বাংলা ও কম্পিউটার বিষয়ের ‬৩৬তম বিসিএস প্রশ্ন সমাধান

৩৬তম বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান

বাংলা ।

১. বিজ্ঞান শব্দের যুক্তবর্ণের সঠিক রুপ কোনটি ?
– জ+ঞ
২। নিচের কোন ভ্রমন বিষয়ক গ্রন্থ নয় ?
– ৩। নিচের কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের ‘ঘরে বাইরে‘ উপনাসের

৪। ঘরে বাইরের উপনাসের চরিত্র
– নিখিলেস – বিমলা
৫। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি?
-৮টি
৬।বিষাদসিন্ধু একটি
ইতিহাস আশ্রিত উপন্যাস
৭। সবুজপত্র প্রকাশিত হয় কোন সালে
– ১৯১৪
৮। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক
– পায়ের আওয়াজ পাওয়া যায়
৯্ মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্ম প্রচারক এর প্রভাব অপরিসীম
– শ্রীচৈতন্য
১০। কোনটি জসিমউদ্দিন নাটক
— বেদের মেয়ে
১১। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন?
– ১৭৬০সালে
১২। কোনটি উপন্যাস নয় ?
– কবিতার কথা ( জীবনান্দ দাশের প্রবন্ধ)
১৩। মুনীর চৌধুরীর অনূদিত নাটক কোনটি?
– মুখরা রমনী বশীকরণ
১৪। তোহফা কাব্যটি কে রচনা করেন ?
– আলাওল
১৫। এন্টনি ফিরিঙ্গি কী জাতীয় সাহিত্যের রচয়িতা ?
– কবিগান
১৬। নিচের কোনটি ভ্রমণ বিষয়ক গ্রন্থ নয় ?
-চার ইয়ারী কথা
১৭। যে উপন্যাসে গ্রামীন সমাজ জীবনের চিত্র প্রাধান্য
– সঠিক উত্তর নাই। কারণ সীতারাম , গণদেবতা, পদ্মানদীর মাঝি , পথের প্যাঁচালি প্রভৃতি সবগুলোই গ্রামীন সমাজের চিত্র ফুটে তুলেছে । সূত্র > সৌমিত্র শেখরের বই(জুন, ২০১২) সীতারাম পৃ্ষ্ঠা ৩৫৪ , গণদেবতা ( ৩২৯ পৃষ্টা) আর বাকিগুলো ত জানেন ই ।
১৮।কোনটি শওকত ওসমানের রচনা নয় ?
– ভেজাল
১৯। এ যে আমাদের চেনা লোক বাক্যে চেনা কোন পদ ?
-বিশেষণ ।কারণ চেনা >> লোককে modify korce.
২০. হেড মৌলভী কোন ভাষার শব্দ ?
ইংরেজী + ফার্সি
২১. রবীন্দ্র -এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
– রবি + ইন্দ্র
২২। মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে । বাক্যটিকে নেতিবাচক বাক্যে রুপান্তরিত কর?
– মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না
২৩. বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি ?
– ব্ +ন্+ধ্+ন
২৪। প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ কোনটি?
– উত্কর্ষ
২৫। কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস ?
– কুহেলিকা
২৬। কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্র কাব্য ?
– বীরাঙ্গনা
২৭। একখানি ছোট খেত আমি একলা – রবীঠাকুরের কোন কবিতার অন্তর্গত ?
– সোনার তরি
২৮। আমি কিংবদন্তীর কথা বলছি কার লেখা ?
– আবু জাফর ওবায়দুল্লাহ
২৯। হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম
– গ্রামবার্তা প্রকাশিকা
৩০। ইয়ং বেঙ্গল ‘ গোষ্ঠীর মুখপত্ররুপে কোন পত্রিকা প্রকাশিত হয় ?
– জ্ঞানা্ঙ্কুর
৩১। রাজা প্রতাপদিত্য চরিত্র কার লেখা ?
– রামরাম বসু
eshikhon.com
৩২। কোনটিতে নত্ব বিধি অনুসারে “ণ‘্র ব্যবহার হয়েছে ?
– প্রবণ ( কারণ কল্যাণ, বিপণি, নিক্কণ স্বভাবই হয়েছে আর প্রবণ েএ প বর্গীয় পর ব তার পর ণ )
৩৩। কোনটি বিশেষ্য পদ ?
– গাম্ভীর্য
৩৪। কোনটি বহুব্রিহি সমাসবদ্ধ পদ
– জনশ্রুতি
৩৫। কোনটি প্রত্যয়যোগে গঠিত হয়নি ?
-শুভেচ্ছা মে বি উত্তর হবে ।কারণ এটি সন্ধি যোগে হয়েছে । প্রশ্ন মনে হয় ভুল আছে হত হয়েছে তখন তন্বী
নিজের সুবিধামতো সময়ে পড়তে শেয়ার করে নিজের টাইমলাইনে রাখুন।

——-

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline