NTRCA শিক্ষক নিবন্ধন -> সাধারণ জ্ঞান -> বাংলাদেশ সম্পর্কিত বিষয়

বারো ভুঁইয়াঃ

মোগল সম্রাট আকবর-এর আমলে বাংলার বিভিন্ন অঞ্চল শাসনকারী কতিপয় জমিদার বা ভূস্বামী, বারো জন এমন শাসক ছিলেন, যাঁদেরকে বোঝানো হতো ‘বারো ভূঁইয়া’ বলে। বাংলায় পাঠান কর্‌রানী বংশের রাজত্ব দূর্বল হয়ে পড়লে বাংলাদেশের সোনারগাঁও, খুলনা, বরিশাল প্রভৃতি অঞ্চলে কিছু সংখ্যক জমিদার স্বাধীন রাজার মতো রাজত্ব করতে থাকেন। সম্রাট আকবর ১৫৭৫ সালে বাংলা দখল করার পর এসকল জমিদার ঐক্যবদ্ধ হয়ে মোগল সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করেন। ‘বারো ভুঁইয়া’ নামে পরিচিত এই সকল জমিদাররা হলেন:

  • ঈসা খাঁ – খিজিরপুর বা কত্রাভূ
  • প্রতাপাদিত্য – যশোর বা চ্যাণ্ডিকান
  • চাঁদ রায়, কেদার রায় – শ্রীপুর বা বিক্রমপুর
  • কন্দর্প রায় ও রামচন্দ্ররায় – বাক‌্লা বা চন্দ্রদ্বীপ
  • লক্ষ্মণমাণিক্য – ভুলুয়া
  • মুকুন্দরাম রায় ভূষণা বা ফতেহাবাদ
  • ফজল গাজী – ভাওয়াল ও চাঁদপ্রতাপ
  • হামীর মল্ল বা বীর হাম্বীর – বিষ্ণুপুর
  • কংসনারায়ন – তাহিরপুর
  • রামকৃষ্ণ – সাতৈর বা সান্তোল
  • পীতম্বর ও নীলম্বর – পুঁটিয়া
  • ঈশা খাঁ লোহানী ও উসমান খাঁ লোহানীঃ – উড়িষ্যা ও হিজলী

সম্রাট আকবর (১৫৫৬-১৬০৫) তাঁর জীবদ্দশায় সমগ্র বাংলার উপর মুঘল অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হননি।কারণ বাংলার বড় বড় জমিদারেরা স্বাধীনতা রক্ষার জন্যে মুঘলদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তেন।তাঁরা বারভূঁইয়া নামে পরিচিত। এখানে ‘বারো’ বলতে অনির্দিষ্ট সংখ্যা বুঝায়।

 

  • বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম এসছিলো — পর্তুগীজরা
  • পতুগীজ নাবিক ভাস্কোডাগামা ভারতবর্ষে আসেন — ১৪৯৮ সালে
  • ইউরোপ থেকে সমুদ্র পথে ভারতবর্ষে আসার পথ আবিস্কৃত হয় — ১৪৮৭ সালে
  • পর্তুগীজরা  বাংলায় ব্যবসা বাণিজ্য আরম্ভ করে — ১৫৮০ সালে
  • পর্তুগীজদের পর  বানিজ্যের জন্য বাংলায় আসে — ওলন্দাজরা
  • ‘ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানী’ গঠন করেন — ওলন্দাজগণ, ১৬০২ সালে
  • বাংলা থেকে আরব বণিকদের বিতাড়িত করেন – পেড্রো আলভারেজ কাব্রাল
  • ফরাসিরা  বাংলায় বানিজ্য করতে আগমন করে – ১৬৬৮ সালে
  • ফরাসি ইষ্ট ইন্ডিয়া কোম্পানী গঠিত হয় – ১৬৬৪ সালে
  • ব্রিটিশ ইষ্ট ইন্ডিয়া কোম্পানী গঠিত হয় — ১৬০০ সালে
  • ভারতে ফরাসিদের সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন ভেঙ্গে যায় — ১৭৬০ সালের বন্দিবাসের যুদ্ধে
  • বন্দিবাসের যুদ্ধে ইংরেজ সেনাপতি আয়ারকুটের কাছে পরাজয় স্বীকার করেন — ফরাসি গর্ভনর কাউন্ট লালী
  • উপমহাদেশে ব্যর্থ হয়ে ওলন্দাজরা বানিজ্য স্থাপন করে — ইন্দোনেশিয়ায়
  • ফরাসি ও ইংরেজদের মধ্যে প্রথম কর্ণাট যুদ্ধ সংঘটিত হয় — ১৭৪৬ সালে
  • ইংরেজরা বাংলায় প্রথম কুঠি স্থাপন করে – সুরাটে
  • বাংলায় ইংরেজদের সবচেয়ে সুরক্ষিত কুঠি ছিল — ফোর্ট উইলিয়াম
  • মুঘল সম্রাটের সাথে ইংরেজদের সন্ধি হয় — ১৬৬০ সালে
  • কলকাতা নগরী প্রতিষ্ঠা করেন ইংরেজ কর্মচারী – জব চার্নক

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline