📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

ফোরাম প্রশ্নোত্তর – আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি সাম্প্রতিক ও পরিবর্তনশীল তথ্য: জানুয়ারি ২০১৫ – অক্টোবর ২০১৫ :

চাকরি পরীক্ষার লিখিত ও এমসিকিউ প্রস্তুতির জন্য ইশিখন.কম এ প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপর রয়েছে শত শত লেকচার। যেটি থেকে প্রায় ৬০% থেকে ৯০% বিভিন্ন পরীক্ষায় কমন আসে।

আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি (সাম্প্রতিক ও পরিবর্তনশীল তথ্য: জানুয়ারি ২০১৫ – অক্টোবর ২০১৫) :

১) ২০-২১ মে ২০১৫ নেদারল্যান্ডস-এর দি হেগ-এ অনুষ্ঠিত এক সম্মেলনে আন্তর্জাতিক জ্বালানি সনদ স্বাক্ষরিত হয়। এ সম্মেলনে বাংলাদেশসহ ৬৫টি দেশ ও সংগঠন কর্তৃক গৃহীত ও স্বাক্ষরিত হয় সনদটি। উল্লেখ্য, সনদটি মোট ৪৭টি দেশ কর্তৃক অনুসমর্থিত হয়েছে।
২) বিশ্বে কার্বন-ডাই-অক্সাইড নিঃস্বরণে শীর্ষ দেশ চীন; দ্বিতীয় যুক্তরাষ্ট্র।
৩) ২০১৪ বিশ্ব জলবায়ু পরিবর্তন সূচকে সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশ হন্ডুরাস।
৪) ২০১৪ বিশ্ব জলবায়ু পরিবর্তন সূচকে বাংলাদেশের অবস্থান ৬ষ্ঠ।
৫) ২০তম জাতিসংঘ জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয় ১-১৪ ডিসেম্বর, ২০১৪; লিমা, পেরু।
৬) ২১তম জাতিসংঘ জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর-১১ ডিসেম্বর, ২০১৫; লি বুরগেট, ফ্রান্স।
৭) অন্যান্য (এই টপিকের জন্য গুরুত্বপূর্ণ না হলেও জেনে রাখা ভাল) : বিশ্বব্যাংকের অর্থায়নে সাম্প্রতিক জরিপ অনুযায়ী বাংলাদেশের সুন্দরবনে বাঘের সংখ্যা ১০৬টি। আর বাংলাদেশ ও ভারত মিলিয়ে পুরো সুন্দরবনে বাঘের সংখ্যা ১৭০টি।

পরিবেশ ও জলবায়ু বিষয়ক দিবস-প্রতিপাদ্য ২০১৫ :
১) ৩ মার্চ – বিশ্ব বন্যপ্রাণী দিবস।
২) ২১ মার্চ – বিশ্ব বন দিবস। প্রতিপাদ্য – জলবায়ু পরিবর্তন রোধে বন।
৩) ২২ মার্চ – বিশ্ব পানি দিবস। প্রতিপাদ্য – পানির সহজ প্রাপ্তি, টেকসই উন্নয়নের ভিত্তি।
৪) ২৩ মার্চ – বিশ্ব আবহাওয়া দিবস। প্রতিপাদ্য – জলবায়ু কার্যক্রমে জলবায়ু জ্ঞান।
৫) ২২ এপ্রিল – বিশ্ব ধরিত্রী দিবস।
৬) ২২ মে – আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস।
৭) ৩১ মে – বিশ্ব তামাকমুক্ত দিবস।
৮) ৫ জুন – বিশ্ব পরিবেশ দিবস। প্রতিপাদ্য – শত কোটি জনের অপার স্বপ্ন : একটি বিশ্ব, করি না নিঃস্ব।
৯) ১৭ জুন – আন্তর্জাতিক মরুকরণ ও খরা প্রতিরোধ দিবস। প্রতিপাদ্য – Attainment of food security for all through sustainable food systems.
১০) ২৬ জুলাই – আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস।
১১) ২৯ জুলাই – বিশ্ব বাঘ দিবস।
১২) ১৬ সেপ্টেম্বর – আন্তর্জাতিক ওজনস্তর সংরক্ষণ দিবস। প্রতিপাদ্য – ওজনস্তর ক্ষয়রোধে সমন্বিত প্রচেষ্টায় ৩০ বছর। স্লোগান – ওজনস্তর রক্ষা কর : অতি বেগুনি রশ্মি হতে নিরাপদ থাকুন।

চলমান বিশ্ব, কারেন্ট আফেয়ার্স এর সকল আপডেট তথ্য পাবেন, আমাদের ব্লগে এবং আমাদের ফেসবুকে পেইজে facebook.com/eshikhon

   
   

0 responses on "ফোরাম প্রশ্নোত্তর - আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি সাম্প্রতিক ও পরিবর্তনশীল তথ্য: জানুয়ারি ২০১৫ - অক্টোবর ২০১৫ :"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved