বাংলাদেশ-বিষয়াবলি – সাধারণ-জ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 5
41. বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ কবে পৃথক করা হয় ?
- ৩১-১০-০৭
- 39092
- 39152
- 39093
42. IUCN-এর কাজ হলো বিশ্বব্যাপী-
- পানি সম্পদ সংরক্ষণ করা
- প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা
- আন্তর্জাতিক সন্ত্রাস দমন করা
- মানবাধিকার সংরক্ষণ করা
43. পুনর্ভবা, নাগর ও টাঙ্গন কোন নদীর উপনদী?
- ভৈরব
- মহানন্দা
- কুমার
- গড়াল
44. মংলা বন্দর কোন নদীর তীরে অবস্থিত?
- পশুর
- হাড়িয়াভাঙ্গা
- ভৈরব
- কোনটি নয়
45. সদ্য ঘোষিত তিতাস উপজেলা কোন জেলায় অবস্থিত?
- সিলেট
- নোয়াখালি
- কুমিল্লা
- রংপুর
46. জাতীয় শিশু দিবস কত তারিখে উদযাপন করা হয়?
- ১৫ মার্চ
- ১৭ মার্চ
- ৮ ফেব্রুয়ারী
- ১০ ফেব্রুয়ারী
47. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী, শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায়?
- ২৫ (৭)
- ২৮ (৪)
- ৪০ (৩)
- 42
48. পাঁচ বিবির মাজার কোথায় অবস্থিত?
- চট্টগ্রাম
- লালবাগ
- সোনারগাঁও
- ঢাকা
49. UNESCO কততম অধিবেশনে ২১ ফেব্রুয়ারিকে আর্ন্তজাতিক মাতৃভাষা হিসাবে ঘোষণা দেয়?
- ৩০তম
- ৩১তম
- ৩২তম
- ৩৩তম
50. রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত‒
- উত্তরবঙ্গ
- মহাস্থানগড়
- পলল গঠিত সমভূমি
- বরেন্দ্রভূমি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বাংলাদেশ-বিষয়াবলি - সাধারণ-জ্ঞান - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 5"