CPA Marketing Course Batch

সিপিএ মার্কেটিংয়ের ধারণাঃ

বর্তমান সময়ে অনলাইনে ক্যারিয়ার গড়ার জন্য বিভিন্ন সাইট এবং প্রতিষ্ঠার আছে। মানুষ এখন অনলাইনে বিভিন্ন পর্যায়ে ক্যারিয়ার গড়ে ভালো উপার্জন করছে। অনলাইনে ক্যারিয়ার গড়ার মাধ্যম গুলোর মধ্যে একটি মাধ্যম হল সিপিএ মার্কেটিং। যার অর্থ হলো Cost Per Action (CPA) সিপিএ মার্কেটিংয়ে যারা কাজ করছে তারা প্রতি মাসে প্রচুর টাকা ইনকাম করছে। অনেকেই এই কাজকে অপ্রয়োজনীয় মনে করে, কিন্তু অনেকেই জানে না সিপিএ কিভাবে কাজ করে এবং কাজের মাধ্যমে কেমন কেমন টাকা উপার্জন হয়।


CPA মার্কেটিং কি?

সিপিএ মার্কেটিং হল বিভিন্ন পন্য বিক্রি করার পাশাপাশি আরও ছোট বিভিন্ন কাজ করা। সিপিএ সাধারনত অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটি পার্ট যার মাধ্যমে যেকোন ব্যক্তি পন্য বিক্রি করতে পারে সাথে ইমেইল সাবমিট, জিপ কোড সাবমিট, জরিপ,বিভিন্ন ডাউনলোড ইত্যাদি কাজের মাধ্যমে ইনকাম করতে পারেন।


সিপিএ মার্কেটিংয়ের কাজঃ

সিপিএ মার্কেটিং যখন আপনি করবেন,তখন আপনাকে ইমেইল জমা দেওয়া অথবা একটি অ্যাকাউন্ট সাবমিট করতে হবে, এবং আপনি তার জন্য একটা নির্দিষ্ট অর্থ উপার্জন করতে পারবেন। এটি অনলাইনে বিনিয়োগ না করে অথবা খুব কম টাকা বিনিয়োগ করে দ্রুত নগদ অর্থ উপার্জন করার পক্ষে সবচেয়ে সহজ উপায় হল সিপিএ মার্কেটিং।


কিকি জানতে হবেঃ

সিপিএ মার্কেটিং করার জন্য আপনাকে কোন রকম গুরু হতে হবে না, আপনাকে কোনও সাইট চালাতে হবে না, যদিও আপনার যদি ইতিমধ্যে কোনও সাইট থাকে তবে CPA নেটওয়ার্কে অনুমোদনের সময় আপনি আরও ভাল কাজ করবেন। যাইহোক, আপনাকে প্রথমেই Peerfly (পিয়ারফ্লিতে) আবেদন করতে হবে,এই সাইটটি সকল নেটওয়ার্কগুলির মতো ভাল অফার দিয়ে থাকে এবং তারা বছরের মধ্যে শীর্ষস্থানীয় নেটওয়ার্কগুলির মধ্যে একটি হয়ে উঠেছে।


সিপিএ মার্কেটিং কিভাবে কাজ করেঃ

অনলাইন মার্কেটিংয়ে অন্য কোনও মার্কেটিংয়ের চেয়ে সিপিএ মার্কেটিং অনেক সহজ। সিপিএ মার্কেটিং খুব সহজবোধ্য এবং সহজে যেকোন কেউ অর্থ উপার্জন করতে পারে। এফিলিয়েট মার্কেটিংয়ের ক্ষেত্রে সিপিএ করে যে আসলেই কোনও বিক্রয় ছাড়াই অর্থ উপার্জন করতে পারা যায় তা প্রমাণিত। উদাহরণস্বরূপ বলা যায়, বীমা সংস্থাগুলির মত কিছু সংস্থা আপনাকে কেবল ইন্স্যুরেন্স দেওয়ার জন্য অর্থ প্রদান করবে। আপনি যদি তাদের ওয়েবসাইটটিতে কাউকে পাঠান এবং সেই ব্যক্তিটি একটি বীমা উদ্ধৃতি ফর্ম পূরণ করে তবে তার বিনিময়ে আপনি একটি নির্দিষ্ট পরিমান টাকা পাবেন। আরেকটি উদাহরণ হিসেবে বলা যায়,গুগল অ্যাডসেন্স বা মিডিয়া বা নেটের মাধ্যমে বিজ্ঞাপন প্রদর্শন করা হয়। বিভিন্ন সাইট তাদের অ্যাডের মাধ্যমে অর্থ উপার্জন করে। মানে কোন ব্যক্তি সেই সাইটে যেয়ে যদি অ্যাডে ক্লিক করে তাহলে সাইটের মালিক অর্থ উপার্জন করবে।


ওয়েবসাইটের মাধ্যমে ইনকামঃ

সিপিএ মার্কেটিং/ CPA Marketing সম্পর্কে আপনি যেকোনও ব্লগ বা ওয়েবসাইটে পেয়ে যাবেন।আপনার বর্তমান পদ্ধতিগুলো বা পরিকল্পনাগুলো আপনার ওয়েবসাইটটিতে যোগ করে নিন। যদি আপনার সাইট ভাল ডিজাইন করা থাকে, যথেষ্ট ট্র্যাফিক পায় এবং আপনি আপনার সাইট প্রকাশ করতে পারেন। আপনার ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলির সাথে আপনি মার্কেটিং এবং সিপিএ প্রচারাভিযানগুলিকে অবিচ্ছিন্নভাবে চালাতে পারেন এবং আয় করার বিভিন্ন উপায়ে এটি পরিচালনা করতে পারেন। এর মাধ্যমে আপনি বিভিন্ন উপায়ে অর্থ উপার্জন করতে পারবেন।


সিপিএ অ্যাফিলিয়েট কিভাবে শুরু করবেনঃ

আপনি যদি সিপিএ মার্কেটিংয়ের প্রধান ফর্ম পূরন করতে আগ্রহী হন, তবে আপনার উচিত হবে যে শুরু করার প্রথম স্থান হল বাইরে থাকা বিভিন্ন CPA অনুমোদিত নেটওয়ার্ক সম্পর্কে গবেষণা করে ভালো ভাবে জানা। কোনও সিপিএ নেটওয়ার্কে আবেদন করার আগে,সিপিএ মার্কেটিংয়ের কোম্পানি গুলো সম্পর্কে জেনে নেয়াটা সব থেকে ভালো। কিভাবে কাজ করে,কি করতে হয় তা জেনে নিন,এর কাঠামো জেনে নিন। পরিচিত কেউ যদি এই বিষয়ে কাজ করে থাকে বা জেনে থাকে তার সাহায্য নিন এতে বুঝতে এবং কাজ করতে সুবিধা হবে। একবার আপনার সিপিএ নেটওয়ার্কগু্লো জানা হয়ে গেলে, আপনাকে নেটওয়ার্কের জন্য আবেদন করতে হবে।


অ্যাকাউন্ট তৈরি জন্য কিছু কথাঃ

১.যদিও সিপিএ মার্কেটিং একটি ওয়েবসাইট থাকার উপর নির্ভর করে না, তবে আপনার সাইটটিতে দর্শকদের প্রতিদিনের স্ট্রিমের সাথে আপনার সাইটকে তুলনা করা হবে এবং উপার্জন নির্ভর করবে।

২.এটি একটি ডোমেইন ভিত্তিক ইমেল যার কারনে এটি আপনাকে আরো বিশ্বাসযোগ্যতা দেয়।

৩.আপনার সাইটের অতীত ইতিহাস, সাইট ট্র্যাফিক, এবং রূপান্তর হার সম্পর্কে সৎ হতে হবে।আপনি যদি কেবলমাত্র আপনার ট্র্যাফিক ভলিউমটি গ্রহন করার জন্য মিথ্যা বলেন তবে তারা তা খুব সহজেই খুঁজে বের করবে এবং এটি আপনার সাইটের জন্য ভালোর চেয়ে খারাপ কিছুই বয়ে নিয়ে আসবে।তাই সৎ থাকুন।

৪.যদি আপনি প্রথমেই অনুমোদন পেয়ে থাকেন অথবা যদি কোনও নেটওয়ার্ক আপনাকে ডাউন করে।তবে আপনার সাইট আধুনিক এবং উন্নত করার জন্য কাজ করুন এবং তারপরে আপনার সাইটের ট্রাফিক সংখ্যা বেশি হলে পুনরায় আবেদন করুন।


সিপিএ অ্যাফিলিয়েট মার্কেটিং করার কিছু টিপসঃ

একবার আপনার সিপিএ অনুমোদিত নেটওয়ার্ক যদি আপনি পেয়ে যান।তাহলে এটি একটি সফল প্রচারণা সেট আপ করার সময় ধরতে হবে।কেবলমাত্র ব্লগিং এবং বিজ্ঞাপন প্রচার করার সময় সিপিএ অফারগুলিকে উন্নত করার জন্য ট্র্যাফিক অর্জনের একটি দুর্দান্ত কৌশল, আপনি অন্য কিছু মার্কেটিং কৌশল ব্যবহার করতে পারেন। যেমনঃ-


ল্যান্ডিং পেইজ তৈরিঃ

ল্যান্ডিং পৃষ্ঠাগুলি আপনার সাইটে নিয়মিত ব্লগ পোস্টগুলি বা পৃষ্ঠাগুলির থেকে আলাদা হবে।একটি ল্যান্ডিং পৃষ্ঠা একটি নির্দিষ্ট পৃষ্ঠা যা আপনি আপনার ওয়েবসাইট ট্র্যাফিককে “ফানেল” করতে পারেন। ব্লগ পোস্টগুলি অবশ্যই আপনার ওয়েবসাইট দর্শকদের অবহিত করা বা বিনোদন করার জন্য তৈরি করা উচিত তবে আপনার ল্যান্ডিং পৃষ্ঠাগুলি মূলত বিক্রি করার জন্য হওয়া উচিত এবং সর্বাধিক ক্লিক এবং অপ্টিমাইজ করার জন্য হওয়া উচিত। আপনার ব্লগ পোস্ট থেকে আপনার ল্যান্ডিং পৃষ্ঠাগুলিতে লিঙ্ক করার উপায় খুঁজুন।


বিজ্ঞাপনের ব্যবহার করুনঃ

কিছু ক্ষেত্রে, প্রদত্ত বিজ্ঞাপনগুলি প্রচুর উপকারী হতে পারে। উদাহরণস্বরূপ, আপনার সাইটে ট্র্যাফিক চালানোর জন্য বা Google অ্যাডওয়ার্ডস ব্যবহার করে ফেসবুক বিজ্ঞাপনগুলি ব্যবহার করুন। প্রদত্ত বিজ্ঞাপন কাজ করে, এটি খুব ভাল কাজ করে এবং সত্যিই খুব দ্রুত আপনি ভালো মানের উপার্জন করতে পারবেন।তবে,বিজ্ঞাপন প্রচার করার আগে একটি বাজেট সেট করুন এবং সতর্কতার সাথে এটি ব্যবহার করুন। আপনি যদি আপনার বর্তমান ব্যবসাটি সম্প্রসারিত করার জন্য বা শুরু করার জন্য কোনও উপায় খুঁযে থাকেন তবে আমি স্পষ্টভাবে সিপিএ মার্কেটিং করার জন্য সুপারিশ করব। এটি একটি দুর্দান্ত ব্যবসায়িক কৌশল যা য়াপনাকে আপনার ব্যবসায় বৈচিত্র্য আনতে সহায়তা করবে।


কারা সিপিএ মার্কেটিং শিখতে পারবেঃ

১/ যাদের ইন্টারনেট নিয়ে ধারণা আছে
২/ যাদের কম্পিউটার বা ল্যাপ্টপ চালানোর ধারণা আছে
৩/ যে অনলাইন থেকে আয় করার মন মানসিকতা রাখে


সিপিএ মার্কেটিং এর জন্য কি কি টুলস দরকারঃ

সাধারণত সিপিএ মার্কেটিং এর কথা যদি চিন্তা করেন সেক্ষেত্রে আপনার প্রথমেই একটি ওয়েবসাইট এর প্রয়োজন হবে, এটা শুনে ঘাবড়ে যাবার কিছু নয় কারণ আপনি সুধু মাত্র একটি ব্লগ সাইটের মাধ্যমে ও তা করতে পারেন, মুলত ওয়েবসাইটের কাজ হল আপনার যেই প্রডাক্ট বা লিংক সেটিকে ওয়েবসাইট এর মাধ্যমে ট্রাফিক আনা যার মাধ্যমেই আপনার এই মার্কেট প্লেসে ইনকাম শুরু হবে ।


সিপিএ মার্কেটিং করার জন্য বিভিন্ন নেটওয়ার্কঃ

যে সকল মার্কেট প্লেসে কাজ করলে সুবিধা হবে বা এসব সাইটে কাজ করার মাধ্যমে ভালো কাজ খুজে পেতে পারেন সে সকল সাইডের তালিকা নিচে দেওয়া হল-
1. CpaGrip
2. CPAlead
3. Adworkmedia
4. MaxBounty
5. Adscendmedia

মূলত আপনি যদি প্রফেশনাল ভাবে নিজের ক্যারিয়ার এর জন্য সিপিএ মার্কেটিং কে বেঁছে নেন তবে ভাল আইটি সেন্টার থেকে ২ থেকে ৩ মাস এর কোর্স এর মাধ্যমেও তা সম্পন্ন করতে পারেন।

আমাদের ইশিখন.কম দিচ্ছে প্রফেশনাল মানের সিপিএ মার্কেটিং কোর্স করার সুযোগ। কোর্স কারিকুলাম নিচে দেওয়া হলোঃ-


COURSE CURRICULUM:

Fundamental of Starting CPA Home Business

What is CPA
Top Essential Steps You need to follow in CPA Marketing
What is CPA offer and How We can Promote This
How To Find The Best CPA Networks In minute
The Best WordPress Themes For Your Business
The application Process-How To Get into Any CPA Network
Fundamental of starting your CPA Home Business

Marketplace Account Create

What is Marketplace
How Marketplace Work
How To Create account
How to get CPA offer

Find the Best CPA Offers,you can promote

What is Niche
How To choose NICHE
Best CPA offer you should promote
Some simple way identify your best offer
What is PPC,PPV,LP,Domain,Hosting,CPC,CPV in CPA Business

Domain Hosting And Landing Pages In CPA Marketing

What is Domain,Hosting and Landing Page
How Domain,Hosting & Landing Page work
How to purchase Domain Hosting

Marketing Method-1

Social Media Marketing
Video Marketing ByYoutube

Marketing Method-2

Mail Marketing
Forum Marketing

Marketing Method-3

Article Directories
Paid marketing
How to Get Dollar from CPA Offer:
Marketplace account balance check
Withdraw method
Payment Withdraw account open

Freelancing Class : UpWork

Introduction
Signing up
Account creation
Rules and regulation

Freelancing Class : Fiverr

Introduction with fiverr
Signing up
Profile Creation
Gig creation
Rules regulation
Buyer request
Order complete
File delivery system

Freelancing Class : Freelancer.com

Introduction with freelancer.com
Signing up
Profile Creation
Add portfolio
Verify account
Cover Letter
Participate Contest
Bid for project

Freelancing Class : Peopleperhour

Introduction
Signing up
Profile creation
Offer creation
Participation on contest
File delivery system

Freelancing Class : Themeforest

Introduction
Signing Up
Profile Creation
Submit A Theme On Themeforest
How To Increase Sales WordPress Theme On Themeforest
Introduction About Graphic River

Marketplace Payment Solutions Class : Payoneer

Signing up
Account creation
Add bank account
Transfer dollars

 

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline