জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

আসন্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সিনেটে রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচনে উপাচার্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনেছেন ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল জোট’।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।

আওয়ামী লীগপন্থি দু’টি প্যানেলের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির এবং বাংলাদেশ কৃষকলীগের সভাপতি ও জাকসুর সাবেক ভিপি মো. মোতাহার হোসেন মোল্লা এ প্যানেলটির নেতৃত্ব দিচ্ছেন।

লিখিত বক্তব্যে অধ্যাপক শরীফ এনামুল কবির বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, উপাচার্যের অনুমোদনক্রমে রিটানিং অফিসার নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। কিন্ত রিটানিং অফিসার নিয়োগের আগেই নির্বাচনের তারিখ ঘোষণা করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য, যেটি সংবিধান বহির্ভূত। তাছাড়া উপাচার্য নিয়ম লঙ্ঘন করে রেজিস্টার্ড গ্রাজুয়েট ভোটারদের ব্যক্তিগত ফোন নাম্বার উন্মুক্ত করেছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, ‘গত ১১ সেপ্টম্বর রিটানিং অফিসার নিয়োগ দেওয়া হয় এবং ১২ সেপ্টম্বর রিটানিং অফিসার নির্বাচনের তারিখ ঘোষণা করেন। এখানে কোনো নিয়ম লঙ্ঘন করা হয়নি।’

‘এছাড়া প্রার্থীরা আমার কাছে এসে অভিযোগ করেন। একটি প্যানেল ভোটারদের মোবাইল নম্বর পেয়ে মেসেজ পাঠাচ্ছে। তখন আমি সবার সঙ্গে পরামর্শ করে ভোটারদের মোবাইল নম্বর সব প্রার্থীদের কাছে উন্মুক্ত করে দেই। যাতে প্রার্থীদের ‘লেবেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত হয়।’

সংবাদ সম্মেলনে শরীফ এনামুল কবির আরও বলেন, এই বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ও সার্বিক স্বার্থ সংরক্ষণে আমার প্যানেল অঙ্গীকারবদ্ধ। তাই নির্বাচনের নিয়ম লঙ্ঘিত হলেও আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। আমরা সুষ্ঠু ও নিরক্ষে নির্বাচন আশা করছি। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল জোট’ প্রার্থীরাও উপস্থিত ছিলেন।

 

 

আরো পড়ুন:

সেশনজটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থী পেলেন জাপানের এনইএফ’র বৃত্তি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচি

২০১৭-১৮ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষে ভর্তির বিস্তারিত তথ্য

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline