
সরকার শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে, শিশুদের বিদ্যালয়মুখী করতে নানা কর্মসূচি হাতে নিয়েছে। ২০১৮ সালের মধ্যে গুণগত শিক্ষা নিশ্চিত করা হবে। উলিপুরে মা সমাবেশে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এমপি বলেন একজন মা’ই পারেন তার সন্তানের সুশিক্ষা নিশ্চিত করতে বলেছেন গণশিক্ষামন্ত্রী।
উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ মাঠে গতকাল শনিবার উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি জাফর আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা, চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শওকত আলী সরকার বীর বিক্রম।
উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের প্রভাষক সম আল মামুন সবুজ ও উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা উম্মে হাবিবা পলির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতি শিউলী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, সাবেক এমপি আলহাজ আমজাদ হোসেন তালুকদার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার উলিপুর সার্কেল আল মাহমুদ হাসান, তবকপুর ইউপি চেয়ারম্যান ওয়াদুদ হোসেন মুকুল, ধামশ্রেণি ইউপি চেয়ারম্যান রাখিবুল হাসান সরদার। এ সময় উপস্থিত ছিলেন সাবেক মহিলা এমপি শাহানাজ সরদার, সাবেক এমপি জাকির হোসেন, চাষি এমএ করিমসহ জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষক নেতৃবৃন্দ। সমাবেশে উপজেলার ১৩টি ইউনিয়নের মা অভিভাবক, ম্যানেজিং কমিটির সভাপতিসহ অভিভাবকবৃন্দ প্রাথমিক শিক্ষার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন।
আরো পড়ুন: