প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশের কোন একটি এলাকার উন্নয়ন করতে হলে সে এলাকার নতুন প্রজন্মকে মেধাবী করে গড়ে তুলতে হবে। আর একজন শিক্ষকই পারেন মেধাবী প্রজন্ম তৈরি করতে। একজন প্রজ্ঞাময়ী মা মেধাবী প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
শুক্রবার সকালে নাটোরের সিংড়া কোর্ট মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে চলনবিল শিক্ষা উৎসব-২০১৮ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, একজন শিক্ষকই কেবল বুঝতে পারেন, একজন শিক্ষার্থীর মধ্যে লুকায়িত প্রতিভা বা সম্ভাবনা কতটুকু আছে। যেটা পৃথিবীর অন্য কোন ব্যক্তির পক্ষে বোঝা অসম্ভব একজন শিক্ষকই পারেন একটা জাতি, একটা দেশকে পরিবর্তন করতে যেটি একজন রাজনীতিবিদ বা একজন প্রশাসনিক কর্মকর্তার পক্ষে অসম্ভব
সিংড়াকে উন্নত করতে হলে আগে উন্নত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। আমাদের একটি মেধাবী প্রজন্ম গড়ে তুলতে হবে। আর এই জন্যই শিক্ষা উৎসবের আয়োজন করা হয়েছে।
আরো পড়ুন:
0 responses on "একজন শিক্ষকই পারেন মেধাবী প্রজন্ম তৈরি করতে বলেছেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক"