এইচএসসি পরীক্ষার সাজেশনঃ

প্রশ্ন: নিচের বাক্যগুলোতে নির্দেশ অনুসারে রূপান্তর করো।
প্রশ্ন-১
১. ধনীরা প্রায়ই কৃপণ হয়। (জটিল)
২. অনেকের জীবনে প্রথমে দুঃখ আসে, পরে সুখ আসে। (সরল)
৩. বিদ্বান হলেও তার অহংকার নেই। (যৌগিক)
৪. মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে। (নেতিবাচক)
৫. এ জন্যই তোমাকে সবাই প্রিয়ংবদা না বলে পারে না। (অস্তিবাচক)
৬. বাংলাদেশের রাজধানীর নাম কী, তা জানতে চাই। (প্রশ্নবোধক)
৭. সত্য কথা না বলে বিপদে পড়েছি। (জটিল)
উত্তর: ১. যারা ধনী, তারা প্রায়ই কৃপণ হয়।
২. অনেকের জীবনে দুঃখের পরে সুখ আসে।
৩. তিনি বিদ্বান বটে, কিন্তু নিরহংকারী।
৪. মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না।
৫. এ জন্যই তোমাকে সবাই প্রিয়ংবদা বলে।
৬. বাংলাদেশের রাজধানীর নাম কী?
৭. সত্য কথা বলিনি, তাই বিপদে পড়েছি।
প্রশ্ন-২
১. আমারও ইহাদের উপর সহোদর স্নেহ আছে। (নেতিবাচক)
২. এসব কথা সে মুখে আনিতে পারিত না। (অস্তিবাচক)
৩. ছাত্রদের বিদ্যালয়ের সংখ্যা গণনা করা যায় না। (প্রশ্নসূচক)
৪. তোমাকে এই কটা দিন মাত্র জানিলাম, তবু তোমার হাতেই ও রহিল। (সরল)
৫. পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই। (জটিল)
৬. সে অনেক চেষ্টা করে সাফল্য লাভ করেছে। (যৌগিক)
৭. এ অবস্থায় কেউ কাউকে চিনতে পারে না। (অস্তিবাচক)
উত্তর: ১. আমারও ইহাদের ওপর সহোদর স্নেহ যে নেই তা নয়।
২. এসব কথা সে মুখে আনিতে অপারগ।
৩. ছাত্রদের বিদ্যালয়ের সংখ্যা কি গণনা করা যায়?
৪. তোমাকে এই কটা দিন মাত্র জানা সত্ত্বেও তোমার হাতেই ও রহিল।
৫. যদি ইচ্ছা থাকে, তাহলে পৃথিবীতে সবকিছুই করা সম্ভব।
৬. সে অনেক চেষ্টা করেছে, তাই সাফল্য লাভ করেছে।
৭. এ অবস্থায় কেউ কাউকে চিনতে পারা অসম্ভব।
প্রশ্ন-৩
১. যদিও তিনি বিদ্বান, তবুও তার বিন্দুমাত্র অহংকার নেই। (সরল)
২. যে মিথ্যা কথা বলে তাকে কেউ ভালোবাসে না। (সরল)
৩. কোথাও ধার পেলাম না বলে তোমার কাছে এসেছি। (সরল)
৪. যদি পাস করতে চাও, তাহলে পড়ো। (সরল)
৫. আমার এমন কিছু নেই, যেটি তোমাকে দিতে পারি। (সরল)
৬. গাছটি ওপড়ানোর জন্য কারও হাত কি এগিয়ে আসে? (না-বোধক নির্দেশাত্মক)
৭. আমরা বাধা দিতে পারলাম না। (অস্তিবাচক)
উত্তর: ১. তিনি বিদ্বান হলেও নিরহংকারী।
২. মিথ্যাবাদীকে কেউ ভালোবাসে না।
৩. কোথাও ধার না পেয়ে তোমার কাছে এসেছি।
৪. পাস করতে চাইলে পড়ো।
৫. তোমাকে দেওয়ার মতো আমার কিছু নেই।
৬. গাছটি ওপড়ানোর জন্য কারও হাত এগিয়ে আসে না।
৭. আমরা বাধা দিতে অক্ষম ছিলাম।
প্রশ্ন-৪
১. সরস্বতী বর দেবেন না। (প্রশ্নবোধক)
২. তিনি ধনী হয়েও সুখী ছিলেন না। (যৌগিক)
৩. সে দরিদ্র বটে, কিন্তু সত্যবাদী। (জটিল)
৪. যারা জ্ঞানী, তারা সত্যিকার ধনী। (সরল)
৫. শীতে দরিদ্র মানুষের খুব কষ্ট হয়। (বিস্ময়সূচক)
৬. সে একটু বিস্মিত না হয়ে পারে না। (অস্তিবাচক)
৭. এটা নিঃসন্দেহ যে তুলসীগাছটির যত্ন নিচ্ছে কেউ। (নেতিবাচক)
উত্তর: ১. সরস্বতী কি বর দেবেন না?
২. তিনি ধনী ছিলেন, কিন্তু সুখী ছিলেন না।
৩. যদিও তিনি দরিদ্র তথাপি তিনি সত্যবাদী।
৪. জ্ঞানীরাই সত্যিকার ধনী।
৫. শীতে দরিদ্র মানুষের কী কষ্ট!
৬. সে একটু বিস্মিত হলো।
৭. সন্দেহ থাকে না যে, তুলসীগাছটির কেউ যত্ন নিচ্ছে।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline