁচ
- চার
- তিন
- দুই
20225. বনজ সম্পদ কৃষি উন্নয়ন ভূমিকা রাখে-
- বন্যা ও প্লাবনের হাত থেকে ভূমিকে রক্ষা করে
- কৃষিকাজের প্রতিকূল পরিবেশ সৃষ্টি করে
- জমির উর্বরতা বৃদ্ধিতে সহায়তা করে
A,C
20226. বাংলাদেশের কোথায় কঠিন শিলা পাওয়া গেছে?
- দিনাজপুরের নীল সাগর ও পার্বতীপুরে
- রাজশাহীর বাঘা ও চলনবিলে
- রংপুরের রানীপুকুর এবং শ্যামপুরে
- খুলনায় হরিণঘাটা এবং কোলাবিলে
20227. বাংলাদেশের বনভূমিকে প্রধান তিনটি শ্রেণিতে সাধারণত বিভক্ত করা হয়। এক্ষেত্রে ভিত্তি কী?
- জলবায়ু
- ভূপ্রকৃতি
- নদীবিন্যাস
- জনহীনতা
20228. বনজ সম্পদ বাংলাদেশের একটি অমূল্য সম্পদ। বনজ সম্পদ দেশের অর্থনীতি ও পরিবেশের ওপর গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কোনো দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা ও অর্থনৈতিক উন্নয়ন বনজ সম্পদের ওপর বিশেষভাবে নির্ভরশীল। এক্ষেত্রে এদেশে ক্রান্তীয় চিরহরিৎ এবং পাতাঝরা গাছের বনভূমি উল্লেখ্যযোগ্য।
- বরেন্দ্র অঞ্চলের বনভূমিতে
- মধুপুর ও ভাওয়ালের বনভূমিতে
- চট্টগ্রামের পার্বত্য এলাকায়
- খুলনা ও বাগেরহাট জেলায়
20229. দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন গোষ্ঠীর উদ্ভিদ জন্মে থাকে-
- ভূ-প্রকৃতির গঠনের পার্থক্যে
- জলবায়ুর তারতম্যে
- সার প্রয়োগের তারতম্যে
A,B
20230. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে উল্লিখিত সম্পদ অবদান রাখে-
- কৃষি উন্নয়নের ক্ষেত্রে
- শিল্পোন্নয়নের ক্ষেত্রে
- ঘরবাড়ি ও আসবাবপত্র তৈরিতে
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরও পড়ুন :
বাংলাদেশের-সম্পদ-ও-শিল্প – এসএসসি-ভুগোল ও পরিবেশ-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2024
বাংলাদেশের-সম্পদ-ও-শিল্প – এসএসসি-ভুগোল ও পরিবেশ-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2025
বাংলাদেশের-সম্পদ-ও-শিল্প – এসএসসি-ভুগোল ও পরিবেশ-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2026