এসএসসি-ইসলাম ও নৈতিক শিক্ষা-কুইজ-2314

 

আখলাক – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ইসলাম ও নৈতিক শিক্ষা-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2314

এসএসসি-ইসলাম ও নৈতিক শিক্ষা | 23131. দেশপ্রেমের প্রকৃত বহি:প্রকাশ কিসে?

  1. দেশের গান গাওয়ায়
  2. দেশের কল্যাণে কাজ করায়
  3. দেশের জন্য জীবন দানে
  4. রাজনৈতিক ক্ষমতা লাভে

23132. সমাজে ওয়াদাভঙ্গকারীর সংখ্যা দিন-দিন বাড়ছে । কারণ মানুষ-

  1. নীতি-নৈতিকতা হারাতে বসেছে
  2. ইসলামি অনুশাসন থেকে সরে যাচ্ছে
  3. মিথ্যাবাদী

23133. নিচের কোনটি ইমানের অঙ্গ?

  1. স্বদেশপ্রেম
  2. রক্তদান
  3. রাত জাগা
  4. চাষাবাদ করা

23134. ইসলামি পরিভাষায় কারো সাথে কোনোরূপ প্রতিশ্রুতি দিলে, অঙ্গীকার করলে বা কাউকে কোন কথা দিলে তা যথাযথভাবে রক্ষা করাকে কী বলে?

  1. ওয়াদা পালন
  2. তাকওয়া
  3. নিফাকি
  4. আদালত

23135. “যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করে না।” কোন গ্রন্থ থেকে সংকলিত?

  1. বুখারি
  2. মুসলিম
  3. ইবনে মাযা
  4. আবু দাউদ

23136. সন্তানের ওপর মায়ের অধিকার পিতার চাইতে কতগুণ বেশি?

  1. দুই
  2. তিন
  3. চার
  4. পাঁচ

23137. একজন কর্মকর্তা ঘুষ নিয়ে থাকেন এবং ঘুষের সম্পূর্ণ টাকা তিনি অন্যত্র ভালো কাজে দান করেন। এ দানের জন্য তার –

  1. গুনাহ বা সাওয়াব হবে না। কারণ টাকার সদ্ব্যবহারের মাধ্যমে গুনাহ দূর হয়ে যায়
  2. গুনাহ হবে। কারণ টাকাটা ঘুষের মাধ্যমে সংগৃহীত হয়েছে
  3. সাওয়াব হবে। কারণ টাকাটা দানের জন্য ব্যবহৃত হয়েছে

23138. আল্লাহ মানুষকে নির্দেশ দিয়েছেন-

  1. তাঁকে ভয় করতে
  2. সত্যবাদী হতে
  3. নির্ভীক ও সাহসী হতে

23139. আদম কিসের সৃষ্টি?

  1. নুরের
  2. মাটির
  3. পানির
  4. বাতাসের

23140. “আল্লাহ কারো ওপর এমন কোন কষ্ট দায়ক দায়িত্ব অর্পণ করেন না যেটি তার সাধ্যাতীত।” আয়াতটি কোন সূরার?

  1. আল বাকারা
  2. আন নিসা
  3. আল -ইমরান
  4. আল মায়িদা

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।

 

আমাদের অন্যান্য সেবা:

ডোমেইন হোস্টিং

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline