বাংলাদেশ-বিষয়াবলি – সাধারণ-জ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 27
261. বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন কে আহবান করেন?
- প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি
- স্পিকার
- প্রধান বিচারপতি
262. বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র কোনটি?
- ময়নামতি
- পাহাড়পুর
- মহাস্থান
- সোনারগাঁ
263. বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে কোনটি?
- ব্রহ্মপুত্র
- পদ্মা
- মেঘনা
- যমুনা
264. পাকিস্তান শাসনতান্ত্রিক পরিষদের (Constituent Assembly) ধারা বিবরণীতে বাংলা ভাষা ব্যবহারের দাবি কে প্রথম করেছিরেন?
- আবুল হাসেম
- শেখ মুজিবুর রহমান
- ড. মুহম্মদ শহীদুল্লাহ
- ধীরেন্দ্রনাথ দত্ত
265. অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?
- হোসেন শহীদ সোহরাওয়ার্দি
- এ, কে, ফজলুল হক
- খাজা নাজিমউদ্দিন
- আবুল হাশেম
266. বাংলার মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য কে অগ্রণী ভূমিকা পালন করেন?
- সৈয়দ আমীর আলী
- নওয়াব আব্দুল লতিফ
- নওয়াব স্যার সলিমুল্লাহ
- স্যার সৈয়দ আহমেদ খান
267. কোন মুঘল সুবাদার চট্টগ্রাম দখন করে এর নাম রাখেন ইসলামাবাদ?
- ইসলাম খা
- রাজা মানসিংহ
- মীর জুমলা
- শায়েস্তা খান
268. বাংলার মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা কে করেন?
- আলী মর্দান খলজী
- তুঘরিল খান
- সামছুদ্দিন ফিরোজ
- ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খিলজি
269. বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধে বিরত্বপূর্ণ অবদানের জন্য কত জনকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয়?
- ২৫৭ জন
- ১৬৩ জন
- ৪৪ জন
- ৬৮ জন
270. কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আর্ন হয়?
- আয়কর
- আমদানি ও রপ্তানি
- ভূমি রাজস্ব
- মূল্য সংযোজন কর
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বাংলাদেশ-বিষয়াবলি - সাধারণ-জ্ঞান - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 27"