ইদুরের যন্ত্রনা ভোগ করে নাই এমন লোক খুব কমই আছে । ইদুর কি না কাটে বই-পত্র, খাতা-বালিস, আসবাবপত্র, ফসলের মাঠ, ক্ষেতের আইল, দানা জাতীয় ফসল, শাকসবজি-ফলমুল, ইলেকট্রনিক্স যন্ত্রপাতি, পানির পাইপ, পানির ট্যাংক, কার্পেট, মাদুর, গোলার ধান, ধাতব যন্ত্রপাতি, প্লাস্টিক সামগ্রি প্রভৃতি । বৈদ্যুতিক তার কেটে সর্ট সার্কিটের সৃস্টি করে, বাধ কেটে বন্যার সৃষ্টি করে । জানা গেছে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্দীর ছেলে সঞ্জয় গান্দী প্লেন দুর্ঘটনায় মারা যায় এই দুর্ঘটনাটাও ইদুরের কাটাকাটির ফলেই ঘটেছিল ।
কেন কাটাকাটি করে ?
এরা জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্য়ন্ত কাটাকাটি করে থাকে,যা খায় তার ১০ গুন কেটেকুটে নস্ট করে । মানুষের যেমন দুধ দাত পরে যায় , ইদুরের সেটা হয় না । তাদের দাত একবারই উঠে এবং সেটা বড় হতে থাকে সারা জীবন । এই দাতকে সাইজ মত রাখতে বা বৃদ্বি রোধ করতে এদেরকে দাত দিয়ে কাটাকাটি করে যেতে হয় । আর কাটা কাটি না করলে সামনের দাত অতিরিক্ত লম্বা হয়ে মুখমন্ডল ভেদ করে বাহিরে বের হয়ে এসে ইদুরের মৃত্যু পযন্ত ঘটতে পারে । আর এ কারনেই ইদুর সামনে যেটি পায় কাটতে থাকে ।