
কোষ-বিভাজন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 627
6261. নিচের কোন পর্যায়ে কোষটি দু ভাগ হয়ে যায়?
- মেটাফেজ
- অ্যানাফেজ
- প্যাফাইটিন
- টেলোফেজ
6262. জীবজগতের গুণগত স্থিতিশীলতা বজায় থাকে কোন বিভাজনের মাধ্যমে?
- অ্যামাইটোসিস
- মাইটোসিস
- মিয়োসিস
- অস্বাভাবিক
6263. তৈরি খাদ্যদ্রব্যটি ব্যবহার করতে হয় –
- অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রত্যক্ষের জন্য
- মাইটোসিস কোষ বিভাজন প্রত্যক্ষের জন্য
- মায়োসিস কোষ বিভাজন প্রত্যক্ষের জন্য
- ক্লিভেজ কোষ বিভাজন প্রত্যক্ষের জন্য
6264. প্রিতম ব্যাংক আমানতকারীদের নিকট থেকে ক্ষুদ্র তহবিল সংগ্রহ করে মেয়াদি আমানদ সৃষ্টি করে। এক্ষেত্রে আমানতকারীকে প্রিতম ব্যাংক কোনটি প্রদান করে?
- শেয়ার
- বন্ড
- ডিবেঞ্চার
- সুদ
6265. মাইটোসিস কোষ বিভাজনের শেষ পর্যায় কোনটি?
- মেটাফেজ
- টেলোফেজ
- প্রফেজ
- এনাফেজ
6266. হ্যাপ্লয়েড জীবের জাইগোট কোন বিভাজন সংঘটিত হয়?
- অ্যামাইটোসিস
- মাইটোসিস
- মিয়োসিস
- দ্বিবিভাজন
6267. অ্যামাইটোসিস প্রক্রিয়ায় অপত্য কোষের সংখ্যা কত?
- তিনটি
- দুইটি
- পাঁচটি
- চারটি
6268. অ্যানাফেজ পর্যায়ের শেষের দিকে অপত্য ক্রোমোজোমগুলোর দৈর্ঘ্যের কী পরিবর্তন ঘটে?
- দৈর্ঘ্য বৃদ্ধি পায়
- দৈর্ঘ্য হ্রাস পায়
- দৈর্ঘ্য অত্যধিক বৃদ্ধি পায়
- কোনটিই নয়
6269. কোষের বিভাজনের কোন পর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে থাকে?
- প্রোফেজ
- প্রো-মেটাফেজ
- টেলোফেজ
- অ্যানাফেজ
6270. স্পিন্ডল যন্ত্রের যে তন্তুর সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত থাকে তাকে বলে –
- আকর্ষণ তন্তু
- স্পিন্ডল তন্তু
- ট্রাকশন তন্তু
- ট্রাকশন যন্ত্র
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।