রাজধানীর ১০ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়

রাজধানীর ১০ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়

ভর্তি নীতিমালা সংক্রান্ত সভায় উপস্থিত না হওয়ায় রাজধানীর ১০ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার (২৫শে জানুয়ারি) বেসরকারি স্কুল, স্কুল এন্ড কলেজে মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০১৭ বাস্তবায়ন অগ্রগতি সংক্রান্ত এক সভা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়। সভাটি মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিদ্যালয় শাখার অতিরিক্ত সচিব জাবেদ আহমেদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপস্থিত একজন কর্মকর্তা জানান, সভায় মোট ১৩ প্রতিষ্ঠানের প্রধানদের উপস্থিত হওয়ার কথা থাকলেও শুধু মনিপুর স্কুল অ্যান্ড কলেজ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ও হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের প্রধান উপস্থিত হন।

কিন্তু ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ, বুয়েট ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজসহ ১০ প্রতিষ্ঠানের প্রধান এ সভায় অনুপস্থিত ছিলেন বলে তিনি জানান।

ওই কর্মকর্তা জানান, সভায় কেন তারা উপস্থিত হননি তা জানতে শোকজ করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার শোকজ জারি করা হবে। আগামী তিনদিনের মধ্যে এ শোকজের উত্তর দিতে বলা হবে।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিদ্যালয় শাখার যুগ্ম সচিব সালমা জাহান বলেন, ভর্তি নীতিমালা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের ডাকা হয়েছিল। কিন্তু অজ্ঞাত কারণে অধিকাংশ প্রতিষ্ঠান প্রধান অনুপস্থিত ছিলেন। এটি একটি ঔদ্ধত্যপূর্ণ আচরণ। আমরা এটা মেনে নেব না। এ কারণে তাদের শোকজ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

 

আরো পড়ুন:

সাত দিনে অডিট হবে দেশের ৩৬ হাজার ৬৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠান

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline