Cisco Certified Network Associate | CCNA | CCNA Online Course In Bangladesh
CCNA কি?
Cisco Certified Network Associate যাকে সংক্ষেপে বলা হয় CCNA। এটি একটি বিশেষ ধরনের নেটওয়াকিং কোর্স। চাকরির প্রমোশনে ও জব এনরিচমেন্টে আইটি সার্টিফিকেশনের বিকল্প নেই। যারা নেটওয়াকিং সম্পর্কে জানতে আগ্রহী বা নেটওয়ার্কিং কে পেশা হিসেবে নিতে চান তাদের জন্য নেটওয়াকিং শিক্ষার শুরু হতে পারে CCNA কোর্সটি দিয়ে। নেটওয়াকিং বিষয়ক যতধরনের কোর্স বর্তমানে প্রচলিত রয়েছে তার মধ্যে Cisco Certified Networking কোর্সগুলো হচ্ছে পূর্বের সকলের চেয়ে ভাল। এর কোর্স কারিকুলাম অত্যন্ত আধুনিক ও সময়োপযোগী। সিসিএনএ টেকনো বিশেষজ্ঞদের নেটওয়ার্ক স্কিল উন্নয়নে সর্বাধিক সহায়তা সহ সর্বশেষ প্রযুক্তির নেটওয়ার্ক জ্ঞান প্রদান করবে। Cisco Career Certifications এর আওতায় নেটওয়ার্ক সংক্রান্ত কোর্সগুলোর মধ্যে এন্ট্রি লেভেলের কোর্স CCENT (Cisco Certified Entry Networking Technician) তারপরই CCNA। CCNA করার জন্য CCENT করতেই হবে এমন কোন বাধ্যবাধকতা নেই, তবে CCNP (Cisco Certified Network Professional) এবং CCIE করতে গেলে আপনাকে অবশ্যই CCNA কমপ্লিট থাকতে হবে। এই কোর্সের টাইটেল স্পন্সর হচ্ছে আমেরিকার Cisco Systems, Inc. এটি বিখ্যাত নেটওয়াকিং ডিভাইস প্রস্তুতকারী প্রতিষ্ঠান। Cisco এই কোর্স চালু করেছে তাদের প্রোডাক্টের পাবলিসিটি এবং দেশের দক্ষ জনবল তৈরী করার জন্য।
CCNA এর দুটি কোর্স। দুটি কোর্সের ভিউ দুই ধরনের। সেগুলো হচ্ছে :
i. CCNA Discovery
ii. CCNA Exploration
CCNA Discovery :
Discovery মূলত তাদের জন্য যাদের কম্পিউটার সম্পর্কে প্রাথমিক জ্ঞান আছে কিন্তু নেটওয়াকিং সম্পর্কে বিশেষ কিছু জানা নেই। এটি Exploration এর চাইতে সহজ এবং খুব বেশী গভীরে না গিয়েও বেসিক নেটওয়াকিং সম্পর্কে পরিস্কার ধারনা দিতে পারে। Beginner দের জন্য এটি সবচাইতে ভাল নেটওয়ার্কিং কোর্স। CCNA Discovery এর এক বছর মেয়াদী মোট ৪টি সেমিস্টার রয়েছে। এগুলো হচ্ছে –
১। Networking for Home and Small Businesses v4.0
২। Working at a Small-to-Medium Business or ISP v4.1
৩। Introducing Routing and Switching in the Enterprise v4.0
৪। Designing and Supporting Computer Networks v4.0
CCNA Exploration :
CCNA Exploration একটু এ্যাডভান্স ইউজারদের জন্য। এই কোর্সে ভাল করার জন্য আপনাকে কম্পিউটার এবং নেটওয়াকিং সম্পর্কে বেশ ভাল জ্ঞান থাকতে হবে।সর্ব্বোচ্চ ১০০ নেড বিশিষ্ট নেটওয়ার্কের জন্য LAN ,WAN ও Dialup Access সার্ভিসের ব্যবহারিক দক্ষতা যাচাই করা হয় সিসিএনএ পরীক্ষায়। তবে বিভিন্ন প্রোটোকলসহ নেটওয়ার্কিংকের সজ্ঞে সম্পৃক্ত আনুষঙ্গিক অনেক ব্যপারেই ধারনা থাকতে হয় এই প্রশিক্ষনে অংশগ্রহন করার জন্য। সাধারনত কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার বিষয়ক অন্য কোন গ্রাজুয়েশন ডিগ্রীধারীরা এই কোর্স নিয়ে থাকে। তবে অন্যান্যদের হতাশ হবার কিছু নেই, চেষ্টা থাকলে অন্যদের পক্ষেও ভাল করা সম্ভব। CCNA Exploration এরও এক বছর মেয়াদী মোট ৪টি সেমিস্টার। এগুলো হচ্ছে –
১। Network Fundamental
২। Routing Protocol and Concept
৩। LAN Switching and Wireless
৪। Accessing the WLAN
CCNA কেন পড়ব?
এরকম প্রশ্ন মনে আশা স্বাভাবিক। এক্ষেত্রে উত্তরটাও মন থেকেই বের করতে হবে। ভাবতে হবে আপনার চাহিদাটা কি। আপনি কি আপনার ভবিষ্যৎ ক্যারিয়ার নেটওয়ার্কিং নিয়ে সাজাতে চান? আপনার জব অপরচুনিটি বাড়ানোর জন্য কি নেটওয়াকিং জানা প্রয়োজন? আপনার কি আগ্রহ আছে নেটওয়াকিং এর প্রতি? তবে মনে রাখতে হবে যে CCNA কোন গ্রাজুয়েশন লেভেলের কোর্স বা তার সমপর্যায়ের নয়। তবে CCNA Certified দের চাকুরী বাজার আছে।
ক্যারিয়ার ক্ষেত্র
কম্পিউটার নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করার সুযোগ রয়েছে আইএসপি অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কোম্পানিগুলোতে। এছাড়া মোবাইল কোম্পানি, ব্যাংক, এয়ারলাইন, ট্রাভেল এজেন্সি, শেয়ার মার্কেট, মাল্টিন্যাশনাল ও ন্যাশনাল কোম্পানি, বায়িং হাউজে অর্থাৎ যেখানে কম্পিউটার নেটওয়ার্ক আর ইন্টারনেট ব্যবহার করা হয় সেখানেই রয়েছে চাকরির সুযোগ। দিনে দিনে এই চাকরির বাজারটি আরো বড় হচ্ছে।
কোর্স করতে কি কি লাগবেঃ
? ইন্টারনেট কানেকশনসহ একটি কম্পিউটার
? কম্পিউটার ও ইন্টারনেট এর প্রাথমিক ধারণা
কোর্স শেষে আয়ের ক্ষেত্রসমুহ:
✅বিভিন্ন টেলিকম কোম্পানি, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার কোম্পানি, সফটওয়্যার কোম্পানিতে নেটওয়ার্ক এডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করতে পারবেন।
ইশিখনে কোর্স করার বিশেষ সুবিধা সমুহঃ
✅ লাইভ ক্লাস মিস করলে পরের দিন কোর্সের ভেতর উক্ত ক্লাসের ভিডিও রেকর্ডিং ও আলোচিত ফাইল সমুহ পাবেন।
✅ লাইভ ক্লাসের সম্পূর্ণ ফ্রি ভিডিও কোর্স,
✅ প্রতিটি ক্লাস শেষে এসাইনমেন্ট জমা দেওয়া।
✅ প্রতিটি ক্লাসের লাইভ ক্লাসের পাশাপাশি প্রাকটিজ ফাইল পাবেন এবং কনটেন্ট পাবেন।
কারা শিখতে পারবে?
✍যারা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে ক্যারিয়ার গড়তে চান।
✍আইটি সিকিউরিটিতে দক্ষ হতে চান।
✍আন্তর্জাতিকভাবে স্বীকৃত সার্টিফিকেট পেতে চান।
✍যারা নিরাপত্তামূলক পেশা বেছে নিতে চান।?? দেশের যেকোন প্রান্ত থেকে অনলাইনে ঘরে বসে ইশিখন ওয়েবসাইটের মাধ্যমে লাইভে ক্লাস করার সুযোগ পাচ্ছেন।
যাদের ইন্টারনেট বা কম্পিউটার নেই, তারা আপনার নিকটস্থ ইশিখন এজেন্ট সেন্টারে গিয়ে কোর্সগুলো লাইভে করার সুযোগ পাবেন। কিংবা আমাদের লাইভ ক্লাসের ডিভিডি সংগ্রহ করেও শিখতে পারবেন।
কারা ক্লাস নিচ্ছেন?
—
ইশিখনে ক্লাস নিচ্ছেন দেশের শীর্ষ সব ফ্রিল্যান্সার, প্রশিক্ষক এবং আইটি উদ্যোক্তাগণ। আমাদের প্রোঅফার পেইজে প্রতিটি শিক্ষকের পরিচিতি ও ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে।? আরো বিস্তারিত: https://eshikhon.com/pro-offer
✍ ভর্তির নিয়ম: https://youtu.be/B7HhVYga7nk
আমাদের পরবর্তী (আপকামিং) ব্যাচসমূহ: https://eshikhon.com/batch
?হেড অফিস: 23/3, Behind Sonali Bank, Zigatola, Dhanmondi, Dhaka-1209
সারাদেশে সেন্টারসমূহ ( ৮০+ টি এজেন্ট): https://eshikhon.com/agents/
☎হেল্পলাইন: 09639 399399, 01948858258, 01842858258, 01705776939
আরো পড়ুন:
-
Web Development | ওয়েব ডেভেলপমেন্ট
-
Android App Development | অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট
-
Web Design | ওয়েব ডিজাইন
-
Graphic Design | গ্রাফিক ডিজাইন
-
SEO Search Engine Opt.| এসইও সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন
-
Affiliate Marketing | অ্যাফিলিয়েট মার্কেটিং
-
CPA Marketing | সিপিএ মার্কেটিং
-
YouTube Marketing | ইউটিউব মার্কেটিং
-
WPT Theme Development | ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট
-
AutoCad 2D and 3D | অটোক্যাড 2D এবং 3D
-
Spoken English | স্পোকেন ইংলিশ
-
3D Studio Max and VFX | 3D স্টুডিও ম্যাক্স এবং ভিএফএক্স
-
Android Game Development | অ্যান্ড্রয়েড গেম ডেভলপমেন্ট
-
Excel Advance | এক্সেল এডভান্সড
-
Complete Java | কমপ্লিট জাভা
-
Complete Python Programming | পাইথন প্রোগ্রামিং
-
Professional Ecommerce Website | প্রফেশনাল ইকমার্স ওয়েবসাইট
-
Complete Digital Marketing | ডিজিটাল মার্কেটিং
-
Laravel | লারাভেল
-
Ethical Hacking Certification Training | ইথিক্যাল হ্যাকিং
-
Video Editing | ভিডিও এডিটিং
-
IELTS | আইইএলটিএস
-
CCNA | সিসিএনএ
-
IT Specialist and Basic Computing | কম্পিউটার অপারেটর + আইটি বিশেষজ্ঞ
0 responses on "Cisco Certified Network Associate | CCNA | CCNA Online Course In Bangladesh"