বাংলাদেশ-বিষয়াবলি – সাধারণ-জ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 11

অণুজীব

বাংলাদেশ-বিষয়াবলি – সাধারণ-জ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 11

101. বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশের নাম-

  1. ভারত
  2. ভুটান
  3. নেপাল
  4. রাশিয়া

102. বাংলাদেশের মন্ত্রিপরিষদ তাদের কাজকর্মের জন্য কার কাছে দায়ী?

  1. রাষ্ট্রপতির কাছে
  2. জনগণের কাছে
  3. জাতীয় সংসদের কাছে
  4. জাতিসংঘের কাছে

103. কোন জেলাকে ‘বাংলার শস্যভান্ডার’ বলা হয়?

  1. যশোর
  2. বরিশাল
  3. খুলনা
  4. ফরিদপুর

104. বাংলা ভাষা প্রচলন আইন কোন সালে পাশ হয়?

  1. 2002
  2. 1972
  3. 1987
  4. 1991

105. বড়পুকুড়িয়া কয়লা খনি কোথায় অবস্থিত?

  1. পাবনা
  2. যশোর
  3. দিনাজপুর
  4. জয়পুরহাট

106. উত্তরবঙ্গে বসবাসকারী আদিবাসীদের ভাষা –

  1. হিন্দি
  2. মৈথিল্য
  3. সাদ্রি
  4. কুরুক

107. বাংলাদেশের প্রশস্ততম নদী ?

  1. যমুনা
  2. মেঘনা
  3. সুরমা
  4. কর্ণফুলী

108. বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত ?

  1. মাহমুদা হক চৌধূরী
  2. তাহমিনা হক ডলি
  3. মিসেস কামরুন্নাহার লাইলী
  4. জাকিয়া আখতার.

109. কতো সালে বাংলাদেশে প্রথম কম্পিউটার ব্যবহার হয়?

  1. 1969
  2. 1994
  3. 1964
  4. 2001

110. চলিত ভাষা কোন নদী তীরবর্তী মানুষের ভাষা?

  1. ভাগীরথী
  2. পদ্মা
  3. মেঘনা
  4. যমুনা

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline