দেশের মাধ্যমিক পর্যায়ের নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক স্বীকৃতি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। একই স্থগিতাবস্থা প্রতিষ্ঠানের পাঠদান, বিভাগ ও শ্রেণী খোলা কার্যক্রমের ক্ষেত্রেও বহাল থাকবে। আন্দোলনের পরিপ্রেক্ষিতে এমপিওবিহীন প্রতিষ্ঠানগুলোকে সুষ্ঠুভাবে এমপিও দেয়ার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় নীতিগতভাবে এ সিদ্ধান্ত নিয়েছে। তবে এটি দায়িত্বপ্রাপ্তরা অনানুষ্ঠানিক হিসেবে উল্লেখ করেছেন।
মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব ও একজন যুগ্ম সচিব বলেন, বর্তমানে নন-এমপিও শিক্ষকদের এমপিও দেয়ার এটি শেষ না হওয়া পর্যন্ত এসব প্রক্রিয়া অলিখিতভাবে বন্ধ রাখা হয়েছে।
এ কাজ শেষ করতে সেপ্টেম্বর মাস পর্যন্ত সময় লাগবে। সে কারণে কাজের সুবিধার্থে সেই পর্যন্ত নতুন প্রতিষ্ঠান একাডেমিক স্বীকৃতি, পাঠদান, বিভাগ ও শ্রেণী খোলার মতো কার্যক্রম স্থগিত থাকবে।
আরো পড়ুন:
0 responses on "অনির্দিষ্টকালের জন্য নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক স্বীকৃতি স্থগিত করা হয়েছে"