দেখতে-হলে-আলো-চাই – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-সাধারণ বিজ্ঞান-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1946
19451. নিচের কোনটি চোখের জন্য ক্ষতিকর?
- সঠিক পুষ্টি গ্রহণ
- চর্বিযুক্ত মাছে
- আবছা আলো
- জিংক সমৃদ্ধ খাবার
19452. সমতল দর্পণ ব্যবহার করা হয়-
- সেলুনে
- গাড়ীতে
- ড্রেসিং টেবিলে
A,C
19453. চোখকে সুস্থ রাখতে বেশি করে খেতে হবে-
- মিষ্টি আলু
- চর্বিযুক্ত মাছ
- ব্রকলি
A,B,C
19454. উত্তল লেন্সের আকৃতি কিরূপ?
- প্রাপ্ত মোটা ও মধ্যভাগ সরু
- প্রাপ্ত সরু ও মধ্যভাগ মোটা
- প্রাপ্ত মোটা ও মধ্যভাগ মোটা
- প্রাপ্ত সরু ও মধ্যভাগ সরু
19455. রেটিনার উপর আলো পড়লে রড ও কোণ কোষসমূহ সেই আলোকে গ্রহণ করে তাকে পরিণত করে-
- শব্দ প্রেরণায়
- আলোক প্রেরণায়
- তড়িৎ প্রেরণায়
- চুম্বক প্রেরণায়
19456. কোনটির মাধ্যমে তড়িৎ প্রেরণাকে মস্তিষ্কে প্রেরণ করা হয়?
- রড কোষ
- কোণ কোষ
- ফেসিয়াল স্নায়ু
- অক্ষি স্নায়ু
19457. লেন্সের ক্ষমতা +2D বলতে বোঝায় লেন্সটি-
- উত্তল লেন্স
- প্রধান অক্ষের ১ মিটার দূরত্বে আলোক রশ্মিগুচ্ছকে মিলিত করবে
- প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোকরশ্মিকে অভিসারী করে
A,B,C
19458. চোখ ভাল রাখার জন্য সঠিক জীবণধারণ পদ্ধতি হলো-
- ক্লান্ত চোখকে ঘুমের মাধ্যমে সতেজ করা
- মাঝে মাঝে ধূমপান করা
- প্রখর রোদে সানগ্র্লাস ব্যবহার করে বাইরে বের হওয়া
A,B
19459. নীচের কোনটি কাছের বস্তু দেখার কিন্তু দূরের বস্তু না দেখার ত্রুটি নয়?
- ক্ষীণ দৃষ্টি
- হ্রস্ব দৃষ্টি
- মাইওপিয়া
- হাইপারমটোপিয়া
19460. স্বাভাবিক চোখে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত?
- ৫ সেমি.
- ১০ সেমি.
- ২৫ সেমি.
- ৫০সেমি.
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "দেখতে-হলে-আলো-চাই - এসএসসি-সাধারণ বিজ্ঞান-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1946"