
বাংলাদেশের-সম্পদ-ও-শিল্প – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ভুগোল ও পরিবেশ-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2031
20301. ইক্ষু বাংলাদেশের গুরুত্বপূর্ণ ফসল–
- রস পানের জন্য 2. চিনি উৎপাদনে 3. গুড় উৎপাদনে
A,C
20302. বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত হয়-
- ফার্নেস তেল 2. প্রাকৃতিক গ্যাস 3. কঠিন শিলা
A,B
20303. পর্ণমোচী বা পাতাঝরা বৃক্ষের বৈশিষ্ট্যগুলো হচ্ছে-
- গাছের পাতাগুলো চিকন
- তৈলাক্ত এবং পরিমাণে বেশিগাছের পাতা বড়
- পরিমাণে কম এবং বছরের নির্দিষ্ট সময়ে একসাথে ঝরে পড়েগাছের পুরু
- মূল মাটির অনেক গভীরে প্রবেশ করে”;}}
B,C
20304. ভুট্টো কীরূপ কৃষিজ ফসল?
- খাদ্যশস্য
- অর্থকরী
- কার্যকরী
- মিতব্যয়ী
20305. গম চাষের জন্য প্রয়োজন-
- ১৬০-২২০ সেলিসিয়াস তাপমাত্রা
- তীব্র সূর্যালোক
- ৫০-৭০ সেমি বৃষ্টিপাত
A,B
20306. বাংলাদেশের কোন গ্যাসক্ষেত্রে থেকে খনিজ তেল পাওয়া যায়?
- ছাতক
- রশিদপুর
- হরিপুর
- বাখরাবাদ
20307. কেবল উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলো চা চাষ হওয়ার কারণ কী?
- পাদদেশীয় ভূমি
- পর্যাপ্ত উষ্ণতা
- ঢালু জমি
- প্রচুর বৃষ্টি
20308. প্রাকৃতিক গ্যাস বিভিন্ন পেট্টোরাসায়নিক শিল্পের মূল্যবান কাঁচামাল হওয়া সত্ত্বেও তা পুড়িয়ে তাপবিদ্যুৎ উৎপাদনে করছি। কারণ-
- প্রাকৃতিক গ্যাসের সঞ্চয় অফুরন্ত
- অন্য বিকল্প জ্বালানি না থাকায় তাৎক্ষনিক প্রয়োজন হওয়ায়
- দেশে প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুদ রয়েছে
B,C
20309. বাংলাদেশের গ্যাসক্ষেত্র হচ্ছে-
- কামতা 2. সেমুতাং 3. কৈলাসটিয়া
A,B,C
20310. বাংলাদেশি পাটের প্রকারভেদে হচ্ছে-
- দেশি 2. বিদেশি 3. তোষা
A,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরও পড়ুন :
বাংলাদেশের-সম্পদ-ও-শিল্প – এসএসসি-ভুগোল ও পরিবেশ-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2032
বাংলাদেশের-সম্পদ-ও-শিল্প – এসএসসি-ভুগোল ও পরিবেশ-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2030
বাংলাদেশের-সম্পদ-ও-শিল্প – এসএসসি-ভুগোল ও পরিবেশ-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2023