
🔹 ফ্রিল্যান্সিং বর্তমানে জনপ্রিয় একটি পেশা। অনেক ধরনের কাজ করেই ফ্রিল্যান্সিং করা যায়, তবে এত কাজের মধ্যে কোন কাজটি দিয়ে শুরু করবেন এটি নির্ধারণ করাই বড় একটি চ্যালেঞ্জ। কারণ কোন কাজটি আপনার জন্য উপযুক্ত হবে তা সঠিক ভাবে নির্ধারণ করতে না পারলে সফলতার হার খুবই কম।
✅ নিজেকে প্রশ্ন করুনঃ
এটি হল সর্বপ্রথম ধাপ। কাজের ধরন অনুযায়ী ফ্রিল্যান্সিং কাজগুলোকে বিভিন্ন সেক্টর/ক্যাটাগরিতে বিভক্ত করা হয়ে থাকে, যেমন: ওয়েব ক্যাটাগরি, ডিজাইন ও ভিডিও ক্যাটাগরি, মাকেটিং ক্যাটাগরি. সাইবার সিকিউরিটি ও নেটওয়ার্কিং ক্যাটাগরি ইত্যাদি। প্রথমেই নিজেকে প্রশ্ন করুন আপনি কোন ক্যাটাগরির কাজ করতে ইচ্ছুক। অনেকে অন্যের সাজেশনে কাজ নির্ধারণ করার পর দেখা যায় কিছুদিন পর সেটি ভালো লাগে না বা বুঝতে পারে না, তখন ছেড়ে দেয়। এতে করে দেখা যায় সময় এবং শ্রম দুটোই নষ্ট হয়। সুতরাং নিজে সময় নিয়ে রিসার্চ করে প্রতিটি কাজের ধরন কেমন হবে তা বুঝুন এবং সেখান থেকে যেই ধরনের কাজ আপনার মনে হবে আপনি করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেই সেক্টরটি বেছে নিবেন।

দক্ষতা হল ফ্রিল্যান্সিং এর মূল বিষয়। যেহেতু এটি একটি মুক্তপেশা, বর্তমানে অধিকাংশ লোকই এটিকে ক্যারিয়ার হিসেবে বেছে নিচ্ছে, তাই দিন দিন প্রতিযোগিতার হার ও বেড়ে যাচ্ছে। ফ্রিল্যান্সিং এর জন্য কিছু মার্কেটপ্লেস হল- আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার ইত্যাদি। একমাত্র দক্ষতা থাকলেই এ সেক্টরে টিকে থাকা সম্ভব আর এ দক্ষতা অর্জনের জন্য সঠিক কাজটি বাছাই করার পর ভালো ভাবে সময় দিয়ে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। অনেকে কাজ না জেনে মার্কেটপ্লেসে ইনকামের উদ্দেশ্যে আসে। এতে করে ইনকাম তো সম্ভবই নয়, বরং তারা হতাশ হয়ে পড়ে এবং ফ্রিল্যান্সিং পেশাটিকেই মিথ্যে বলে দাবি করে। তাই প্রথমেই যেকোন একটি কাজে নিজেকে দক্ষ করে তুলুন। এরপর সেই কাজের ধরন অনুযায়ী মার্কেটপ্লেস নির্ধারণ করুন।
কোন কাজটি করবেন তা নিয়ে দ্বিধা দ্বন্দে ভুগলে আমাদের কাউন্সিলিং ফর্মটি পূরণ করুন অথবা সরাসরি হেল্পলাইনেও যোগাযোগ করতে পারেন।
✍কাউন্সিলিং ফর্ম: https://cutt.ly/1AmjCj5
☎হেল্পলাইন: 09639 399399 (সকাল ১০টা থেকে রাত ১১টা)
WhatsApp/Imo: 8801948858258
কেন ইশিখনে কোর্স করবেন
ইশিখনে ক্লাস নিচ্ছেন দেশের স্বনামধন্য সব শীর্ষ সফল ফ্রিল্যান্সার ও আইটি উদ্যোক্তাগণ, যারা সুদীর্ঘ সময় ধরে অনলাইনে রাজত্ব করে আসছেন।
লাইভ ক্লাস মিস করলে পরের দিন কোর্সের ভেতর উক্ত ক্লাসের ভিডিও রেকর্ডিং ও আলোচিত ফাইল সমূহ পাবেন।
কোর্স শেষেও লাইফ টাইম সাপোর্ট। যতদিন না আপনি কাজ পাচ্ছেন ততদিন এক্সপার্ট ফ্রিল্যান্সার দ্বারা তত্ত্বাবধান। ক্লাসের বাইরেও রয়েছে লাইভ সাপোর্ট, ফোন, ফেসবুক এবং মেসেঞ্জার গ্রুপ সাপোর্ট।
প্রতিটি ক্লাসের প্রথম ১৫ মিনিট আগের ক্লাসের সমস্যাগুলো সমাধান হবে, পরের ১ ঘন্টা মূল ক্লাস শেষ ১৫ মিনিট প্রশ্নোত্তর পর্ব।
প্রতিটি ক্লাসে রয়েছে মডেল টেস্ট এবং এসাইনমেন্ট।
কোর্স শেষে আপওয়ার্ক, ফাইভার, ফ্রিল্যান্সারসহ বিভিন্ন মার্কেটপ্লেসের উপর স্পেশাল ফ্রিল্যান্সিং ক্লাস। তাছাড়াও রয়েছে রিভিউ/প্রবলেম সলভিং ক্লাসসমূহ।
কোর্স শেষে অনলাইন ভেরিফায়েড সার্টিফিকেট।
কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন: https://eshikhon.com/pro-offer/