
ঢাকার হাসপাতালগুলোর সকল তথ্যসেবা
ছোট, বড়, সরকারী, বেসরকারী মিলিয়ে ঢাকায় হাসপাতালের সংখ্যা অনেক। রাজধানী হওয়ার সুবাদে দেশের সেরা চিকিৎসা সেবাটা এখানেই পাওয়া যায়। কেবল ঢাকাবাসীরাই নন, প্রতিদিনই ঢাকার বাইরে থেকে বহু রোগী এখানে আসেন চিকিৎসার জন্য। সরকারি হাসপাতালগুলোয় বেড এবং কেবিনের সংকটের চিত্র চিরচেনা। তবে ঢাকার বাইরে থেকে আসা রোগীরা কেবিন এবং বেড পাওয়ার ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার পান। অন্যদিকে বেসরকারী হাসপাতালগুলোয় বেড এবং কেবিনের সংকট সাধারণত থাকে না। তবে খরচটা স্বাভাবিকভাবেই অনেক বেশি।
সাধারণভাবে যেকোন চিকিৎসার জন্য যাওয়া যেতে পারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল (সাবেক পিজি হাসপাতাল), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সোহরাওয়ার্দী হাসপাতাল, মিডফোর্ট হাসপাতালসহ বড় সরকারি হাসপাতালগুলোয়।
অবশ্য বিশেষায়িত সরকারি হাসপাতালও রয়েছে ঢাকায় এগুলোর মধ্যে শিশু হাসপাতাল, হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল, মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতাল, কিডনী এন্ড ইউরোলজি ইনস্টিটিউট হাসপাতাল, পঙ্গু হাসপাতাল, ইসলামিয়া চক্ষু হাসপাতাল, ডেন্টাল কলেজ হাসপাতাল ইত্যাদির নাম উল্লেখযোগ্য।
একটা সময় দেশে বেসরকারী খাতে হাসপাতাল বা ক্লিনিকের অনুমোদনই ছিল না। তবে এখন সে বিধিনিষেধ নেই। দেশি-বিদেশি বিনিয়োগে বড় বড় বেশ কয়েকটি হাসপাতাল হয়েছে দেশে। এসব হাসপাতালের মধ্যে এ্যাপোলো হাসপাতাল, স্কয়ার হাসপাতাল, ল্যাব এইড হাসপাতাল, পপুলার হাসপাতাল, ইবনে সিনা হাসপাতাল, মেডিনোভা হাসপাতাল, ইউনাইটেড হাসপাতাল, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল, বারডেম জেনারেল হাসপাতাল, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল ইত্যাদির নাম উল্লেখযোগ্য।
সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় বেশ কিছু কমিউনিটি ক্লিনিকও পরিচালিত হচ্ছে। এসব জায়গায় প্রধানত মা ও শিশুর প্রাথমিক স্বাস্থ্য সেবা দেয়া হয়।
সরকারি হাসপাতালগুলোয় সাধারণত শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চিকিৎসা সেবা দেয়া হয়। তবে প্রধানত দিনের প্রথমাংশে অর্থাৎ সকাল আটটা থেকে দুপুর পর্যন্ত এই কার্যক্রম চলে। এক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল।
এ হাসপাতালেও সকাল আটটা থেকে দুপুর পর্যন্ত নিয়মিত চিকিৎসা কার্যক্রম চলে। তবে সম্প্রতি বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের কনসাল্টেশন সেবা চালু করা হয়েছে। এজন্য ২০০ টাকা মূল্যের একটি টিকেট কাটতে হবে, এক টিকেটে সর্বোচ্চ দুইবার দেখানো যায় এবং টিকেটের মেয়াদ একমাস। আর এ হাসপাতালের রোগ নির্ণয় ব্যবস্থা বা ডায়াগনস্টিক সার্ভিস সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত চালু থাকে।
ঢাকার অন্যান্য সরকারি হাসপাতালগুলোর কার্যক্রমও সকাল আটটায় শুরু হয় এবং দুপুর পর্যন্ত চলে। দশ টাকা মূল্যের টিকেট কেটে বহির্বিভাগে চিকিৎসককে দেখাতে হয়। তিনি প্রয়োজনীয় পরীক্ষা করানো, ওষুধ কিংবা হাসপাতালে ভর্তিসহ প্রয়োজনীয় পরামর্শ দেন। সরকারি হাসপাতালগুলোতেই পরীক্ষার ব্যবস্থা থাকলেও অনেক সময় বিভিন্ন কারিগরি ত্রুটির কারণে বাইরে থেকে পরীক্ষা করাতে হয়।
বেসরকারি হাসপাতালগুলোর চিকিৎসা কার্যক্রম সকাল থেকেই শুরু হলেও অধিকাংশ বেসরকারী হাসপাতালের মূল কার্যক্রম শুরু হয় বিকালে। প্রধানত সরকারি হাসপাতালে কর্মরত বিশেষজ্ঞ ডাক্তারগণ এখানে রোগী দেখেন। অবশ্য এখন স্কয়ার, এ্যাপলো হাসপাতালের মত হাসপাতালগুলো কনসাল্টেশন সেবা নির্ভর নয়। হাসপাতালের মতই চিকিৎসা কার্যক্রম চলে এসব বড় হাসপাতালগুলোয়।
বেসরকারী হাসপাতালগুলোর আউটডোর টিকেটের মূল্যে বেশ ভিন্নতা পরিলক্ষিত হয়। এটি ৪০ টাকা থেকে ২০০ টাকা বা ৩০০ টাকা পর্যন্ত হতে পারে।
ঢাকার সরকারি হাসপাতালগুলো :: ঢাকার বেসরকারি হাসপাতালগুলো
স্কয়ার হাসপাতাল (চিকিৎসকের ফি ১০০০ টাকা, রোগী তার পছন্দমত চিকিৎসককে দেখাতে পারেন।) |
ঠিকানা: ১৮/এফ, পশ্চিম পান্থপথ, ঢাকা-১২০৫, বাংলাদেশ। টেলিফোন: +৮৮-০২-৮১২৯৩৩৪, ৮১৫৬৫২২, ৮১৫৭৮৫৩, ৮১৫৯৪৫৭-৬৪ ফ্যাক্স: +৮৮-০২-৯১১৮৯২১ ওয়েবসাইট: www.squarehospital.com |
এ্যাপোলো হাসপাতাল (এখানে চিকিৎসককে দেখাতে চাইলে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন ফি ৭৫০ টাকা। এরপর রোগী যে চিকিৎসককে দেখাতে চাইছেন তাঁর এপয়েন্টমেন্ট নিতে হবে। বিভিন্ন চিকিৎসকের ফি বিভিন্ন রকম এটা ১০০০ থেকে ১৩০০ টাকার মধ্যে।) |
ঠিকানা: প্লট ৮১, ব্লক ই, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা–১২১৯। পিএবিএক্স: ![]() ফ্যাক্স: ![]() ![]() ![]() ই-মেইল: [email protected] (সাধারণ তথ্যের জন্য) [email protected] (ফিডব্যাক) ওয়েবসাইট: www.apollodhaka.com www.facebook.com/apollodhaka www.twitter.com/apollodhaka www.youtube.com/apollodhaka www.apollodhaka.blogspot.com www.gplus.to/apollodhaka |
বারডেম জেনারেল হাসপাতাল এই হাসপাতালে আন্তঃ ও বহিঃ বিভাগীয় রোগীর চিকিৎসা ব্যবস্থা আছে। |
অবস্থান: শাহবাগ মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পূর্ব পাশে এর অবস্থান। ফোন: ৮৬১৬৬৪১ |
কিডনী ফাউন্ডেশন বাংলাদেশ কিডনী ফাউন্ডেশনের হাসপাতালের আউটডোর ইউনিট সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে। বিশেষভাবে কনসাল্টেশন সার্ভিসটি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এবং বিকাল ৫টা থেকে রাত ৮পর্যন্ত খোলা থাকে। ওপিডি বিভাগটি প্রতি শনিবার বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে। এই ইউনিটে কিডনী রোগ, ডায়েবেটিস, হাইপারটেনশন, ইউরোলজীক্যাল এবং স্টোন সমস্যা, ডায়ালাইসিস এবং কিডনী ট্রান্সপ্লান্টেশন সার্ভিস প্রদান করা হয়। তাছাড়া ডায়ালাইসিস এর রোগীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। |
ঠিকানাকিডনী ফাউন্ডেশন বাংলাদেশ |
ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ ইনষ্টিটিউট প্রধানত হৃদরোগীদের জন্য তৈরি এ হাসপাতালে আউটডোর বিভাগ ছাড়াও ২৪ ঘন্টার জরুরি বিভাগ এবং এম্বুলেন্স সার্ভিস রয়েছে। এখানে বহির্বিভাগে রোগী দেখাতে চাইলে সকালে এপয়েন্টমেন্ট নিতে হবে। চিকিৎসকের ফি ৭০০ টাকা, তবে প্রফেসর বা এরকম পার্যায়ের জ্যেষ্ঠ চিকিৎসকের ফি ৯০০ টাকা। রোগী চাইলে কোন নির্ধিষ্ট চিকিৎসককেও দেখাতে পারেন। সেক্ষেত্রে যে দিন দেখাতে চাইছেন তার আগের দিন সংশ্লিষ্ট চিকিৎসককে পরের দিন পাওয়া যাবে কিনা জেনে নিয়ে এপয়েন্টমেন্ট নিতে হবে। |
ঠিকানা ১২২, কাজী নজরুল ইসলাম এভিনিউ (৪র্থ ও ৫ম তলা), শাহবাগ, ঢাকা- ১০০০ ফোন- ৮৮-০২-৯৬৭১১৪১-৪৩, ৮৮-০২-৯৬৭১১৪৫-৪৭ এপয়েন্টমেন্ট- এক্সটেনশন ২০৬, মোবাইল-ফোন” target=”_blank”>মোবাইল ফোন: ০১৭১৪০০৬৭০৬ কার্ডিয়াক ইমার্জেন্সি: এক্সটেনশন ১১১, মোবাইল-ফোন” target=”_blank”>মোবাইল ফোন: ০১৭১৩০০৩০০৪ কার্ডিয়াক এ্যাম্বুলেন্স: এক্সটেনশন ২০৬, মোবাইল-ফোন” target=”_blank”>মোবাইল ফোন: ০১৭১৩০০৩০০৪ ডায়াগনস্টিক ল্যাবরেটরী: এক্সটেনশন ২১৫, ২১৬, ২১৭ ব্লাড ব্যাংক: এক্সটেনশন ২১৮ কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন: এক্সটেনশন ১৪০ ফ্যাক্স- ৮৮-০২-৯৬৭৪০৩০ ই-মেইল- [email protected] ওয়েব- www.ibrahimcardiac.org.bd |
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল এই হাসপাতালে বহি:বিভাগে বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করে থাকেন। প্রথমবার রোগীকে ডাক্তার দেখানোর জন্য ৩০০ টাকা মূল্যের একটি কার্ড সংগ্রহ করতে হয়। পরবর্তী ১ (এক) বছর এই কার্ড দেখিয়ে মাত্র ১০০ টাকা ভিজিট দিয়ে ডাক্তার দেখানো যায়। এখানে মেডিসিন, সার্জারী, গাইনী, অর্থোপেডিক, শিশু রোগ, চক্ষু, নাক–কান–গলা, কার্ডিওলজি, নিউরো সার্জারী, নিউরো মেডিসিন, কিডনি, মানসিক রোগ, ডায়বেটিস, চর্ম রোগ, ইউরোলজি সহ মোট ১৭টি বিভাগের অধীনে প্রতিদিন রোগীদের চিকিৎসা প্রদান করা হয়। |
অবস্থান: মগবাজার ওভারব্রীজ থেকে ১০০ গজ পশ্চিম দিকে ইস্কাটন গার্ডেন রোড-এ এটি অবস্থিত। যোগাযোগ: ৮৩১১৭২১-৫ এই হাসপাতালের নিজস্ব ৪টি অ্যাম্বুলেন্স রয়েছে। যোগাযোগ: ৮৩১১৭২১-৫। |
হারুন আই হসপিটাল এ হাসপাতালে আলাদা আউটডোর নেই। কেবল বিভিন্ন চক্ষু চিকিৎসকের কনসাল্টেশন সার্ভিস রয়েছে। বিভিন্ন চিকিৎসককে দেখানোর নিয়ম বিভিন্ন। কোন চিকিৎসককে দেখাতে চাইলে শুক্রবার সশরীরে গিয়ে সিরিয়াল নিতে হয় (কেবল শুক্রবারে পুরো সপ্তাহের সিরিয়াল দেয়া হয়)। আবার অনেক চিকিৎসককে দেখাতে চাইলে ফোনে সিরিয়াল দিলেই চলে। |
অবস্থান ধানমন্ডির মিরপুর রোডে অবস্থিত গণ স্বাস্থ্য হাসপাতাল থেকে ১০ গজ দক্ষিণে হারুন আই হসপিটাল অবস্থিত। ঠিকানা বাড়ি# ১২/এ, রোড# ৫, মিরপুর রোড ধানমন্ডি, ঢাকা- ১২০৫ মোবাইল নম্বর: ০১৫৫২-৩৯৭৫১৮, ০১৫৫২-৩৯৭৫১৭ অনুসন্ধান
|
শমরিতা হাসপাতাল রোগীর অবস্থা বুঝে কর্তব্যরত ডাক্তার রোগীকে হাসপাতালে ভর্তি পরামর্শ দেন। রোগী চাইলে খালি থাকা সাপেক্ষে তার পছন্দমতো কেবিন বা সিট ভাড়া নিতে পারেন। সবসময় সিট বা কেবিন পাওয়া যায়। ছুটির দিনসহ অন্যান্য বন্ধের দিনেও খোলা থাকে। |
ঠিকানা ও অবস্থানশমরিতা হসপিটাল লিমিটেড |
লায়ন্স চক্ষু হাসপাতাল বহি: হলে দেখাতে র্বিভাগে ডাক্তার রোগীকে টাকা ৩০ পরিশোধ করে রেজিষ্ট্রেশন ফর্ম সংগ্রহ করতে হয়। |
ছিকানা এবং অবস্থান বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন লায়ন্স ভবন, বেগম রোকেয়া সরণী আগারগাঁও, ঢাকা-১২০৭। ফোন: +৮৮-০২-৯১৩১৯৯০, ৮১১০৮৯৪, ৮১৫৭১৫২। ফ্যাক্স: +৮৮-০২-৮১৫৭১৫২। ইমেইল: [email protected] ওয়েব: www.blfbd.org আগারগাঁও আইডিবি ভবনের ১০০ গজ উত্তর পাশে এটি অবস্থিত। |
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ বহির্বিভাগ টিকেটের মূল্য ৫০ টাকা। প্রয়োজনে ডাক্তার ভর্তির পরামর্শ দেন। ভর্তি ফি ৪০০ টাকা। |
ঠিকানা ও ফোন প্লট নং ৭/২, সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬। ফোন – ৮০৬১৩১৪-৬, ৮০৫৩৯৩৫-৬। ফ্যাক্স -৮০২১৩৯৯ ই-মেইল- nhfadmin @ agni. com ওয়েবসাইট- www.nht.org.bd |
আয়শা মেমোরিয়াল হাসপাতাল এখানকার বর্হিবিভাগে মেডিসিন, হৃদরোগ, বক্ষব্যাধি, গাইনী, নিউরো মেডিসিন, লিভার, সার্জারী, জেনারেল এন্ড ল্যাপারোস্কোপিক সার্জারী, ইউরোলজী, মানসিক, অর্থোপেডিক, নাক–কান–গলা, চর্ম ইত্যাদি রোগের চিকিৎসা দেয়া হয়। |
অবস্থান ও ঠিকানা মহাখালী রেল ক্রসিং থেকে ৩০০ গজ পশ্চিম দিকে এগোলে হাতের বামে এটি পাওয়া যায়। (ইউরেকা সিএনজি স্টেশনের পাশের গলি, রাওয়া ক্লাবের বিপরীতে।) ঠিকানা- ৭৪/জি, পিকক স্কয়ার, মহাখালী, ঢাকা। ফোন: ৯১২২৬৮৯-৯০, ৮১৪২৩৭০-৭১ মোবাইল: ০১৯১৯-৩৭২৬৪৭, ০১৯১৫-৪৯০০০৬-৭ |
উত্তরা সেন্ট্রাল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার |
ঠিকানা বাড়ি# ১, রোড# ৭, সেক্টর# ১, উত্তরা, ঢাকা- ১২৩০। ল্যান ফোন: (০২) ৮৯১৮৭৭৮ মোবাইল ফোন- ০১৭১১১৮২৫২২ |
ম্যাক্স হেলথ কেয়ার শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি ছয় দিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অফিসটি খোলা থাকে। |
অবস্থান ও ঠিকানা গুলশান-১ চৌরাস্তার উত্তর পশ্চিম কোনায় অবস্থিত নাভানা টাওয়ারের ৮ তলায় ম্যাক্স হেলথ কেয়ার সেন্টার অবস্থিত। এটির ঠিকানা স্যুইট# বি, লেভেল# ৭ (৮ম তলা), নাভানা টাওয়ার, ৪৫ গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা। যোগাযোগের ফোন নম্বর- ০২-৮৮২১৬০৪, ০১৯২৯-০০০০০০, ই-মেইল- [email protected], ওয়েবসাইট- www.maxhealthcare.in |
ইউনাইটেড হাসপাতাল, গুলশান এই বিভাগে রোগী দেখাতে হলে প্রথমেই রেজিষ্ট্রেশন/নিবন্ধন করতে হবে। রেজিষ্ট্রেশন/নিবন্ধন ফি ৬০০ টাকা। হাসপাতালের ওযেবসাইটের মাধ্যমেও রেজিষ্ট্রেশন/নিবন্ধন করা যায়। এক্ষেত্রে হাসপাতালে এসে ফি পরিশোধ করতে হবে। |
ঠিকানা ও যোগাযোগ ও অবস্থান ইউনাইটেড হসপিটাল, প্লট – ১৫, সড়ক – ১৭, গুলশান, ঢাকা, বাংলাদেশ। ফোন:- ৮৮৩৬০০০, ৪৪৩৬৪৪৪, ০১৯১৪০০১৩১৩। ফ্যাক্স:- ৮৮-০২-৮৮৩৬৪৪৬ জরুরী:- ০১৯১৪-০০১২৩৪, ০১৯১৪-০০১২৩২। ওয়েব সাইট:- www.uhlbd.com |
ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল মাত্র ৫০ টাকা ফি দিয়ে সার্বক্ষণিক আউটডোর সার্ভিস, ১৫০ টাকা ফি দিয়ে আরপি ও আরএস এবং ২০০ টাকা ফি দিয়ে মেডিসিন, গাইনী, ইএনটি, শিশুরোগ, চর্ম ও যৌন রোগ, মনোরোগ, জেনারেল সার্জারী, নিউরো সার্জারীসহ সকল বিভাগের অধ্যাপক ও বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর সুযোগ প্রতিদিন সকাল ৮.০০ টা থেকে দুপুর ২.০০ টা পর্যন্ত। |
ঠিকানা ১/১/বি, কল্যাণপুর, ঢাকা-১২১৬। ফোন ৯০১০৩৯৬, ৯০০৫৫৯৫, ৯০০৫৬১৭। ফ্যাক্স ৮৮০-২-৯০০৫৫৯৫। ই-মেইল [email protected], ওয়েবসাইট www.ismc.ac.bd |
ইসলামিয়া চক্ষু হাসপাতাল কাউন্টার থেকে ২০ টাকা মূল্যের টিকেট কেটে বহির্বিভাগে ডাক্তার দেখানোর ব্যবস্থা রয়েছে।এখানে মোট ৭টি বিভাগ রয়েছে। এগুলো হলো – 1. General ophthalmic service, 2. Refractive error, 3. Amblyopia, 4. Squint, 5. Cataract, 6. Injury, 7. শিশু চক্ষু রোগ। |
অবস্থান ফার্মগেট, শেরে বাংলা নগর, ঢাকা – ১২১৫ – এ এই ঠিকানায় হাসপাতালের অবস্থান। ৩ (তিন) তলা বিশিষ্ট হাসপাতাল ভবনটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পশু সম্পদ অধিদপ্তরের বিপরীত দিকে অবস্থিত। ফোন: ৮১১২৮৫৬, ৯১১৯৩১৫; ই-মেইল: [email protected] |
উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল এখানে জরুরী বিভাগে রোগী দেখানোর জন্য ফি ১০০ টাকা। বহির্বিভাগে ডাক্তার কনসালটেশন ফি বিশেষজ্ঞ ভেদে ৩০০, ৪০০ ও ৫০০ টাকা ফি। রোগী ভর্তি করানোর জন্য রিসিপশনে ম্যানেজার, সিআরও এর কাছে ৫০০ টাকা ভর্তি ফি জমা দিয়ে ভর্তি সম্পন্ন করতে হয়। |
ঠিকানা বাড়ি# ২১, রোড# ১৫, সেক্টর# ৩, উত্তরা, ঢাকা- ১২৩০। লোকেশন আজমপুর বাস স্টপেজ থেকে ২০০ গজ পশ্চিমে রবীন্দ্র সরণী রোডে। |
উত্তরা মডার্ন হাসপাতাল বর্হি: বিভাগে শুধুমাত্র গাইনী ও শিশু রোগের চিকিৎসা প্রদান করা হয়। বর্হি: বিভাগ চিকিৎসা ফি ১০০ টাকা। সময়সূচী: শুক্রবার বাদে প্রতিদিন সকাল ৯.০০ টা থেকে দুপুর ২.০০ টা পর্যন্ত। |
ঠিকানা ও যোগাযোগ হাউজ # ২২, সেক্টর # ৭, রবীন্দ্র সরণী এভিনিউ, উত্তরা মডেল টাউন, উত্তরা, ঢাকা। ফোন: ৮৯১৪০১৭, ৮৯১৪৮০৭ মোবাইল: ০১১৯৬-১৫৫৬০০ ফ্যাক্স: ৮৮-০২-৯৫৬৩৩৯৯ |
এস পি হসপিটাল এন্ড আর্থাইটিস রিসার্স সেন্টার |
অবস্থান এটি শ্যামলী রিং রোডে অবস্থিত ডাচ্ বাংলা ব্যাংক হতে ৫০০ গজ পূর্ব দিকে প্রতিষ্ঠানটি অবস্থিত। ঠিকানা বাড়ী#৮, আদর্শ ছায়ানীড়, শ্যামলী রিং রোড, আদাবর, ঢাকা- ১২০ ফোন- ৮১৪২১৮৪, ৮১৪২১৮৩ মোবাইল- ০১৭১১-৬৮২৭৭১, ০১৭১২-২৮৩৪৮৪ |
কিউর মেডিকেল সেন্টার লিঃ |
অবস্থান: গুলশান ১ ডিসিসি পাকা মার্কেটের বিপরীতে কিউর মেডিকেল সেন্টার লিঃ এর অবস্থান। ঠিকানা: বাড়ি# ৫, সড়ক# ১৬, গুলশান ১, ঢাকা- ১২১২ ফোন- ৯৮৯৪৭৭৬, ৮৮৬০৮৫৪ মোবাইল- ০১৮১৯-২২১৯২৬ |
কেয়ার হাসপাতাল |
২/১ এ, ইকবাল রোড, মোহাম্মদপুর, ঢাকা। আসাদগেট বাসস্ট্যান্ড থেকে ৫০০ গজ উত্তর দিকে এই হাসপাতালটি অবস্থিত। ফোন: ৯১৩২৫৪৮, ০৯১৩৪৪০৭ মোবাইল: ০১৭৩৩৫৮৮৩৩৭ ফ্যাক্স: ০৮৮-০২-৮১১০৮৬৪ ই-মেইল: [email protected] ওয়েবসাইট: www.carehospitalbd.com |
ক্যান্সার হোম |
অবস্থান: মহাখালী ওয়ারলেসে অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে ৩০০ গজ পূর্বে পানির ট্যাংকির বিপরীতে এর অবস্থান। ঠিকানা: রাফা মেডিকেল সার্ভিসেস ৫৩, মহাখালী (নিচতলা) ফোন- ০২-৯৮৬১১১১ মোবাইল- ০১৭১৫-০৯০৮০৭, ০১৯৭৫-০৯০৮০৭ ই-মেইল- [email protected] ওয়েব- www.cancerhomebd.com |
গ্রীন লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতাল হাসপাতালের বর্হিবিভাগ শুক্রবার বাদে প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ১০০ টাকার বিনিময়ে ডাক্তার দেখানোর ব্যবস্থা রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকের কনসাল্টেশন সুবিধাও আছে। ডাক্তার ভেদে ফি ৪০০ থেকে ৭০০ টাকা। |
অবস্থান: ল্যাব এইড হাসপাতালের পূর্ব পাশ থেকে ১৫০ গজ উত্তরে রাস্তার পূর্বে গ্রীন লাইফ মেডিকেল কলেজের অবস্থান। ঠিকানা: ৩২, বীর উত্তম, কে.এম শফিউল্লাহ রোড, গ্রীন রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৫ ফোন- ০২- ৯৬১২৩৪৫ এক্স- ১৩২৬ ফ্যাক্স- ৮৮-০২- ৯৬৭১০৮০ মোবাইল- ০১৭১৬-৩২৯৯৬৪ ই-মেইল- [email protected] |
নিবেদিতা শিশু হাসপাতাল রোগী ভর্তি হতে হলে হাসপাতালে ঢুকে সামনের ১ নং কাউন্টারে যোগাযোগ করতে হবে। প্রথমে সিরিয়াল দিতে হবে তার জন্য ২০০ টাকা ভিজিট দিতে হবে। কেবল শিশুদের চিকিৎসা দেয়া হয়। |
অবস্থান: এটি জয়কালী মন্দির থেকে দক্ষিণ দিকে সিলভারডেল গার্লস স্কুলের উল্টো দিকে অবস্থিত। ঠিকানা: ১১/১ হেয়ার ষ্ট্রীট, ওয়ারী, ঢাকা। |
ন্যাশনাল আই হাসপাতাল ১ম শিফট সকাল ৮.৩০ টা থেকে ২.০০ টা পর্যন্ত এবং ২য় শিফট বিকাল ৫.০০ টা থেকে রাত ৯.০০ টা পর্যন্ত। |
অবস্থান: উত্তরা ৭ নম্বর সেক্টরের ২৭ নম্বর রোডে অবস্থিত ঢাকা উইমেন কলেজের পাশে এই হাসপাতালটি অবস্থিত। ঠিকানা: ন্যাশনাল আই হাসপাতাল উত্তরা ৭ নম্বর সেক্টর, বাড়ি নং-ক, রোড নং-২৭। ফোন: ৮৯৫৭২৪৭ মোবাইল: ০১৭৫২০৫৮১০৮ |
পেডিকেয়ার নবজাতক ও শিশু হাসপাতাল এই হাসপাতালে ডাক্তারগন সাধারনত ২টি শিফটে রোগী দেখে থাকেন। প্রথম শিফট সকাল ৮টা থেকে বেলা ২টা এবং দ্বিতীয় শিফট দুপুর ২টা থেকে রাত ৮টা। প্রতি শিফটে ৪ জন করে ডাক্তার বসেন। |
ঠিকানা এবং অবস্থানপেডিকেয়ার নবজাতক ও শিশু হাসপাতাল |
পেশেন্ট কেয়ার হাসপাতাল |
অবস্থান: উত্তরা সোনারগাঁ জনপথ রোডে অবস্থিত বাংলাদেশ মেডিকেল থেকে ২০০ গজ পূর্ব দিকে এই হাসপাতালটি অবস্থিত। ঠিকানা: পেশেন্ট কেয়ার হাসপাতাল হাউজ# ৯০, সেক্টর # ৯, সোনারগাঁ জনপথ রোড, উত্তরা, ঢাকা। ফোন: ৮৯২১২১ মোবাইল: ০১৯১৮-৭৪৯৪২০ |
মডিউল জেনারেল হাসপাতাল |
ঠিকানা এবং অবস্থান হাতিরপুল বাজার মোতালেব প্লাজা থেকে ২০০ গজ পূর্ব দিকে হাসপাতালটি অবস্থিত। মডিউল জেনারেল হাসপাতাল ১/জি/৩, পরীবাগ (মসজিদের পাশে হাতিরপুল বাজারের পূর্ব দিকে) ঢাকা ১০০০। ফোন: ৮৬১০৫১২, ৮৬১১৭১৮ মোবাইল: ০১৭১৩-৪৯২৭৭৩-৬ |
মনোয়ারা হাসপাতাল (রাঃ) লিমিটেড | ঠিকানা ও অবস্থান: ৫৪, সিদ্ধেশ্বরী রোড, ঢাকা ১২১৭। বেইলী রোড থেকে ভিকারুন্নেসা নূন স্কুলের পূর্ব পাশের সড়ক দিয়ে প্রবেশ করে ১০০ গজ সামনে হাতের ডানপাশে এই হাসপতালটি অবস্থিত। যোগাযোগ: ফোন- ৮৩১৮১৩৫, ৮৩১৯৮০২ ও ৮৩১৮৫২৯। মোবাইল- ০১৭১৫-৮৩৯৪০০। ই-মেইল- [email protected] |
মা ও শিশু স্বাস্থ্য ইনষ্টিটিউট বহি:বিভাগে ১৫ টাকা টিকেট কেটে ডাক্তার দেখাতে হয়। শুক্রবার ও অন্যান্য সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৯.০০ টা থেকে দুপুর ২.০০ টা পর্যন্ত বহি:বিভাগে ডাক্তার দেখানো যায়। |
যাত্রাবাড়ি থানার অন্তর্গত মাতুয়াইল এলাকা মোড় থেকে দক্ষিণ দিকে ২০০ গজ সামনে শিশু-মাতৃস্বাস্থ্য ইনষ্টিটিউট অবস্থিত। ঠিকানা: কদমতলী (শ্যামপুর), মাতুয়াইল, ঢাকা। যোগাযোগের ফোন নম্বর ৭৫৪২৮২০-২৮। অনুসন্ধান ডেস্কের নম্বর ৭৫৪২৮২০-২৮ |
লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ ১ টি শিফটে বিকাল ৪ টা থেকে রাত ৯ টা পর্যন্ত রোগী দেখেন চিকিৎসকগণ। |
অবস্থান: পান্থপথ সিগনালের ৫০ গজ উত্তর দিকে লিভার ফাউন্ডেশন হাসপাতাল ভবনের ৩য় তলায় অবস্থিত লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ অবস্থিত। ঠিকানা: লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ ১৫০, গ্রীনরোড, পান্থপথ, (৩য় তলা), ঢাকা-১২১৫, বাংলাদেশ। ফোন নম্বর: ৯১৪৬৫৩৭, ০১৭৩২৯৯৯৯২২ |
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল সকাল আটটা থেকে বহির্বিভাগ কার্যক্রম শুরু হয়। সবগুলো বিভাগেরই আলাদা আলাদা বহির্বিভাগ আছে। রোগের ধরন বুঝে নির্দিষ্ট বিভাগের টিকেট কেটে সংশ্লিষ্ট চিকিৎসককে দেখাতে হয়। যেমন কারো মানসিক কোন সমস্যা আছে মনে হলে তিনি মানসিক রোগ বিভাগের টিকেট কাটতে পারেন। অবশ্য তিনি মেডিসিন বিভাগের টিকেটও কাটতে পারেন। সেক্ষেত্রে প্রয়োজন মনে করলে সংশ্লিষ্ট চিকিৎসকই প্রয়োজনীয় বিভাগে রেফার করেন। সম্প্রতি বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের কনসাল্টেশন সেবা চালু করা হয়েছে। এজন্য ২০০ টাকা মূল্যের একটি টিকেট কাটতে হবে, এক টিকেটে সর্বোচ্চ দুইবার দেখানো যায় এবং টিকেটের মেয়াদ একমাস। আর এ হাসপাতালের রোগ নির্ণয় ব্যবস্থা বা ডাগনস্টিক সার্ভিস সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত চালু থাকে। |
ঠিকানা: শাহবাগ মোড, ঢাকা–১০০০ অবস্থান: শাহবাগমোড়ে জাতীয় জাদুঘরের উত্তরে এর অবস্থান। ফোন: +88 02 9661051-56, +88 02 9661058-60 +88 02 8614545-49, +88 02 8612550-54 +88 02 8618652-56, +88 02 8614001-05 +88 02 8611737-41 ই-মেইল: [email protected] ওয়েবসাইট: www.bsmmu.org |
শহীদ সোহরাওয়াদী মেডিকেল কলেজ হাসপাতাল (রোগী দেখাতে হলে ১০ টাকা মূল্যের টিকেট কাটতে হবে। এখানে মেডিসিন, ডেন্টাল, শিশু বিকাশ কেন্দ্র, অর্থোপেডিক ও ট্রমা সার্জন, চর্ম ও যৌন রোগ, শিশু, গাইনী, শিশু সার্জারী, এ্যাজমা সেন্টার, নিউরোলজি ও কার্ডিওলজি বিভাগসহ মোট ১১ টি বিভাগ রয়েছে । বহি: বিভাগ প্রতিদিন সকাল ০৮.০০ ঘটিকা হইতে দুপুর ০২.০০ ঘটিকা পর্যন্ত খোলা থাকে ।) |
লোকেশন: শহীদ সোহরাওয়াদী হাসপাতাল ঢাকার শেরে–ই–বাংলা নগরে জাতীয় হৃদরোগ ইনষ্টিটিউট এর পাশে অবস্থিত । ফোন: ৯১৩০৮০০–১৯ |
ঢাকা শিশু হাসপাতাল বহি:বিভাগে ডাক্তার দেখাতে হলে প্রথমে কাউন্টার থেকে ২০ টাকা মূল্যের টিকেট কাটতে হয় এবং জরুরী বিভাগে রোগী দেখাতে হলে ৫০ টাকা মূল্যের টিকেট কাটতে হবে। |
অবস্থান: ঢাকা শেরে বাংলা নগরে শ্যামলী বাস স্ট্যান্ডের ২০ – ৩০ গজ পূর্ব দিকে শিশুমেলার পূর্বে এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূনর্বাসন কেন্দ্রের পশ্চিম পাশে এটি অবস্থিত। ফোন: ৮১১৬০৬১–৬২, ৮১১৪৫৭১–৭২ |
ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল ঢাকা মহানগর জেনারেল হাসপাতালের বহি:বিভাগে ৫ টাকার টিকেট কেটে ডাক্তার দেখানোর ব্যবস্থা রয়ছে। তাছাড়া বিশেষজ্ঞ ডাক্তারের নিকট দেখাতে ৩০ টাকার টিকেট কাটতে হয়। বহিঃ বিভাগে মেডিসিন, নাক কান গলা, গাইনী, চর্ম এবং শিশু রোগের চিকিৎসা করার ব্যবস্থা রয়েছে। |
ঠিকানা– নওয়াব ইউসুফ রোড, নয়াবাজার, ঢাকা–১১০০ অবস্থান: ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল নয়াবাজার ব্রীজ সংলগ্ন স্থানে। ফোন নম্বর– ৭৩৯০৮৬০। |
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল এখানে সকাল ৮.৩০ মিনিট থেকে দুপুর ২.৩০ মিনিট পর্যন্ত বহির্বিভাগে রোগী দেখা হয়। বহির্বিভাগ টিকেটের মূল্য ১০ টাকা। |
ঠিকানা: শেরেবাংলা নগর, ঢাকা- ১২০৭ অবস্থান: সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ৫০ গজ উত্তর দিকে মিরপুর রোডের পূর্ব পাশে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের অবস্থান। ফোন- ০২- ৯১২২৫৬০ ফ্যাক্স- ৮৮-০২- ৮১৪২৯৮৬ |
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনষ্টিটিউট ও হাসপাতাল প্রধানত মানসিক সমস্যাগ্রস্ত রোগীদের চিকিত্সা সেবা প্রদান করা হয়। বহি:র্বিভাগে ডাক্তার দেখানোর জন্য ১০ টাকা মূল্যের টিকিট ক্রয় করতে হয়। |
ঠিকানা: জাতীয় মানসিক স্বাস্থ্য ইনষ্টিটিউট ও হাসপাতাল, শেরে বাংলা নগর, ঢাকা। |
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এই হাসপাতালের বহির্বিভাগে সাধারণত চোখের যাবতীয় সমস্যার চিকিৎসা দেয়া হয়। বহির্বিভাগের ডাক্তার দেখানোর জন্য ১০ টাকা দিয়ে টিকেট সংগ্রহ করতে হয়। |
ঠিকানা: শেরেবাংলা নগর, ঢাকা- ১২১৭ ফোন- ০২- ৯১১৮৩৩৬, ৮১১৪৮০৭ ফ্যাক্স- ৮৮-০২- ৮১১৭২০২ |
জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল এখানে সকাল ৮.৩০ মিনিট থেকে দুপুর ২.৩০ মিনিট পর্যন্ত বহির্বিভাগে রোগী দেখা হয়।হাসপাতালটি বহির্বিভাগের ডাক্তার দেখানোর জন্য ১০ টাকা দিয়ে একটি টিকেট সংগ্রহ করতে হয়। |
ঠিকানা: মহাখালী, ঢাকা- ১২১২ অবস্থান: মহাখালীতে অবস্থিত জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের ৫০ গজ উত্তরে জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ও গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের অবস্থান। ফোন- ০২- ৯৮৮০০৭৮ |
জাতীয় কিডনী ইনষ্টিটিউট এবং হাসপাতাল বহি:র্বিভাগে রোগী দেখানোর জন্য ১০ টাকা মূল্যের টিকিট ক্রয় করতে হয়। |
ঠিকানা এবং অবস্থান হাসপাতালটি জাতীয় হৃদরোগ ইনষ্টিটিউট ও হাসপাতালের ১০০ গজ উত্তরে হাতের ডান পাশে এবং জাতীয় মানসিক ইনষ্টিটিউট হাসপাতালের দক্ষিণ পাশে। জাতীয় কিডনী ইনষ্টিটিউট এবং হাসপাতাল শেরে বাংলা নগর, ঢাকা। ফোন: ৯১৩৬৫৫৬০-৩ |
জাতীয় অর্থোপেডিক ইনস্টিটিউট ও হাসপাতাল বর্হি বিভাগ প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ২.৩০ মিনিট পর্যন্ত খোলা থাকে। সরকারি ছুটির দিন ব্যতীত। বর্হিবিভাগে সাধারণত হাড়ভাঙ্গা, হাড়জোড়া, হাতে টিউমার, দূর্ঘটনায় আঘাতপ্রাপ্ত, পঙ্গু, বিকলঙ্গ ইত্যাদি রোগীদের চিকিৎসা সেবা দেয়া হয়। বর্হিবিভাগের টিকেটের মূল্য ১০ টাকা। এই টিকেট নিয়ে ডাক্তারের কাছে যেতে হয়। |
শ্যামলীতে অবস্থিত শিশু মেলার পূর্বে জাতীয় শিশু হাসপাতালের সাথেই (পূর্ব) জাতীয় অর্থোপেডিক ইনস্টিটিউট ও হাসপাতালের অবস্থান। ঠিকানা শেরে বাংলানগর, ঢাকা- ১২০৭ ফোন- ৯১৪৪১৯০-৪, ৯১১২১৫০ মোবাইল- ০১৮৪১-২২২২২৪ ই-মেইল- [email protected] |
আইসিডিডিআরবি |
ঠিকানা মহাখালি কাঁচাবাজার থেকে মহাখালি আন্ত:জেলা বাস টার্মিনালের দিকে ২০০ গজ সামনে হাতের বাম দিকে আইসিডিআরবি অবস্থিত। ফোন নং – ৮৮০৬৫২৩-৩২, ফ্যাক্স – ৮৮-০২-৮৮১৯১৩৩, ৮৮২৩১১৬ জরুরী বিভাগের নম্বর – ৯৮৯৯০৬৭ ওয়েবসাইট – www.icddrb.org |