Employment And Youth Development Academy – কর্মসংস্থান এবং যুব উন্নয়ন একাডেমি


এজেন্ট সেন্টারের নাম:
কর্মসংস্থান এবং যুব উন্নয়ন একাডেমি
ঠিকানা: বরিশাল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বিপরীত পার্শ্বে, বরিশাল সদর-৮২০০



নাম: Md. Fazla Rabby

পদবী: CEO

 


Email: [email protected]

 জেলা: বরিশাল

 


ফেসবুক: facebook.com

ওয়েবসাইট:

 


 

0
বয়স

0
কর্মচারী সংখ্যা

0
সর্বমোট কম্পিউটার

0
প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থী

Gallery

কিভাবে এজেন্ট এর মাধ্যমে ক্লাস করবেন:

ইশিখনের কোর্সে রেজিস্ট্রেশন করার পর এজেন্ট সেন্টারে গিয়ে ক্লাসে অংশ নিবেন। তবে এক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠানের কম্পিউটার, ইন্টারনেট ব্যবহার এবং তত্ত্বাবধান বাবদ তাদের ফি প্রদান করতে হবে।

এজেন্ট সেন্টারের সুযোগ-সুবিধার উপর নির্ভর করে প্রতি শিক্ষার্থী এজেন্ট সেন্টারকে ৪০০০ থেকে ৮০০০ টাকা প্রদান করবে। এই সম্পূর্ণ ফি এজেন্ট সেন্টারের প্রাপ্য, যেখানে ইশিখন কোন চার্জ করবে না। ইশিখন শুধুমাত্র ওয়েবসাইটে উল্লেখিত ফি গ্রহন করবে। আমাদের এজেন্ট সেন্টারসমূহ দেখুন এখানে । তবে যাদের বাসায় কম্পিউটার ও ইন্টারনেট কানেকশন রয়েছে, তাঁরা শুধুমাত্র ওয়েবসাইটে উল্লেখিত রেজিস্ট্রেশন ফি প্রদান করে ঘরে বসেই কোর্স সম্পন্ন করতে পারবেন।

কিভাবে ক্লাস হবে:

যাদের বাসায় কম্পিউটার ও ইন্টারনেট কানেকশন নেই, তাঁরা ইশিখন এজেন্ট সেন্টারে গিয়ে কোর্স সম্পন্ন করার সুযোগ পাবেন। সেখানে সব শিক্ষার্থীর জন্য আলাদা আলাদা কম্পিউটার এবং ইন্টারনেট থাকবে। শিক্ষার্থীরা ক্লাস সময়ে উক্ত প্রতিষ্ঠানে গিয়ে ক্লাসে অংশ নিবেন। উক্ত প্রতিষ্ঠানের এজেন্টরা ক্লাসে অংশগ্রহণ এবং যেকোন সমস্যায় পড়লে  সেটা সমাধান করে দিবেন।

ইশিখনের স্বনামধন্য শিক্ষকগণ ঢাকা থেকে অনলাইনে ক্লাস করাবেন। উক্ত ক্লাস, শিক্ষকের কম্পিউটার স্ক্রিন আপনার কম্পিউটারে দেখা যাবে, কোন কিছু বুঝতে অসুবিধা হলে সাথে সাথে আপনি শিক্ষককে প্রশ্ন করতে পারবেন। ক্লাসের দিন কিংবা পরদিন ১ থেকে ১:৩০ ঘন্টা আপনি প্রাকটিজ করার সুযোগ পাবেন।

বিশেষ সুবিধা সমুহ:

মাত্র ১ বছরের মধ্যে আমরা দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠানে পরিণত হয়েছি। বিগত ৮ বছরে ইশিখন.কম থেকে প্রশিক্ষণ নিয়েছেন ৩৩,০০০+ ( তেত্রিশ হাজার) শিক্ষার্থী। যাদের মধ্যে বর্তমানে ২১,০০০+ (একুশ হাজার) শিক্ষার্থী বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসে ও দেশ-বিদেশের বড় বড় কোম্পানিতে উচ্চ বেতনে চাকরি করছেন। অফলাইনের চেয়েও সহজে ও দ্রুত ক্লাস করার সুবিধা, না বুঝলে তাৎক্ষনিক শিক্ষককে প্রশ্ন করার সুবিধা, ক্লাসের মাঝে প্রাইভেট চ্যাট এবং রিমোট কন্ট্রোল সুবিধা থাকায় বর্তমানে অফলাইন বাদ দিয়ে শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে অধিক আগ্রহী। নিচে আরো সুবিধা সমূহ দেওয়া হল:

ঢাকার স্বনামধন্য, দক্ষ ও প্রফেশনাল, ফ্রিল্যান্সার ও আইটি উদ্যোক্তা কর্তৃক ক্লাস।
দেশের যেকোন জায়গা এমনকি প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারীরাও ঢাকার স্বনামধন্য শিক্ষকের অধীনে ক্লাস করার সুযোগ পাবেন।
লাইভ ক্লাস মিস করলে পরের দিন কোর্সের ভেতর উক্ত ক্লাসের ভিডিও রেকর্ডিং ও ক্লাসে আলোচিত ফাইল সমুহ ডাউনলোড করে দেখতে পারবেন।
ক্লাসে শিক্ষককে সরাসরি প্রশ্ন, শিক্ষার্থীরা নিজেদের কম্পিউটারে কোন সফটওয়্যার ইন্সটল করতে না পারলে শিক্ষক, শিক্ষার্থীদের কম্পিউটারে ঢুকে সেটা ইন্সটল করে দিবে।
প্রতিটি ক্লাস শেষে এসাইনমেন্ট জমা দেওয়া।
প্রতিটি ক্লাসের লাইভ ক্লাসের পাশাপাশি প্র্যাকটিস ফাইল পাবেন এবং কনটেন্ট পাবেন, মডেল টেস্ট, অন্যান্য শিক্ষার্থীদের সাথে আলোচনা ও সমস্যা সমাধান।
প্রতিটি ক্লাসের শেষে ১০ নাম্বারের মডেল টেস্ট।
কোর্স শেষে সার্টিফিকেট।
লাইভ ক্লাস সমুহের ডিভিডি ডাউনলোড লিংক
ক্লাসের বাইরে শিক্ষার্থীদের সাপোর্ট এর জন্য রয়েছে ২৪/৭ ঘন্টা, কল সেন্টার। ফোন সাপোর্ট, মেসেঞ্জার সাপোর্ট, ইমেইল সাপোর্ট।


কিভাবে রেজিস্ট্রেশন করবেন/অংশ নিবেন:

নিচের ব্যাচ থেকে আপনার কাঙ্খিত কোর্সের ব্যাচের “Enroll Now” বাটনে ক্লিক করুন। মোবাইল থেকে  টেবিলটি বামে টানলে Enroll Now বাটন পাবেন।
“Enroll Now” বাটনে ক্লিক করার পরের পাতায় ডানপাশে কোর্সের রেজিস্ট্রেশন ফি দেখাবে। এরপর “Proceed to Checkout” বাটনে ক্লিক করুন।

এরপর আপনার নাম, ফোন নংসহ বিস্তারিত লিখে নিচের দিকে “Place Order” বাটনে ক্লিক করলে মোবাইলে রেজিস্ট্রেশন সম্পন্নের মেসেজ পাবেন এবং কোর্স ফি পাঠানোর নিয়ম পাবেন। কোর্স ফি পাঠানোর সাথে সাথে আপনার কোর্সে ভর্তি নিশ্চিত হবে।
কোর্স ফি পাঠালে সাথে সাথে ইশিখন একাউন্ট এ কোর্সটি একটিভ হবে। এরপর ড্যাশবোর্ড থেকে ‍উক্ত কোর্সের “Start Course” এ ক্লিক করলেই নির্ধারিত দিনে লাইভ ক্লাসে নিয়ে যাবে। আপনার কোর্স সর্ম্পকিত পরবর্তী নিদের্শনা, ফাইল, সফ্টওয়্যার ইত্যাদি উক্ত কোর্সের ভেতর পাবেন  আরো বিস্তারিত উপরের ভিডিওটি দেখুন।

 


স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline