এফিলিয়েট মার্কেটিং কি?
সহযভাবে বলতে গেলে আপনি কোনো কোম্পানির পোডাক্ট বা সার্ভিসের মার্কেটিং করবেন। আর আপনার মার্কেটিং এর মাধ্যমে কোন প্রোডাক্ট বা সার্ভিস সেল হলে সে কোম্পানি আপনাকে একটা সেলস কমিশন দিবে এটাকে মূলত এফিলিয়েট মার্কেটিং বলে।
আরো দেখুন:কিভাবে শুরু করবেন এফিলিয়েট মার্কেটিং?
কেন শিখবেন এফিলিয়েট মার্কেটিং?
যারা ভালো মানের ইনকাম করতে চান তারা এফিলিয়েট মার্কেটিং শুরু করতে পারেন। এফিলিয়েট মার্কেটিং শুরু করলে আপনি রাতারাতি বড়লোক হয়ে যাবেন বিষয়টা আসলে এমন না। আপনাকে ধৈয্য ধরে প্রথমে অন্তত্য ছয় মাস সময় নিয়ে শিখতে হবে। তারপড় আস্তে আস্তে আপনার ইনকাম শুরু হবে। এফিলিয়েট মার্কেটিং করে প্রতিমাসে আপনি কতটাকা ইনকাম করতে পারবেন এটা সম্পূর্ণরুপে আপনার উপর নির্ভর করবে। এফিলিয়েট মার্কেটিং করে আপনার মাসিক ইনকাম কেমন হবে এটা অনুমান করেও বলা প্রায় অসম্ভব। তবে ধৈয্য ধরে সঠিক পদ্ধতীতে এগিয়ে গেলে ইনকাম অনেক ভালো মানের হবে। এটা হতে পারে প্রতি মাসে কয়েক হাজার ডলার পর্যন্ত। তাই ভালো মানের ইনকাম করতে চাইলে এফিলেয়েট মার্কেটিংয়ের বিকল্প নাই। এছাড়াও এফিলিয়েট মার্কেটিংয়ের উল্লোখযোগ্য কিছু সুবিধা হলোঃ
এফিলিয়েট মার্কেটিং করতে তেমন কোনো ইনভেস্ট করার দরকার হয় না
কোনো নিজস্ব প্রোডাক্ট থাকার দরকার হয় না
পছন্দমতো প্রোডাক্ট প্রমোট করা যায়
ঘরে বসে কাজ করা যায়
প্রোডাক্টের আফটার সেলস সার্ভিস নিয়ে কোনো চিন্তা করতে হয় না
ফুলটাইম ক্যারিয়ার গড়া যায়
সময়ের স্বাধীনতা থাকে
বিভিন্ন কোম্পানির কাছে যথেষ্ট কদর পাওয়া যায়
আরো দেখুন:কেন শিখবেন এফিলিয়েট মার্কেটিং?
কাদের জন্য এই কোর্স?
যারা মোটামুটি ইন্টারনেটের/ওয়েবসাইটের বেসিক বিষয়গুলি জানেন।
আপনারা যারা অনলাইনে আয় করতে চান কিন্তু সঠিক দিকনির্দেশনা পাচ্ছেন না।
এফিলিয়েট মার্কেটিং শিখতে চাচ্ছেন।
মোটামুটি ইংরেজি বুঝেন।
সৎ, সাহসী, পরিশ্রমী এবং চ্যালেঞ্জ গ্রহণে বদ্ধপরিকর। তাহলে আপনার জন্যই এই কোর্স।
আরো দেখুন:এফিলিয়েট মার্কেটিং কি?
কি কি শেখানো হয় এই কোর্সে?
এফিলিয়েট মার্কেটিং কি এবং কিভাবে করতে।
কিভাবে এফিলিয়েট মার্কেটিং এর জন্য একটি ওয়েবসাইট সেটাপ করতে হয়।
গুগল টুলস গুলোর ব্যাবহার।
কমপ্লিট SEO
সোশ্যাল মিডিয়া মার্কেটিং
ইমেইল মার্কেটিং
কপি রাইটিং
আরো দেখুন:এফিলিয়েট মার্কেটিংয়ের পূর্ণাঙ্গ গাইডলাইন
কিভাবে শুরু করবেন এফিলিয়েট মার্কেটিং?
অনলাইন থেকে ইনকাম করতে গেলে প্রত্যেকটি ক্ষেত্রেই কিছু ধাপ পার করে যেতে হয়। তেমনি এফিলিয়েট মার্কেটিংয়েরও কিছু ধাপ রয়েছে। যেমন:
নিশ বাছাই করা
প্রোডাক্ট বাছাই করা
ওয়েবসাইট তৈরী করা
ওয়েবসাইট সেটআপ করা
ওয়েবসাইট অপারেট করা শেখা
এসইও (SEO) শেখা
কনটেন্ট তৈরী করা
ওয়েবসাইট ভিজিটর নিয়ে আশা
ইমেইল কালেক্ট করা
এফিলিয়েট প্রোডাক্ট সাইনআপ করে তা প্রমোট করা
এফিলিয়েট মার্কেটিং যাদের জন্য নয়:
যারা সহজ রাস্তায় ইনকাম করতে চান
স্বল্প সময়ে ইনকাম করতে চান
পরিশ্রম না করেই ইনকাম করতে চান
যাদের কাজ করার মানসিকতা কম
শর্টকাট রাস্তায় বড়লোক হতে চান
যদি আপনি অলস হন
যদি আপনি চ্যালেঞ্জ গ্রহণ করতে ইচ্ছুক না হন….
কোথায় শিখবেন এফিলিয়েট মার্কেটিং?
বর্তমানে যেখানে সেখানে অনেক ধরণের ফ্রিল্যান্সিং সেন্টার গড়ে উঠেছে কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারা ট্রেইনিং সেন্টারের সংখ্যা খুবই কম। দিন দিন সবাই এখন অনলাইন ইনকামের দিকে ঝুকে পড়ছে তাই সময় পরিবর্তনের সাথে সাথে প্রতিযোগিতাও অনেক বৃদ্ধি পাচ্ছে। এই প্রতিযোগিতার যুগে টিকে থাকতে ইশিখন.কম দীর্ঘদিন বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসে কাজ করা দক্ষ প্রফেশনাল ফ্রিল্যান্সারদের সমন্বয়ে গড়ে তুলেছে অনলাইন ট্রেইনিং সেন্টার, যেখানে আপনি ঘরে বসেই লাইভ ক্লাস করতে পারবেন। ইশিখনে কোর্স করলে আপনি আরো যেসকল সুবিধাসমূহ পাবেন:
লাইভ ক্লাস মিস করলে পরের দিন কোর্সের ভেতর উক্ত ক্লাসের ভিডিও রেকর্ডিং ও আলোচিত ফাইল সমুহ পাবেন।
লাইভ ক্লাসের সম্পূর্ণ ফ্রি ভিডিও কোর্স, ( শুধুমাত্র এই ভিডিও কোর্সই অনেক প্রতিষ্ঠান হাজার হাজার টাকায় বিক্রি করে।)
প্রতিটি ক্লাস শেষে এসাইনমেন্ট জমা দেওয়া। (প্রতিটি এসাইনমেন্ট এর জন্য ১০ মার্ক)
প্রতিটি ক্লাসের লাইভ ক্লাসের পাশাপাশি প্রাকটিজ ফাইল পাবেন এবং কনটেন্ট পাবেন।
প্রতিটি ক্লাসের প্রথম ১৫ মিনিট আগের ক্লাসের সমস্যাগুলো সমাধান হবে, পরের ১ ঘন্টা মুল ক্লাস শেষ ১৫ মিনিট প্রশ্নোত্তর পর্ব
প্রতিটি ক্লাসের শেষে ১০ নাম্বারের মডেল টেস্ট। এই মডেল টেস্ট মার্ক এবং এসাইমেন্ট মার্ক ও নিয়মিত উপস্থিতির উপর ভিত্তি করেই পরবর্তীতে আপনার সার্টিফিকেট এর মান নির্ধারণ হবে।
কোর্স শেষে সার্টিফিকেট
লাইভ ক্লাস সমুহের ডিভিডি ।
0 responses on "এফিলিয়েট মার্কেটিংয়ের পূর্ণাঙ্গ গাইডলাইন"