আখলাক – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ইসলাম ও নৈতিক শিক্ষা-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2323
23221. আখলাকে হামিদা কী রূপ?
- অকল্যাণকর
- অপরিচ্ছন্ন
- কুসংস্কারাচ্ছন্ন
- কল্যাণকর
23222. আমরা সাহায্য করব-
- গরিবদের
- মুসলিমদের
- অমুসলিম অভাবগ্রস্তদের
A,B,C
23223. ‘তাকওয়া শব্দের অর্থ কী?
- সচ্চরিত্র
- আত্মশুদ্ধি
- নিরাপদ রাখা
- ভারসাম্য রক্ষা করা
23224. আখলাকে যামিমার পর্যায়ভুক্ত হলো-
- ওয়াদা পালন
- আমানতের খিয়ানত
- প্রতারণা
B,C
23225. “নিশ্চয় প্রস্রাবই বেশিরভাগ কবর আযাবের কারণ হয়ে থাকে।-কথাটি কোন হাদিস গ্রন্থ থেকে সংকলিত?
- মুসলিম
- মুসনাদে আহমদ
- রিমিযি
- বুখারি
23226. প্রতারণা কীসের শামিল?
- পরনিন্দার
- ওয়াদা ভঙ্গের
- মিথ্যাবাদী
- ওয়াদাভঙ্গকারী
23227. নারীর অধিকার সম্পর্কে পবিত্র কুরআনে কোন সুরা নাযিল করা হয়েছে?
- আলাক
- মায়িদা
- নিসা
- হাশর
23228. ইসলামে প্রতারণার বিধান কী?
- মাকরুহ
- মোবাহ
- হারাম
- হালাল
23229. ফিতনা-ফাসাদ কী ধরনের অপরাধ?
- হত্যার চেয়েও জঘন্য অপরাধ
- লঘু অপরাধ
- বিরাট অপরাধ
- কোনোটিই না
23230. জীবনকে সুন্দর করে গড়ে তোলার জন্য কী প্রয়োজন?
- সালাত কায়েম
- শালীনতা বজায় রাখা
- জ্ঞানচর্চা
- ইবাদতে আত্মনিয়োগ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "আখলাক - এসএসসি-ইসলাম ও নৈতিক শিক্ষা-4"