ফটোশপ এর শিক্ষার্থীদের গ্রাফিক্স ডিজাইন (বর্তমানে ইলাস্ট্রেটর) কোর্সে যুক্ত করা হল
এতে প্রত্যেক শিক্ষার্থীগণ এখন আমাদের পুরো গ্রাফিক্স ডিজাইন (বর্তমানে ইলাস্ট্রেটর) কোর্স করার সুযোগ পাচ্ছেন।
সবাইকে ফটোশপ ব্যাচে টাইমিং অনুযায়ী গ্রাফিক্স ডিজাইন (বর্তমানে ইলাস্ট্রেটর) ব্যাচে যুক্ত করা হল, যাতে করে আপনাদের সময় নিয়ে কোন প্রকার সমস্যা না হয়।
প্রতিটি ব্যাচে সপ্তাহে প্রথম ২ দিন ইলাস্ট্রের ক্লাস হবে এবং শেষ ১ দিন ফটোশপ ক্লাস হবে।
আগামী ২ তারিখ বুধবার থেকে এই রুটিন শুরু হবে, তবে ফটোশপ এবং ইলাস্ট্রেটর এর সব শিক্ষার্থী একসাথে ইলাস্ট্রেটর ক্লাস করার সুযোগ পাচ্ছেন।