পদার্থের-অবস্থা-ও-চাপ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2507
25061. সঞ্চায়ক কোষে ব্যবহৃত হয়-
- নাইট্রিক এসিড
- সালফিউরিক এসিড
- হাইড্রোক্লোরিক এসিড
25062. মৃত সাগরে-
- লবণ ও অন্যান্য অপদ্রব্য মিশ্রিত থাকে
- পানির ঘনত্ব বেশি
- মানুষ ডুবে যায় না
A,B,C
25063. টরসেলির পরীক্ষার সাহায্যে কি পরিমাপ করা হয়?
- চাপ
- ঘনত্ব
- ওজন
- বায়ুমণ্ডলী চাপ
25064. 5m2 ক্ষেত্রফলের বস্তুর উপর 10Pa চাপ সৃষ্টি করতে কী পরিমাণ বল প্রয়োগ করতে হবে?
- 50N
- 2N
- 500N
- 20N
25065. ঘনত্বের একক কী?
- Kgm3
- Kgm-3
- Kgm2
- Kgm-2
25066. ইস্পাত রাবার অপেক্ষা অধিক স্থিতিস্থাপক কারণ-
- স্থিতিস্থাপক গুণাঙ্কের মান বেশি
- পীড়ন ও বিকৃতি অনুপাত কম
- স্থিতিস্থাপক গুণাঙ্কের মান কম
- স্থিতিস্থাপক গুণাঙ্কের অনুপাত সমান
25067. শিল্প-কারখানায় ধাতব পদার্থ কাটতে কি ব্যবহার করা হয়?
- করাত
- ছুরি
- গ্যাস
- প্লাজমা
25068. সঞ্চায়ক কোষ ব্যবহৃত হয়-
- গাড়িতে
- মাইকে
- ঘড়িতে
A,B
25069. গ্যাস ও তরল পদার্থের ক্ষেত্রে-
- কণাগুলো এলোমেলো ছোটাছুটি করে
- পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়
- পাত্রের দেওয়ালের সাথে সংঘর্ষে লিপ্ত হয়
A,B,C
25070. কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে কী বলে?
- পীড়ন
- ঘর্ষণ
- চাপ
- ওজন
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "পদার্থের-অবস্থা-ও-চাপ- এসএসসি-পদার্থ বিজ্ঞান-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2507"