গতি – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2472
24711. নিচের তথ্যগুলো লক্ষ কর –
- সরণ বস্তুর গতিপথের উপর নির্ভর করে না
- সরণের মাত্রা L
- সরণ স্কেলার রাশি
A,B
24712. গিটারের তারের গতি কোন ধরনের গতির উদাহরণ?
- ঘূর্ণন গতি
- স্পন্দন গতি
- চলন গতি
- পর্যাবৃত্ত গতি
24713. 10 ms-1 হচ্ছে –
- অদিক রাশি
- স্কেলার রাশি
- প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 10m
A,B,C
24714. বস্তুর ওপর ক্রিয়াশীল অভিকর্ষজ ত্বরণ কিসের ওপর নির্ভর করে না?
- পৃথিবীর ব্যাসার্ধ
- বস্তুর আয়তন
- পৃথিবীর ভর
- বস্তুর ভর
24715. ত্বরণ কী ধরনের রাশি?
- স্কেলার
- ভেক্টর
- মৌলিক
- অদিক
24716. বায়ুতে শব্দ 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে –
- 332 m
- 664 m
- 1660 m
- 106 m
24717. একটি গাড়ির বেগ 40 ms-1 থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 5 s পরে 10 ms-1 হলো। গাড়িটির ত্বরণ কত?
- – 2 ms-2
- – 4 ms-2
- – 5 ms-2
- – 6 ms-2
24718. প্রতিনিয়ত ছায়াপথে ঘুরছে –
- সূর্য
- সূর্যের গ্রহ
- সূর্যের উপগ্রহ
A,B,C
24719. মহাবিশ্বের যেকোনো দুটি বস্তুর মধ্যে যদি একটি পৃথিবী হয় তাহলে তাকে কী বলে?
- অভিকর্ষ
- মহাকর্ষ
- অভিকর্ষ ত্বরণ
- প্লবতা
24720. স্থির অবস্থান থেকে চলন্ত একটি গাড়িতে 2ms-1 ত্বরণ প্রয়োগ করা হলে এর বেগ 20ms-1 হলো। কত সময় ধরে ত্বরণ প্রয়োগ করা হয়েছিল?
- 7s
- 10s
- 5s
- 15s
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "গতি - এসএসসি-পদার্থ বিজ্ঞান-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2472"