এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-12 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-12 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 316
3151. বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মূল নেতৃত্বে ছিলেন কে?
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- তাজউদ্দিন আহমদ
- সৈয়দ নজরুল ইসলাম
- ক্যাপ্টেন এম মনসুর আলী
3152. ১৯৭১ সালে বাংলাদেশের কোন ঘটনা বিশ্ববাসীর বিবেককে নাড়া দেয়?
- পাকিস্তানি বাহিনীর নারকীয় তাণ্ডব
- বাংলাদেশের ভয়াবহ ভূমিকম্প
- বাংলাদেশের ভয়াবহ ঘূর্ণিঝড়
- বাংলাদেশের সিপাহী বিদ্রোহ
3153. ১৬ মার্চ থেকে বঙ্গবন্ধুর সাথে সমঝোতা বৈঠক শুরু হলে অন্যদিকে অপারেশন সার্চ লাইট চূড়ান্ত করেন-
- টিক্কা খান
- মে.জে খাদিম হোসেন
- রাও ফরমান আলী
A,B,C
3154. পাকিস্তান সেনাবাহিনীর অভিযান শুরুর কথা ছিল কখন?
- জিরো আওয়ারে
- ওয়ান আওয়ারে
- টু আওয়ারে
- থ্রি আওয়ারে
3155. শিব নারায়ণ দাস কত তারিখে বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা নির্মাণ কাজ শেষ করেন?
- ৫ জুন ১৯৭০
- ৬ জুন ১৯৭০
- ৭ জুন ১৯৭০
- ৮ জুন ১৯৭০
3156. ১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনে পূর্ব পাকিস্তানের সাধারণ আসন ছিল কতটি?
- 160
- 161
- 162
- 163
3157. বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালীন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন কে?
- রাজীব গান্ধী
- ইন্দিরা গান্ধী
- সোনিয়া গান্ধী
- রাতুল গান্ধী
3158. ইয়াহিয়া ৩ মার্চ অনুষ্ঠিতব্য জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করলে –
- স্বাধীন বাংলা শিক্ষার্থী সংগ্রাম পরিষদ গঠিত হয়
- ২ মার্চ দেশব্যাপী ধর্মঘট আহ্বান করা হয়
- ৩ মার্চ ছাত্রলীগ পল্টন ময়দানে বিক্ষোভ সমাবেশ করে
A,B,C
3159. সমীরের দাদা সমীরকে বলল যে, বাংলাদেশ সৃষ্টির পূর্বে একটি নির্বাচন হয়েছিল সবচেয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। সমীর কোন নির্বাচন সম্পর্কে জানতে পেল?
- ১৯৬৭-এর নির্বাচন
- ১৯৬৮-এর নির্বাচন
- ১৯৬৯-এর নির্বাচন
- ১৯৭০-এর নির্বাচন
3160. মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?
- তাজউদ্দীন আহমদ
- এম. মনসুর আলী
- এমএজি ওসমানী
- সৈয়দ নজরুল ইসলাম
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলাদেশের ইতিহাস-12 - এসএসসি-বাংলাদেশের ইতিহাস-12 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 316"