পদার্থের-অবস্থা-ও-চাপ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2514
25131. পাত্রে আবদ্ধ স্থির তরলের কোনো বিন্দুতে চাপের মান কোনটির উপর নির্ভর করে না?
- তরলের ঘনত্ব
- তরলের মুক্ত তল হতে বিন্দুর গভীরতা
- পাত্রের ক্ষেত্রফল
- অভিকর্ষজ ত্বরণ
25132. কোনো বস্তু কখন পানিতে সম্পূর্ণ ডুবে যায়?
- যখন বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম হয়
- যখন বস্তুর ওজন সমআয়তনের পানির ওজনের চেয়ে কম হয়
- যখন বস্তুর ওজন সমআয়তনের পানির ওজনের চেয়ে বেশি হয়
- যখন বস্তু পনিতে অদ্রবনীয় হয়
25133. A ক্ষেত্রফলবিশিষ্ট কোনো বস্তুতে লম্বভাবে F বল প্রয়োগ করা হলে পীড়ন কোনটির সমান?
- A/F
- F x A
- F/A
- AF-1
25134. তরলের মধ্যে কোনো কঠিন বস্তুকে নিমজ্জিত করলে বস্তুর প্রতি বিন্দুতে কী অনভূত হবে?
- সর্বমুখী বল
- একমুখী চাপ
- একমুখী বল
- সর্বমুখী চাপ
25135. বল বৃদ্ধিকরণ নীতিটি নিচের কোন সূত্র থেকে প্রতিপাদিত হয়েছে?
- কুলম্বের সূত্র
- নিউটনের বল সম্পর্কিত দ্বিতীয় সূত্র
- প্যাসকেলের সূত্র
- আর্কিমিডিসের সূত্র
25136. ভূ-পৃষ্ঠের সমুদ্র সমতল থেকে যত উপরে উঠা যায়, তত-
- বায়ুস্তম্ভের ওজন হ্রাস পায়
- বায়ুস্তম্ভের ঘনত্ব হ্রাস পায়
- বায়ু চাপ হ্রাস পায়
A,B,C
25137. তরলে ভিতরে কোন বিন্দুতে চাপ নির্ভর করে?
- ক্ষেত্রফলের ওপর
- ঘনত্বের উপর
- তরলের গভীরতার
B,C
25138. কত তাপমাত্রায় প্লাজমা অবস্থার উৎপত্তি হয়?
- শূন্য ডিগ্রি সেলসিয়াস
- ৩২ ডিগ্রি সেলসিয়াস
- ২৭৩ ডিগ্রি সেলসিয়াস
- কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস
25139. প্রতি 1m2 ক্ষেত্রফলের উপর 1N বল লম্বভাবে ক্রিয়া করলে যে চাপ হয় তাকে কী বলে?
- 1W
- 1Pa
- 1Cd
- 1J
25140. এক প্যাসকেল=কত?
- 1Nm-1
- 1Nm
- 1Nm-2
- 1N-1m-2
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "পদার্থের-অবস্থা-ও-চাপ - এসএসসি-পদার্থ বিজ্ঞান-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2514"