জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবারও ক্লাস বর্জনের ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবারও ক্লাস বর্জনের ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবারও ক্লাস বর্জনের ঘোষণা।

আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রকাশনা জালিয়াতির অভিযোগে চাকরিচ্যুত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন আহমদকে চাকরিতে পুনর্বহালের দাবিতে বৃহস্পতিবার (৩ মে) থেকে আবারও ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (২ মে) দুপুরে জরুরি সভা শেষে আন্দোলনকারী শিক্ষার্থীরা এ তথ্য জানান।

আন্দোলনকারী শিক্ষার্থী গালিব আফসারি বলেন, আগামী ১০ কার্য দিবসের মধ্যে নাসির স্যারকে সসম্মানে চাকরিতে পুনর্বহাল করতে হবে। সেজন্য আমরা আগামীকাল বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক দিয়েছি। এটা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতেই। কারণ জবির কোন শিক্ষার্থী স্যারকে বিশ্ববিদ্যালয়ের বাহিরে রেখে ক্লাস-পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক নন।

এ বিষয়ে চাকরিচ্যুত শিক্ষক নাসির উদ্দিন বলেন, সবকিছুর আগে আমার প্রিয় শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা তাদের আগামীর ভবিষ্যৎ তাই আমি চাই শিক্ষার্থী ক্লাস-পরীক্ষায় অংশ গ্রহণ করুক। তারা বড় হলেই আমি বড় হবো। আমার জন্য বিশ্ববিদ্যালয় বা আমার শিক্ষার্থীদের ক্ষতি হোক তা আমি চাই না।

 

 

আরো পড়ুন:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় এমসিকিউ পদ্ধতি তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে

ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বহিষ্কার ২ জন

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline