আমরা প্রায়ই একটি প্রশ্ন পেয়ে থাকি কোন কোর্সটি করবো ডিজিটাল মার্কেটিং নাকি এসইও? অথবা দুটোই কি করতে হবে? আশা করি আজকের পোস্টের মাধ্যমে আপনাদের এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

ডিজিটাল মার্কেটিং হল ইলেকট্রনিক মিডিয়াকে ব্যবহার করে ইন্টারনেট দুনিয়ায় পণ্য,প্রতিষ্ঠান বা ব্র্যান্ডের প্রচারনা বা বিজ্ঞাপন দেয়া। ইন্টারনেট ব্যবস্থা ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত যেখানে আমরা বিভিন্ন মাধ্যম ব্যবহার করে মার্কেটিং করে থাকি। যেমন- বিভিন্ন সামাজিক মাধ্যম ফেসবুক, টুইটার, লিঙ্কডইন ইত্যাদি এছাড়াও গুগল, ইউটিউব এবং বিভিন্ন ওয়েবসাইট এর মাধ্যমে আমরা আমরাদের প্রতিষ্ঠান অথবা পণ্যের মার্কেটিং করে থাকি।

অন্যদিকে ডিজিটাল মার্কেটিং এর একটি অংশ হল এসইও(SEO)। Search Engine Optimization এর সংক্ষিপ্তরূপ হলো SEO। ডিজিটাল মার্কেটিং এর খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এসইও। মূলত সার্চ ইঞ্জিন গুলোর (গুগল, ইয়াহু, বিং ইত্যাদি) জন্য ওয়েবসাইট / ব্লগসাইটকে উপযোগী করে তোলাকেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও বলে। আমাদের ওয়েবসাইট বা সোশ্যাল মিডিতে এসইও করার মাধ্যমে আমাদের প্রতিষ্ঠান বা পণ্য কে অতি সহজেই আমরা মানুষের কাছে পৌছে দিতে পারি।

আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সে আমরা ইন্টারমেডিয়েট লেভেলের এসইও সহ এই সেক্টরের সকল বিষয়গুলো শিখিয়ে থাকি যাতে করে একজন শিক্ষার্থী ডিজিটাল মার্কেটিং এর সকল বিষয় নিয়ে কাজ করতে পারে। অন্যদিকে আমাদের এডভান্স এসইও কোর্সে শুধু এসইও শেখানো হয় যেখানে একজন শিক্ষার্থী বেসিক থেকে এডভান্স লেভেল পর্যন্ত শিখতে পারবে। যারা ডিজিটাল মার্কেটিং এর সকল সেক্টরে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্স এবং যারা শুধুমাত্র এসইও নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের এসইও কোর্স। তাছাড়া যারা ডিজিটাল মার্কেটিং এর কোর্স করেছেন এখন এডভান্স লেভেলের এসইও শিখতে চাচ্ছেন তারাও আমাদের এডভান্স এসইও কোর্সটি করতে পারেন।

আমাদের Digital Marketing কোর্সের সম্পূর্ন কারিকুলাম দেখতে লিংকে ক্লিক করুন: https://cutt.ly/ukb51zl
আমাদের SEO কোর্সের সম্পূর্ন কারিকুলাম দেখতে লিংকে ক্লিক করুন: https://cutt.ly/Mkb6uv1

*কোর্স গুলো করতে কম্পিউটারের বেসিক নলেজ জানা থাকতে হবে। বেসিক নলেজ বলতে কম্পিউটার অপারেট করতে পারা, ইন্টারনেট ব্রাউজিং , সফটওয়্যার ইন্সটল আনইন্সটল বোঝানো হয়েছে।*


কেন ইশিখনে কোর্স করবেন

ইশিখনে ক্লাস নিচ্ছেন দেশের স্বনামধন্য সব শীর্ষ সফল ফ্রিল্যান্সার ও আইটি উদ্যোক্তাগণ, যারা সুদীর্ঘ সময় ধরে অনলাইনে রাজত্ব করে আসছেন।

লাইভ ক্লাস মিস করলে পরের দিন কোর্সের ভেতর উক্ত ক্লাসের ভিডিও রেকর্ডিং ও আলোচিত ফাইল সমূহ পাবেন।

কোর্স শেষেও লাইফ টাইম সাপোর্ট। যতদিন না আপনি কাজ পাচ্ছেন ততদিন এক্সপার্ট ফ্রিল্যান্সার দ্বারা তত্ত্বাবধান। ক্লাসের বাইরেও রয়েছে লাইভ সাপোর্ট, ফোন, ফেসবুক এবং মেসেঞ্জার গ্রুপ সাপোর্ট।

প্রতিটি ক্লাসের প্রথম ১৫ মিনিট আগের ক্লাসের সমস্যাগুলো সমাধান হবে, পরের ১ ঘন্টা মূল ক্লাস শেষ ১৫ মিনিট প্রশ্নোত্তর পর্ব।

প্রতিটি ক্লাসে রয়েছে মডেল টেস্ট এবং এসাইনমেন্ট।

কোর্স শেষে আপওয়ার্ক, ফাইভার, ফ্রিল্যান্সারসহ বিভিন্ন মার্কেটপ্লেসের উপর স্পেশাল ফ্রিল্যান্সিং ক্লাস। তাছাড়াও রয়েছে রিভিউ/প্রবলেম সলভিং ক্লাসসমূহ।

কোর্স শেষে অনলাইন ভেরিফায়েড সার্টিফিকেট।


 

কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন: https://eshikhon.com/pro-offer/

 


আরো পড়ুন:

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline