বাংলাদেশের-যোগাযোগ-ব্যবস্থা-ও-বাণিজ্য – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ভুগোল ও পরিবেশ-12 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2034
20331. বাংলাদেশের কতটি জেলায় রেলপথ আছে?
- ৪২টি
- ৪৪টি
- ৪৮টি
- ৫৪টি
20332. মংলা বন্দর দিয়ে মোট কত শতাংশ রপ্তানি বাণিজ্য হয়?
- 0.12
- 0.13
- 0.15
- 0.17
20333. ঝড় ও সামুদ্রিক ঢেউ থেকে জাহাজ রক্ষা পায় কখন?
- উপকূলের গভীরতা থাকলে
- উন্নত বন্দর থাকলে
- পোতাশ্রয় থাকলে
- মজবুত জেটি থাকলে
20334. ফরিদপুর অঞ্চলের প্রধান যোগাযোগ ব্যবস্থা কোনটি?
- সড়ক
- নৌ
- রেল
- বিমান
20335. বিমান যোগাযোগের জন্য প্রয়োজন –
- কুয়াশামুক্ত বন্দর 2. ঝড়, ঝঞ্ছা মুক্ত বন্দর 3. মেঘমুক্ত বন্দর
A,B
20336. যোগাযোগ ব্যবস্থায় পরিবহন করা হয় –
- পণ্য 2. যাত্রী 3. তথ্য
A,B
20337. বাংলাদেশে ফেরীঘাট আছে কতগুলো?
- ৩২টি
- ৩৪টি
- ৩৬টি
- ৩৮টি
20338. অভ্যন্তরীণ যোগাযোগ সড়কপথগুলো কী কেন্দ্রীক?
- রাজধানী কেন্দ্রীক
- বন্দর কেন্দ্রীক
- উৎপাদন কেন্দ্রীক
- বাণিজ্য কেন্দ্রীক
20339. বাণিজ্য হলো –
- মানুষের অভাব ও চাহিদা মেটানোর উদ্দেশ্য
- পণ্য দ্রব্য ক্রয়-বিক্রয়
- এর আনুষঙ্গিক কাজ
A,B,C
20340. নদীমাতৃক দেশে রেলপথ নির্মাণের অসুবিধা কী?
- নৌপথের উপর অতিনির্ভরতা
- বন্যা হওয়ার প্রবণতা বেশি
- অধিক সেতু নির্মাণ
- রেলপথ নির্মাণ ব্যয়বহুল
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরও পড়ুন :
বাংলাদেশের-যোগাযোগ-ব্যবস্থা-ও-বাণিজ্য – এসএসসি-ভুগোল ও পরিবেশ-12 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2035
বাংলাদেশের-যোগাযোগ-ব্যবস্থা-ও-বাণিজ্য – এসএসসি-ভুগোল ও পরিবেশ-12 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2036
বাংলাদেশের-যোগাযোগ-ব্যবস্থা-ও-বাণিজ্য – এসএসসি-ভুগোল ও পরিবেশ-12 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2037
0 responses on "বাংলাদেশের-যোগাযোগ-ব্যবস্থা-ও-বাণিজ্য - এসএসসি-ভুগোল ও পরিবেশ-12 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2034"