📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

ইশিখন সারাদেশে সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজে নিয়োগ দিচ্ছে ক্যাম্পাস এম্বাসেডর(Campus Ambassadors)

ক্যাম্পাস এম্বাসেডর হতে নিবন্ধন করুন 

ইশিখন সারাদেশে সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজে নিয়োগ দিচ্ছে ক্যাম্পাস এম্বাসেডর(Campus Ambassadors)। আপনিও হতে পারেন ইশিখনের একজন ক্যাম্পাস এম্বাসেডর। আপনি যদি কলেজ বা ইউনিভার্সিটিতে অধ্যায়নরত শিক্ষার্থী হয়ে থাকেন তবে আপনি ইশিখন ক্যাম্পাস এম্বাসেডর হিসেবে আবেদন করতে পারবেন। একজন ক্যাম্পাস এম্বাসেডর শিক্ষার্থীদের সঠিক তথ্য বা গাইডলাইন দিয়ে ইশিখনের কোর্স সমূহতে ভর্তি করাবেন যার বিনিময়ে সে নির্ধারিত কমিশন পাবেন। ইশিখনে রয়েছে ফ্রিল্যান্সিং ও আইটি বিষয়ক ৩০ টির অধিক কোর্স। এছাড়াও একাডেমিক, IELTS,ভর্তি পরীক্ষা, বিসিএস এর উপর কোর্স রয়েছে। অনেক শিক্ষার্থী এসকল কোর্স করার ক্ষেত্রে সঠিক গাইডলাইন পায় না অথবা কোন প্রতিষ্ঠান থেকে কোর্স করতে পারবে বা করলে ভালো হবে সে বিষয়ে অবগত নয়। মূলত এসকল শিক্ষার্থীদের জন্যই আমরা নিয়োগ দিচ্ছি ক্যাম্পাস এম্বাসেডর যারা এসকল শিক্ষার্থীদের সঠিক দিক নির্দেশনা দিয়ে থাকবেন।

কুপন কোড দিয়ে ক্যাম্পাস এম্বাসেডরের মাধ্যমে ভর্তি হবার সময় একজন শিক্ষার্থী অনলাইন-অফলাইন কোর্সে ৫% ডিসকাউন্ট পাবে। পাশাপাশি একজন ক্যাম্পাস এম্বসেডর অনলাইন কোর্সে ১০%-২০% কমিশন পাবে এবং অফলাইন কোর্সে ৫%-১৫% কমিশন পাবে।

আমাদের সার্ভিস সমূহ:

অনলাইন লাইভ কোর্স: বিস্তারিত ‍দেখুন
অফলাইন কোর্স: বিস্তারিত ‍দেখুন
ভিডিও কোর্স: বিস্তারিত ‍দেখুন
Domain Hosting: বিস্তারিত ‍দেখুন


ক্যাম্পাস এম্বাসেডরদের দায়িত্বসমূহ:

ইশিখনের পণ্য বা সার্ভিস সমূহ সম্পর্কে তার ক্যাম্পাসের শিক্ষার্থীদের অবগত করা।

ক্যাম্পাসের বাহিরে পরিবার , বন্ধুমহল , বিভিন্ন ক্লাব প্রভৃতি স্থানে প্রচার করা।

বিভিন্ন সোস্যাল মিডিয়া প্লাটফর্ম ব্যবহারের মাধ্যমে প্রচার করা।

বিভিন্ন সেমিনার এবং ক্যাম্পাইন আয়োজন করা।

ইশিখন মার্কেটিং টিমকে তাদের ক্যাম্পাসে প্রচরণামূলক উদ্যোগে সহায়তা করা।

ক্যাম্পাস এম্বাসেডরদের বিশেষ সুবিধা সমুহ:

গ্রাজুয়েশন শেষে ইশিখনে ও দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ, পার্টটাইম ও ফুলটাইম কাজের নিশ্চিত সুযোগ।

ক্যাম্পাস এম্বাসেডর রেফেরেন্স এ কোন শিক্ষার্থী ইশিখনের অনলাইন কোর্সে ভর্তি হলে প্রতি স্টুডেন্ট ভর্তিতে কমিশন প্রাপ্তি–
কমিশনের পরিমাণ: ১০%(১-৯ জন ভর্তিতে), ১৫% (১০-১৯ জন ভর্তিতে), ২০%(১৯+ জন ভর্তিতে) । অফলাইন কোর্সে ভর্তি হলে প্রতি স্টুডেন্ট ভর্তিতে কমিশন প্রাপ্তি–
কমিশনের পরিমাণ: ৫%(১-৯ জন ভর্তিতে), ১০% (১০-১৯ জন ভর্তিতে), ১৫%(১৯+ জন ভর্তিতে)

ইশিখনের এর সকল কোর্স ২০% ডিসকাউন্টে কোর্স করার সুযোগ।

২ সেশন পর পর একটি লাইভ কোর্স সম্পূর্ণ ফ্রিতে করার সুযোগ। ( প্রতি সেশনে সর্বনিম্ন ১০ জন শিক্ষার্থী রেফার করতে হবে)

দক্ষ ইন্সট্রাকটর ও লিডারদের সাথে নেটওয়ার্কিং এর সুযোগ।

ক্যাম্পাস এম্বাসেডর হিসাবে ইশিখন থেকে থাকছে আইডি-কার্ড, টি-শার্ট, নোটবুক।

ক্যাম্পাস এম্বাসেডর প্রোগ্রাম থেকে বেস্ট পারফর্মকারি এম্বাসেডর কে বিশেষ সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

৬ মাস পর এক্সপেরিয়েন্স লেটার প্রদান ( ন্যূনতম ৩০ জন শিক্ষার্থী ভর্তি করাতে হবে)।

ক্যাম্পাস এম্বাসেডরদের শর্তাবলি

সারাদেশে সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের দায়িত্ব দেওয়া হবে। এজন্য প্রথমত সততা, সময়ানুবর্তিতা ও পেশাদারিত্ব থাকা আবশ্যক। শিক্ষার্থীদের সাথে ভাল ও ভদ্র আচরণ।

একজন এম্বাসেডরকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে যথেষ্ট জ্ঞান থাকতে হবে।

একজন এম্বাসেডর শিক্ষার্থীদের সঠিক দিক নির্দেশনার পাশাপাশি রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় সাহায্য করতে পারবেন তবে রেজিস্ট্রেশন ফি শিক্ষার্থী কর্তৃক প্রদান করতে হবে। শিক্ষার্থীরা চাইলে নিজেরাই রেজিস্ট্রেশন করতে পারবেন এক্ষেত্রে কুপন কোড শিক্ষার্থীদের প্রদান করতে হবে।

কুপন ব্যাতিত কোন অর্ডার বা রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কোন প্রকার কমিশন প্রদান করা হবে না।

ইশিখনের নির্ধারিত ফি এর বাইরে কেউ শিক্ষার্থীদের কাছে এক্সট্রা টাকা দাবি করতে পারবে না। এমন কোন অভিযোগ প্রমাণিত হলে উক্ত এম্বাসেডরকে বাতিল করা হবে।

৩ মাসের পূর্বে কোন এম্বাসেডর পদত্যাগ করতে পারবে না।(৬ মাস পর্যন্ত তার কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে, পরবর্তীতে সন্তোষজনক ফল না পেলে তার ক্যাম্পাস এম্বাসেডরশীপ বাতিল করা হবে)

যদি কোন এম্বাসেডর দলীয় ভাবে কাজ করতে চায় সেক্ষেত্রে পূর্বে ইশিখন কর্তৃপক্ষকে জানাতে হবে।

কেন ইশিখন.কম ই সেরা?

২০১২ সাল থেকে বাংলাদেশের সর্বপ্রথম অনলাইন ট্রেনিং শুরু করে ইশিখন (ইনফোনেট নামে, বিস্তারিত: ইশিখনের প্রতিষ্ঠাতা ইব্রাহিম আকবরের ২০১৪ সালের টিভি ইন্টারভিউ) । শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পেয়ে কাজের সাথে মিল রেখে ২০১৫ সালে ইশিখন নামে আত্মপ্রকাশ ঘটে। বিগত ৯ বছরে ইশিখন.কম থেকে প্রশিক্ষণ নিয়েছেন ৪০,০০০+ (পচিশ হাজার) শিক্ষার্থী। তাদের মধ্যে বর্তমানে ২৫,০০০+ (সতেরো হাজার) অধিক শিক্ষার্থী বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসে ও সফ্টওয়্যার কোম্পানিতে উচ্চ বেতনে চাকরি করছেন। অনেকেই ইশিখনে জব করছেন। অফলাইনের চেয়েও সহজে ও দ্রুত ক্লাস করার সুবিধা, না বুঝলে তাৎক্ষনিক শিক্ষককে প্রশ্ন করার সুবিধা, ক্লাসের মাঝে প্রাইভেট চ্যাট এবং রিমোট কন্ট্রোল সুবিধা থাকায় বর্তমানে অফলাইন বাদ দিয়ে শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে আগ্রহী। অনলাইনে শিক্ষার ক্ষেত্রে অনেকেই প্রতারণার শিকার হন, ইশিখন.কম সেক্ষেত্রে দ্রুত সবার বিশ্বস্ততা অর্জন করেছে, তার প্রধান কারণ, আমাদের দেশের সেরা এবং প্রফেশনাল সব শিক্ষক, রয়েছে শিক্ষার্থীদের সবসময় সাপোর্ট এর জন্য কর্পোরেট কল সেন্টার (096 39 399 399)।

৪০,০০০+ শিক্ষার্থী
দক্ষ, পেশাদার ও শিক্ষক
অনলাইন, মোবাইল সাপোর্ট।
গতানুগতিক প্রশিক্ষণ কেন্দ্রগুলো থেকেও দ্রুত, সহজে এবং ঘরে বসেই শেখার সুযোগ।
সন্ধ্যা ও রাত্রিকালীন ঘরে বসেই কোর্সে অংশ নেওয়ার সুযোগ
ক্লাস মিস করলে উক্ত ক্লাসের রেকর্ডিং পাওয়া,  এসাইনমেন্ট, মডেল টেস্ট, প্রাকটিজ ফাইল ইত্যাদি।

উল্লেখ্য প্রতিটি সেশনে ইশিখনের প্রায় ৬০০০ থেকে ৮০০০ শিক্ষার্থী সারাদেশ থেকে অংশ নেন।

ক্যাম্পাস এম্বাসেডর হতে নিবন্ধন করুন 

ঠিকানা/যোগাযোগ:

151/7, Good luck center, Level-4, Panthapath Signal, Opposite SIBL Hospital, Green Rd, Dhaka-1205

09639399399 / 01679824195

fb.com/eshikhon

 যেসকল পত্রিকায় ফিচার করা হয়েছে

               
               
            
   
   

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved