📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

ইংরেজি নিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ কিছু কথা

ABOUT ENGLISH

ইংরেজী নিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ কিছু কথা—-
এবার আসি ইংরেজী প্রসঙ্গে ,
আমি inbox এ অসংখ্য message পেয়েছি ইংরেজী নিয়ে কিছু পরামর্শ লেখার জন্য । তাই যেটি পারি লিখলাম, আপনাদের অনেক ধন্যবাদ কষ্ট করে পরামর্শগুলো পড়ার জন্য
আমাদের অনেকেরই হয়তোবা ইংরেজী ভীতি রয়েছে, মনে রাখবেন যেকোনো একটা পরীক্ষাতে ভালো করার পূর্বশর্ত হচ্ছে confidence. আপনার যে বিষয়ে ভয় লাগে আজ থেকেই সেই বিষয়েই আদাজল খেয়ে লেগে পড়ুন ,দেখবেন কিছুদিন পর সেটাই সবচেয়ে সহজ মনে হচ্ছে, একটা প্রবাদ আছে harm watch ,harm catch. নিজের ভয় /phobia( excessive fear) টা কে avoid করা শিখুন, তাহলে কেউ আপনাকে রুখতে পারবেনা,সফল আপনি হবেনই, যারা এই পৃথিবীতে খুব বেশি সফল হয়েছেন তাদের প্রায় সবাইকেই কঠোর পরিশ্রম আর অধ্যবসায় করেই সফল হতে হয়েছে, always believe করবেন আপনি একাই একশো, কোন background /backup কিচ্ছু লাগেনা, যার সফল হবার passion and dedication আছে সে সফল হবেই,জীবনের প্রতিটা বিষয় থেকে postive টা গ্রহণ কর, negative টা কে ঝেড়ে ফেলে দিন
এবার প্রাসঙ্গিক বিষয়ে আসি, ইংরেজী হচ্ছে একটা চর্চার বিষয়, একদিনে বা ৭ দিনে এতে specialist হউয়াটা সম্ভব নয়,ইংরেজীতে বি সি এস ও অন্যান্য চাকুরীর পরীক্ষাতে ভালো করতে গেলে বিশেষ করে যে কটা বিষয়ের প্রতি আপনার খেয়াল রাখতে হবে টা হল—
১- vocabulary উন্নত করা
২- grammar সম্পর্কে ভালো ধারনা
৩- লেখার মান বাড়ানোর জন্য proverb,idioms and phrase,appropriate prepostion e.t.c সম্পর্কে ভালো ধারনা রাখা
৪- প্রশাসনিক শব্দ সম্পর্কে ভালো ধারনা রাখা
৫- বানিয়ে লেখার দক্ষতা থাকা
৬- খুব বিখ্যাত ইংরেজী কবিতা বা সাহিত্যের বিখ্যাত উক্তি সম্পর্কে ধারনা রাখা
৭- আমাদের সংবিধান এর গুরুত্বপূর্ণ কিছু article ইংরেজীতে লেখার দক্ষতা রাখা

এবার আসা যাক কিভাবে আমরা নিজেকে এসব ক্ষেত্রে upgrade করতে পারি—
১- আমার মতে প্রতিটা গ্রামার বই ই ভালো, fact বই নয়, fact হচ্ছে আমি যেকোনো বই থেকে কতটুকু জ্ঞান আহরণ করতে পারলাম সেটা, vocabulary এর জন্য আপনি যেকোনো ছোট ডিকশনারি থেকে দৈনিক ২-৩ পৃষ্ঠা নতুন শব্দ দেখতে পারেন, alphabet অনুযায়ীও স্টাডি করতে পারেন, যেমন A alphabet দিয়ে শব্দ গুলো স্টাডি শেষ হলে B শুরু করতে পারেন এভাবে, অথবা অন্য যেকোনো ভাবে, এক কথায় দৈনিক কিছু হলেউ নতুন শব্দ শিখুন,daily means daily. আরেকটা কথা মনে রাখবেন আমরা কেউ superhuman না যে একবার স্টাডি করলেইসব পারব বা সব মনে থাকবে, আপনি স্টাডি করে যাবেন, একটা পর্যায়ে গিয়ে দেখবেন আপনার যেটি residue knowledge মাথায় আছে সেটাই কাজে দিচ্ছে
২- আপনি যেকোনো ভালো গ্রামার বই থেকে দৈনিক একটা বা ২ টা গ্রামার টপিক দেখে নিতে পারেন, যেমন আজ voice কাল narration এভাবে transformation of sentences, number, gender, agreement of verbs, kinds of phrases, parts of speech with classification, degree, classification of sentences e.t.c একেকদিন একেকটা দেখে নিন ,দেখবেন আপনার উন্নতি হবে, আপনি পুরনো chowdhury and hussain er advance grammar / applied english grammar and compostion by P.C.DAS etc বই বা আপনার ইচ্ছামতো যেকোনো ভালো গ্রামার বই থেকে স্টাডি করতে পারেন ,বললাম তো যেকোনো গ্রামার বই হলেই হোল, আপনি শুধু স্টাডি চালিয়ে যান ।
৩- idioms and phrase,appropriate prepositions, group verb এসব একবারে স্টাডি করার মত বিষয় নয় , আপনি যেকোনো বই থেকে দৈনিক এক পেজ করে স্টাডি কর, দেখবেন ১৫ দিনে ১৫ পেজ শেষ, সব হয়তোবা একবারে মনে থাকবেনা, আর আপনিও তো থেমে থাকবেন না, এরপর রিভিশন দিন, দৈনিক ৫ টি করে নতুন ইংরেজী প্রবাদ অর্থ সহ মুখস্থ কর, আপনাদের শুনে হয়তোবা টপিক অনেক বেশি মনে হচ্ছে কিন্তু এভাবে শুরু করে দিন দেখবেন ধীরে ধীরে সহজ হয়ে যাবে
৪- মাঝেমধ্যে ইংরেজী পত্রিকার সংবাদগুলো পড়ুন, daily পড়তে হবে এমন না, মাঝে মাঝে পড়বেন, তাহলে যেটা হবে আপনার ইংরেজী প্রশাসনিক শব্দ সম্পর্কে ধারনা হবে, আপনি চাইলে একটা ছোট খাতা maintain করতে পারেন যেখানে আপনার প্রিয় কিছু atypical word,idioms and phrase or prepostion লিখে রাখতে পারেন এবং এমন প্ল্যান করে রাখবেন যে আপনি সেগুলো লিখিত পরীক্ষায় ব্যবহার করবেন , এতে আপনার লেখার মান বাড়বে
৫- আপনি প্ল্যান করে বিখ্যাত কিছু কবিতার ২-১ টা লাইন এবং কিছু গল্পের ২-১ টা করে লাইন মুখস্থ করে রাখুন এবং নোট করে রাখুন, লিখিত পরীক্ষায় সেগুলো reference হিসেবে ব্যবহার করবেন,সম্পূর্ণ গল্প বা কবিতাতে কি আছে আপনার জানার দরকার নেই
৬- পকেট সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো ইংরেজীতে দেখে রাখতে পারেন, হুবুহু লিখতে হবে এমন নয়, ধারনা থাকলে আপনি লিখতে পারবেন
৭- মাঝে মাঝে যেকোনো টপিকের ওপর কিছু বানিয়ে লেখার অভ্যাস কর, আপনার লেখার মান বাড়বে, যেকোনো গ্রামার বই থেকে ২-১ টা বাংলা থেকে ইংরেজী passage অনুবাদ কর
৮- পারলে আপনার যেকোনো একজন বন্ধুর সাথে ইংরেজীতে কথা বলা শুরু কর, প্রথমে অনেক ভুল হতে পারে কিন্তু দিন যত যাবে আপনার ভুল বলাটাও কমবে , মাঝে মাঝে নিজে একা একা ইংরেজীতে কথা বলুন, যেমন যেকোনো কিছুর ৫ মিনিট নিজেই বর্ণনা কর, দেখবেন আপনার skill অনেক বাড়বে,অনেকেই আপনার এসব দেখে হাসতে পারে, কিন্তু একসময় গিয়ে এই হাসি ই বাহবায় পরিণত হবে

জীবনে খুব সহজে কেউ বড় পজিশনে যায়না , অনেক dedication লাগে, খুব সহজে পরিশ্রম না করে ভালো কিছু অর্জন করাটা কঠিন, স্টাডি করতে ভালো লাগেনা বা কঠিন লাগে বা এত পরিশ্রম কি করা যাবে এসব যারা ভাববে তাদের জন্য সফলতা অর্জন করাটা একটু কঠিন,যেকোনো কিছু কঠিন নাকি সহজ টা নির্ভর করবে আপনার উপর,আপনি কঠিন বলবেন কঠিন লাগবে অথবা আপনি তাকে সহজ বানিয়েই ছাড়বেন, যেটি আপনার মর্জি,আপনি সারা জীবন ভালো পজিশনে থাকতে চান নাকি এখন সাময়িক ভালো থাকতে চান আপনার খুশি, তবে পরিশ্রম আপনাকে করতেই হবে , হয় আজ না হয় কাল, কালকে যদি আমাকে পরিশ্রম করতেই হয় তবে আজ থেকে করলে সমস্যা কোথায় তাইনা?কি বলুন ? চেষ্টা চালিয়ে যান,নিজেকে যোগ্য করে গড়ে তুলুন । সফল আপনি হবেনই ।। keep confidence,always try to be better than yourself,then you will be better than anyone. enjoy the work you do and do the best you can. may god always bless you. good luck guys.

আরো পড়ুন:

বিসিএস ক্র্যাশ – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর – 1

বিসিএস ক্র্যাশ – উৎপাদক – 1

বিসিএস ক্র্যাশ – উদ্ভিদবিদ্যা – 1

   
   

0 responses on "ইংরেজি নিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ কিছু কথা"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved