
ব্যবসায় প্রশাসন অনুষদের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে প্রথম দিনের পরীক্ষা।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর একটায় শেষ হয়। ‘গ’ ইউনিটের ৪৪৮ আসনের বিপরীতে মোট ১৪ হাজার ৩১০টি আবেদন জমা পড়েছিল।
এই ইউনিটের ফলাফল প্রকাশ করতে কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড.এ এফ এম আওরঙ্গজেব বলেন, ‘কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠ ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। ফলাফল পেতে পরীক্ষার্থীদের কয়েকদিন অপেক্ষা করতে হবে। ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।’
এ বছর থেকে ১০টি ইউনিটে ভর্তি পরীক্ষার পরিবর্তে চারটি ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ বছর ৪৯২৪ আসনের বিপরীতে ১ লাখ ২৫ হাজার ৯৯৫ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করে। ভর্তি পরীক্ষা চলবে ২৯ অক্টোবর পর্যন্ত।
এদিকে নিরাপত্তা জোরদারে ক্যাম্পাসে সাদা পোশাকের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর পাঁচ শতাধিক সদস্য মাঠে কাজ করছেন। সকাল থেকে ক্যাম্পাসের ৩৪টি স্পটে পুলিশ মোতায়েনের পাশাপাশি চেকপোস্টও বসানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিয়াজ মোরশেদ বলেন, ‘এখনো পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠুভাবে সবকিছু সম্পন্ন হয়েছে। শুক্রবার ডি ইউনিটের (সমাজ বিজ্ঞান অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হবে।’
আরো পড়ুন: