বাংলাদেশের-শিল্প – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ব্যবসায় উদ্যোগ-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1370
13691. মি. রঞ্জন একটি কলম তৈরি কারখানা স্থাপন করলেন। সেখানে ৩০ জন শ্রমিক কাজ করে। মি. রঞ্জনের শিল্পটি কোন ধরনের?
- কুটির শিল্প
- ক্ষুদ্র শিল্প
- মাঝারি শিল্প
- সেবা শিল্প
13692. কুটির শিল্পে সর্বোচ্চ কতজন জনবল প্রয়োজন?
- ৭ জন
- ৮ জন
- ৯ জন
- ১০ জন
13693. সেবা শিল্পে ব্যবহার করা হয়-
- যন্ত্রপাতি
- স্থায়ী সম্পদ
- মেধা সম্পদ
A,B
13694. মি. নওরাজ ১ কোটি টাকা ব্যয়ে একটি জুতা তৈরির কারখানা স্থাপন করেন। মূলধন বিনিয়োগ বিবেচনায় এ শিল্পটি কোন ধরনের শিল্প?
- সেবামূলক মাঝারি শিল্প
- উৎপাদনমুখী মাঝারি শিল্প
- সেবামূলক ক্ষুদ্র শিল্প
- উৎপাদনমুখী ক্ষুদ্র শিল্প
13695. কর্মংস্থানের বড় ক্ষেত্র কোনটি?
- বৃহৎ শিল্প
- বৈদেশিক শিল্প
- সরকারি চাকরি
- মাঝারি শিল্প
13696. শাড়ি, লুঙ্গি, গামছা, চাদর ইত্যাদির সাথে সামঞ্জস্য দেখা যায়-
- টেবিল ক্লথ জামদানি মাফলারের
- ব্যাগ শীত বস্ত্র হোসিয়ারি
- রসতরঞ্জি
A,B
13697. ছোট জায়গা, স্বল্প মূলধন, ব্যক্তিগত নৈপুণ্য ও সৃজনশীলতা এবং পারিবারিক সহযোগিতার ওপর ভিত্তি করে কোন শিল্প গড়ে ওঠে?
- কুটির শিল্প
- ক্ষুদ্র শিল্প
- নির্মাণ শিল্প
- মাঝারি শিল্প
13698. রায়হান গ্রুপের একটি প্রতিষ্ঠানে ৯৮ জন শ্রমিক কর্মরত। এটি কোন ধরনের শিল্প?
- কুটির শিল্প
- ক্ষুদ্র শিল্প
- মাঝারি শিল্প
- বৃহদায়তন শিল্প
13699. মনিপুরি কোন শিল্পের জন্যে বিখ্যাত?
- ক্ষুদ্র শিল্প
- বৃহদায়তন শিল্প
- কুটির শিল্প
- ঝিনুক শিল্প
13700. দেশরক্ষা সামগ্রীর উৎপাদন শিল্প কার উদ্যোগে গড়ে ওঠে?
- বিসিক শিল্পের উদ্যোগে
- সরকারি উদ্যোগে
- আত্মকর্মসংস্থানের
- কোম্পানি ব্যবসায়ের উদ্যোগে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বাংলাদেশের-শিল্প - এসএসসি-ব্যবসায় উদ্যোগ-7 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1370"