আখলাক – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ইসলাম ও নৈতিক শিক্ষা-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2315
23141. আমানতের খিয়ানত করা হলো-
- হারাম
- জায়েব
- ছগিরা গুনাহ
- কবিরা গুনাহ
23142. অসাক্ষাতে কারো দোষ বলাকে কী বলে?
- কিযব
- বুহতান
- গিবত
- ফিসক
23143. ‘সিদক’ শব্দের অর্থ কী?
- সত্যবাদিতা
- দাসত্ব
- ন্যায়পরায়ণতা
- বিশ্বাস
23144. ভ্রাতৃত্ববোধ মানুষকে কোনটিতে উজ্জীবিত করে?
- ত্যাগের মহিমায়
- যাযাবর জীবনযাপনে
- একত্রিত হতে
- নির্ভীক ও সাহসী হতে
23145. কোনটি দ্বারা মানুষের সকল অপবিত্রতা দূর হয়?
- নামায
- ওযু
- রোযা
- যাকাত
23146. হুসনুল খুলুক অর্থ কী?
- খারাপ চরিত্র
- ভালো চরিত্র
- সুন্দর চরিত্র
- নিন্দনীয় চরিত্র
23147. অলস মস্তিষ্ককে বলা হয়েছে-
- দোজখখানা
- শয়তানের কারখানা
- ফুলের বাগান
- খেলার মাঠ
23148. সুন্দর স্বভাব ও ভালো চরিত্রকে বলা হয়-
- আখলাকে হামীদাহ
- আখলাকে যামীমাহ
- সদাচরণ
A,C
23149. * ‘ক’ স্কুল থেকে ফেরার পথে তার চোখের সামনে ‘খ’ -কে হত্যা করতে দেখে, সন্ত্রাসীরা ‘ক’-এর মুখ বন্ধ রাখার চেষ্ট করে ব্যর্থ হয়। ‘ক’ সন্ত্রাসীদের বিপক্ষে স্বাক্ষী দেয়।
- সাদিক
- কাযিব
- আমিন
- সিদক
23150. ‘ক’ এ কাজের ফলে-
- জান্নাতের পথে পরিচালিত হবে
- পুণ্যের পথে পরিচালিত হবে
- দুনিয়াতে পুরস্কার লাভ করবে
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "আখলাক - এসএসসি-ইসলাম ও নৈতিক শিক্ষা-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2315"