এসএসসি পড়ালেখা || বাংলা ১মপত্র অধ্যায় – ১৫: গদ্য – বাঙলা শব্দ

এসএসসি (ssc) বা মাধ্যমিকি || বাংলা ১মপত্র
অধ্যায় – ১৫: গদ্য – বাঙলা শব্দ
১.

সংস্কৃত শব্দ সম্পর্কে প্রাবন্ধিক হুমায়ুন আজাদ বলেছেন –

i. অটল অবিচল

ii. অক্ষয় অবিনশ্বর

iii. বিকলাঙ্গ

নিচের কোনটি সঠিক?

Ο ক)

i ও ii

Ο খ)

ii ও iii

Ο গ)

i ও iii

Ο ঘ)

i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

২.

‘কেষ্ট’ ও ‘রঙিন’ এ শব্দ দুটোকে বিকলাঙ্গ বলা হয় কেন?

Ο ক)

এ দুটো সংস্কৃত শব্দ

Ο খ)

এ দুটো প্রাকৃতের অবিকশিত রূপ

Ο গ)

এ দুটো তদ্ভব শব্দ বলে

Ο ঘ)

এ দুটোর উৎস অজ্ঞাত বলে

সঠিক উত্তর: (খ)

৩.

‘তিগির’ শব্দ থেকে রূপান্তরিত হয়ে বাংরায় কোন শব্দটি এসেছে?

Ο ক)

ঠাকুর

Ο খ)

ত্যাগ

Ο গ)

তেঁতুল

Ο ঘ)

তৈরি

সঠিক উত্তর: (ক)

৪.

পুরনো বাংলার যে শব্দ এখন আর বাংলায় নেই –

i. সসহর

ii. রএনি

iii. ডিঙ্গি

নিচের কোনটি সঠিক?

Ο ক)

i ও ii

Ο খ)

ii ও iii

Ο গ)

i ও iii

Ο ঘ)

i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

৫.

বাংলা ভাষায় কতটি মৌলিক বা বাংলা শব্দ?

Ο ক)

শতকরা ষাটটি

Ο খ)

শতকরা সত্তরটি

Ο গ)

শতকরা ছিয়ানব্বইটি

Ο ঘ)

শতকরা সাতানব্বইটি

সঠিক উত্তর: (গ)

৬.

যেসব শব্দের সমন্বয়ে বাংলা ভাষার শরীর গড়ে উঠেছে –

i. তৎসম

ii. অর্ধতৎসম

iii. তদ্ভব

নিচের কোনটি সঠিক?

Ο ক)

i ও ii

Ο খ)

ii ও iii

Ο গ)

i ও iii

Ο ঘ)

i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

৭.

‘কুটুম’ শব্দটি সংস্কৃতে কোন রূপ ধারণ করে?

Ο ক)

টুকুম

Ο খ)

কুটুম্ব

Ο গ)

ঘট

Ο ঘ)

কট

সঠিক উত্তর: (গ)

৮.

‘পেট’ কোন ভাষার শব্দ?

Ο ক)

তামিল

Ο খ)

মলয়ালি

Ο গ)

সংস্কৃত

Ο ঘ)

গুজরাটি

সঠিক উত্তর: (ক)

৯.

প্রাকৃতে ‘মাছ’কে কী বলা হয়?

Ο ক)

মচ্ছ

Ο খ)

মছ্ব

Ο গ)

মৎস

Ο ঘ)

মৎস্য

সঠিক উত্তর: (ক)

১০.

বাংলা ভাষা সৃষ্টিতে কোন কোন শব্দের প্রভাব লক্ষ করা যায়?

i. তৎসম

ii. অর্ধ-তৎসম

iii. তদ্ভব

নিচের কোনটি সঠিক?

Ο ক)

i ও ii

Ο খ)

ii ও iii

Ο গ)

i ও iii

Ο ঘ)

i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

১১.

হুমায়ুন আজাদ দীর্ঘদিন কোথায় অধ্যাপনা করেছেন?

Ο ক)

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে

Ο খ)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে

Ο গ)

ঢাকা বিশ্ববিদ্যালয়ে

Ο ঘ)

খুলনা বিশ্ববিদ্যালয়ে

সঠিক উত্তর: (গ)

১২.

ভাষাবিজ্ঞানী বলা হয় কাদের?

Ο ক)

ভাষার ব্যাকরণ নিয়ে যাঁরা গবেষণা করেন

Ο খ)

যারা বহু ভাষায় পারদর্শিতা অর্জন করেন

Ο গ)

ভাষার বিবর্তন নিয়ে যাঁরা গবেষণা করেন

Ο ঘ)

ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে যাঁরা গবেষণা করেন

সঠিক উত্তর: (ঘ)

১৩.

‘সসহর’ ও ‘রএণি’ শব্দগুলো হলো –

Ο ক)

সংস্কৃত শব্দ

Ο খ)

প্রাকৃত শব্দ

Ο গ)

অর্ধ-তৎসম শব্দ

Ο ঘ)

পুরনো বাংলা শব্দ

সঠিক উত্তর: (ঘ)

১৪.

‘কেষ্ট’ কোন শব্দের বিকৃত রূপ?

Ο ক)

কষ্ট

Ο খ)

কষ্টি

Ο গ)

কৃষ্ণ

Ο ঘ)

কৃষ্টি

সঠিক উত্তর: (গ)

১৫.

হুমায়ুন আজাদ – এর কাব্যগ্রন্থ হলো –

i. অলৌকিক ইস্টিমার

ii. কাফনে মোড়া অশ্রুবিন্দু

iii. জ্বলো চিতাবাঘ

নিচের কোনটি সঠিক?

Ο ক)

i ও ii

Ο খ)

ii ও iii

Ο গ)

i ও iii

Ο ঘ)

i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

১৬.

‘উজ্জ্বল’ এর সমার্থক শব্দ কোনটি?

Ο ক)

দীপ্ত

Ο খ)

সুপ্ত

Ο গ)

রিক্ত

Ο ঘ)

দিনমণি

সঠিক উত্তর: (ক)

১৭.

‘দ্রাখমে’ ও ‘সুরিংকস’ – শব্দ দুটি কোন বিচারে সাদৃশ্যপূর্ণ?

Ο ক)

দুটোই গ্রিক ভাষার শব্দ

Ο খ)

দুটোর অর্থ অভিন্ন

Ο গ)

দুটোই বিকৃত শব্দ

Ο ঘ)

দুটোর উৎসই অজানা

সঠিক উত্তর: (ক)

১৮.

মার্জিত পরিবেশে কোন শব্দ ব্যবহার করা হয় না?

Ο ক)

তৎসম শব্দ

Ο খ)

অর্ধ-তৎসম শব্দ

Ο গ)

তদ্ভব শব্দ

Ο ঘ)

বিদেশি শব্দ

সঠিক উত্তর: (খ)

১৯.

কত রকম শব্দ মিলে বাংলা ভাষার শরীর গড়ে উঠেছে?

Ο ক)

২ রকম

Ο খ)

৩ রকম

Ο গ)

৪ রকম

Ο ঘ)

৫ রকম

সঠিক উত্তর: (খ)

২০.

‘দম্ম’ হলো –

i. ‘দাম’ – এর প্রাকৃত রূপ

ii. ‘দ্রম্য’ – এর প্রাকৃত রূপ

iii. ‘ধর্ম’ – এর প্রাকৃত রূপ

নিচের কোনটি সঠিক?

Ο ক)

i ও ii

Ο খ)

ii ও iii

Ο গ)

i ও iii

Ο ঘ)

i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

২১.

‘দ্রাখমে’ কোন ভাষার শব্দ?

Ο ক)

তামিল ভাষার

Ο খ)

গ্রিক ভাষার

Ο গ)

ফরাসি ভাষার

Ο ঘ)

মলয়ালি ভাষার

সঠিক উত্তর: (খ)

২২.

হুমায়ুন আজাদ মুন্সীগঞ্জ জেলার কোন গ্রামে জন্মগ্রহন করেন?

Ο ক)

রাড়িখাল

Ο খ)

শিবপুর

Ο গ)

চরঘোষপুর

Ο ঘ)

কোনোটিই নয়

সঠিক উত্তর: (ক)

২৩.

প্রাকৃত ভাষার ব্যাকরণবিদেরা ‘তৎ’ দ্বারা বোঝাতেন –

Ο ক)

তামিল ভাষাকে

Ο খ)

সংস্কৃত ভাষাকে

Ο গ)

বৈদিক ভাষাকে

Ο ঘ)

আর্য ভাষাকে

সঠিক উত্তর: (খ)

২৪.

‘তৎসম’ ও ‘তদ্ভব’ শব্দগুলো চালু করেছিলেন –

Ο ক)

সংস্কৃত ভাষার ব্যাকরণ রচয়িতারা

Ο খ)

প্রাকৃত ভাষার ব্যাকরণ রচয়িতারা

Ο গ)

বাংলা ভাষার ব্যাকরণ রচয়িতারা

Ο ঘ)

আর্যভাষার ব্যাকরণ রচয়িতারা

সঠিক উত্তর: (খ)

২৫.

‘ভব’ শব্দের অর্থ –

i. জাত

ii. উৎপন্ন

iii. অন্তর্গত

নিচের কোনটি সঠিক?

Ο ক)

i ও ii

Ο খ)

ii ও iii

Ο গ)

i ও iii

Ο ঘ)

i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

২৬.

‘বাঙলা শব্দ’ প্রবন্ধে লেখক ‘তীর্থযাত্রী’ বলেছেন –

Ο ক)

বাংলা ভাষার আগত শব্দভান্ডারকে

Ο খ)

ভাষাতাত্ত্বিকগণকে

Ο গ)

আর্যসম্প্রদায়কে

Ο ঘ)

কবি-সাহিত্যিকগণকে

সঠিক উত্তর: (ক)

২৭.

‘লাল নীল দীপাবলি’ গ্রন্থটির রচয়িতা কে?

Ο ক)

শামসুর রাহমান

Ο খ)

সৈয়দ শামসুল হক

Ο গ)

হুমায়ুন আজাদ

Ο ঘ)

শাহরিয়ার কবির

সঠিক উত্তর: (গ)

২৮.

‘ঠক্কুর’ হলো ‘ঠাকুর’ – এর –

i. সংস্কৃত রূপ

ii. বিকৃত রূপ

iii. প্রাকৃত রূপ

নিচের কোনটি সঠিক?

Ο ক)

i ও ii

Ο খ)

ii ও iii

Ο গ)

i ও iii

Ο ঘ)

i, ii ও iii

সঠিক উত্তর: (গ)

২৯.

‘তদ্ভব’ শব্দের অর্থ হলো –

Ο ক)

শতম থেকে জন্ম নেয়া

Ο খ)

সংস্কৃত থেকে জন্ম নেয়া

Ο গ)

প্রাকৃত থেকে জন্ম নেয়া

Ο ঘ)

অপভ্রংশ থেকে জন্ম নেয়া

সঠিক উত্তর: (খ)

৩০.

‘তৎসম’ শব্দগুলোর বৈশিষ্ট্য হলো –

i. গুরুগম্ভীর প্রকৃতির

ii. অবয়ব অপরিবর্তনীয়

iii. ব্যবহারিক অর্থে সহজ

নিচের কোনটি সঠিক?

Ο ক)

i ও ii

Ο খ)

ii ও iii

Ο গ)

i ও iii

Ο ঘ)

i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

৩১.

‘সুড়ঙ্গ’ শব্দটি কোন শব্দ থেকে এসেছে?

Ο ক)

সুড়িঙ্গম

Ο খ)

সুরিংকস

Ο গ)

সুরুংগস

Ο ঘ)

সুহিংকস

সঠিক উত্তর: (খ)

৩২.

অর্ধতৎসম শব্দ কোনটি?

Ο ক)

সূর্য

Ο খ)

সুনাম

Ο গ)

জবান

Ο ঘ)

জোছনা

সঠিক উত্তর: (ঘ)

৩৩.

তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের প্রয়োগ কখনো কখনো সৃষ্টি করে –

i. রীতিসিদ্ধ অর্থবাচকতা

ii. বাহুল্য দোষ

iii. গুরুচন্ডালী দোষ

নিচের কোনটি সঠিক?

Ο ক)

i

Ο খ)

ii

Ο গ)

iii

Ο ঘ)

ii ও iii

সঠিক উত্তর: (গ)

৩৪.

বাংলা ভাষার শব্দভান্ডারকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?

Ο ক)

তিন

Ο খ)

পাঁচ

Ο গ)

সাত

Ο ঘ)

আট

সঠিক উত্তর: (খ)

৩৫.

বাংলা ভাষায় ‘তদ্ভব’ ও ‘অর্ধতৎসম’ শব্দ শতকরা –

i. বায়ান্নটি

ii. চুয়াল্লিশটি

iii. ছিয়ানব্বইটি

নিচের কোনটি সঠিক?

Ο ক)

i

Ο খ)

ii

Ο গ)

iii

Ο ঘ)

ii ও iii

সঠিক উত্তর: (ক)

৩৬.

‘কুটুম’ কোন ভাষার শব্দ ছিল?

Ο ক)

তামিল-উড়িয়া

Ο খ)

তামিল-মলয়ালি

Ο গ)

তামিল-পাঞ্জাবি

Ο ঘ)

তামিল-মাদ্রাজি

সঠিক উত্তর: (খ)

৩৭.

হুমায়ুন আজাদ – এর জন্মসাল কত?

Ο ক)

১৯৪৩

Ο খ)

১৯৪৫

Ο গ)

১৯৪৭

Ο ঘ)

১৯৪৯

সঠিক উত্তর: (গ)

৩৮.

কোনটি হুমায়ুন আজাদ – এর গল্পগ্রন্থ?

Ο ক)

যাদুকরের মত্যু

Ο খ)

অনুঢ়া পূর্ণিমা

Ο গ)

সব কিছু ভেঙে পড়ে

Ο ঘ)

অলৌকিক ইস্টিমার

সঠিক উত্তর: (ক)

৩৯.

প্রাচীন ভারতীয় আর্যভাষা কীভাবে প্রাকৃত হয়েছে?

Ο ক)

ভাব বদলিযে

Ο খ)

অর্থ বদলিয়ে

Ο গ)

রীতি বদলিয়ে

Ο ঘ)

রূপ বদলিয়ে

সঠিক উত্তর: (ঘ)

৪০.

হুমায়ুন আজাদ লাভ করেছেন –

Ο ক)

আনন্দ পুরস্কার

Ο খ)

বাংলা একাডেমি পুরস্কার

Ο গ)

একুশে পদক

Ο ঘ)

স্বাধীনতা পদক

সঠিক উত্তর: (খ)

৪১.

সংস্কৃত থেকে প্রাকৃত ভাষার মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলায় এসেছে কোনটি?

Ο ক)

তৎসম শব্দ

Ο খ)

অর্ধ-তৎসম শব্দ

Ο গ)

তদ্ভব শব্দ

Ο ঘ)

বিদেশি শব্দ

সঠিক উত্তর: (গ)

৪২.

‘দ্রাখমে’ সংস্কৃতে এসে কোন রূপ ধারণ করে?

Ο ক)

দ্রাখিম্মে

Ο খ)

দ্রখিম্মে

Ο গ)

দ্রম্য

Ο ঘ)

দ্রম্যি

সঠিক উত্তর: (গ)

৪৩.

‘খাল’ শব্দটি বাংলায় এসেছে –

i. ‘কাল’ শব্দ থেকে

ii. ‘খল্ল’ শব্দ থেকে

iii. ‘খল্প’ শব্দ থেকে

নিচের কোনটি সঠিক?

Ο ক)

i

Ο খ)

ii

Ο গ)

iii

Ο ঘ)

i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

৪৪.

বাংলা বাষায় কতটি শব্দ মৌলিক বা বাংলা শব্দ?

Ο ক)

৫২টি

Ο খ)

৪৪টি

Ο গ)

৯৬টি

Ο ঘ)

৯৮টি

সঠিক উত্তর: (গ)

৪৫.

তৎসম শব্দ কোনটি?

Ο ক)

চাঁদ

Ο খ)

নক্ষত্র

Ο গ)

ইমান

Ο ঘ)

চামার

সঠিক উত্তর: (খ)

৪৬.

‘খাল’ শব্দটি আগত হয়েছে –

i. হিন্দি ভাষা থেকে

ii. মারাঠি ভাষা থেকে

iii. তামিল ভাষা থেকে

নিচের কোনটি সঠিক?

Ο ক)

i

Ο খ)

ii

Ο গ)

iii

Ο ঘ)

ii ও iii

সঠিক উত্তর: (গ)

৪৭.

উৎপত্তি অনুসারে বাংলা শব্দের শ্রেণিবিভাগ কোনগুলো?

Ο ক)

যৌগিক, রূঢ়, যোগরূঢ় শব্দ

Ο খ)

তদ্ভব, তৎসম, অর্ধতৎসম শব্দ

Ο গ)

মৌলিক, সাধিত, রূঢ়ি শব্দ

Ο ঘ)

কোনোটিই নয়

সঠিক উত্তর: (খ)

৪৮.

‘বাংলা ভাষার শরীর’ – দ্বারা লেখক বুঝিযেছেন –

i. ভাষার আঙ্গিক

ii. ভাষার সমৃদ্ধি

iii. ভাষার ব্যাকরণ

নিচের কোনটি সঠিক?

Ο ক)

i ও ii

Ο খ)

ii ও iii

Ο গ)

i ও iii

Ο ঘ)

i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

* উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:

ছেরাদ্দ, পিরিত, পেন্নাম, গতর, কুচ্ছিত।

উপরের শব্দগুলোর মূল ছিল সংস্কৃত; লোকমুখে উচ্চারণে শব্দগুলো বিকৃত হয়ে এরূপ অমার্জিত রূপ লাভ করেছে।

৪৯.

উদ্দীপকের শব্দগুলো কোন শব্দসম্ভারের অন্তর্গত?

Ο ক)

তৎসম

Ο খ)

অর্ধ-তৎসম

Ο গ)

তদ্ভব

Ο ঘ)

বিদেশি

সঠিক উত্তর: (খ)

৫০.

উদ্ধৃত শব্দগুলোকে অমার্জিত বলার কারণ –

i. এগুলো অবিকশিত

ii. মার্জিত পরিবেশে ব্যবহার অনুপযোগী

iii. নীচু শ্রেণির মানুষ এগুলো ব্যবহার করে

নিচের কোনটি সঠিক?

Ο ক)

i ও ii

Ο খ)

ii ও iii

Ο গ)

i ও iii

Ο ঘ)

i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline