IELTS আইইএলটিএস কি, কেন করবেন এবং কোথায় করবেন?

আইইএলটিএস

আইইএলটিএস । একবার মনে করে দেখুন তো, আমরা আমাদের স্কুল লাইফে ইংরেজি কিভাবে শিখতাম । আমার মনে আছে ৪র্থ এবং ৫ম শ্রেণীতে থাকা কালে ইংরেজি গ্রামার নিয়ে কত বিরক্তি কাজ করত। তখন তো ইংরেজি এর মত কঠিন কোন পড়ার বিষয় হতেই পারে না । কিন্তু আজ বুঝি, সেইসময়ের এমন চিন্তা ভাবনার মূলে ছিলো আমাদের শিক্ষা ব্যবস্থা এবং মুখস্থ করে পরীক্ষা দেয়ার প্রবণতা । আজও ৮ম, ৯ম শ্রেণীর ছাত্রছাত্রীরা ইংরেজিতে নিজের ভাষায় কিছু লিখতে দিলে হিমশিম খায় । এই অবস্থার পিছনে কি কারণ বলতে পারেন??

স্কুলের বেশিরভাগ ইংরেজি শিক্ষকেরা শুধু নির্দিষ্ট সিলেবাসের উপর জোর দেয় । কিন্তু সত্যি বলতে, শুধু একটি টপিক এর উপর একেক সময়ে পড়ে ইংরেজির উপর সঠিক আগ্রহ টা জন্মায় না । আর সেই জন্যই, আমরা স্কুল কলেজ শেষ করে আসলেও ইংরেজিতে অনেক দুর্বলতা থাকে । এই দুর্বলতা কাটিয়ে ইংরেজিতে পারদর্শী হয়ে ওঠার অন্যতম শ্রেষ্ঠ এবং মোক্ষম মাধ্যম হতে পারে IELTS ।

 

IELTS বা আইইএলটিএস কী?

 

IELTS এর পূর্ণ মানে হলো International English Language Testing System, অর্থাৎ IELTS একটি আন্তর্জাতিক মানে সার্টিফিকেট কোর্স যেখানে আপনার ইংরেজি ভাষার উপর দক্ষতা পরিমাপ করা হয় । আমাদের অনেকের ই মনের মধ্যে ইংরেজি নিয়ে একটু সন্দেহ বা আত্নবিশ্বাসের অভাব থাকে । কিন্তু IELTS পরীক্ষার মাধ্যমে আপনি ইংরেজি নিয়ে আপনার মনের সব ভয়, অনীহা এবং দুর্বলতা সহজেই কাঁটিয়ে উঠতে পারেন । IELTS এ পরীক্ষার মাধ্যমে ৪টি বিষয়ের উপর নজর দেয়া হয়, Reading, Writing, Listening এবং Speaking । প্রতিটি বিভাগের উপর আলাদা আলাদা পরীক্ষা নেয়া হয় এবং স্কোর দেয়া হয় । সবশেষে ৪টি স্কোর এর গড় করে IELTS এর ফাইনাল স্কোর দেয়া হয় । আপনি যদি ইংরেজি ভাষায় দুর্বল হয়ে থাকেন, তাহলে চাইলে IELTS পরীক্ষার জন্য কোচিংও করতে পারেন।

 

 

কেন করবেন IELTS আইইএলটিএস?

 

এটা হয়তোবা আমার সবচেয়ে বেশিবার শোনা প্রশ্নের মধ্যে অন্যতম । ইংরেজি ভাষাভাষী দেশ যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডায় যেতে চাইলে আপনি যেখানে গিয়ে ঠিকমত ইংরেজি ভাষায় সকল কাজ করতে পারবেন কিনা তা IELTS এর মাধ্যমে পরীক্ষা করে দেখা হয় । কিন্তু আপনি যদি দেশের বাহিরে যেতে নাও চান, তবু আমি মনে করি IELTS করা উচিৎ । কেননা একটি IELTS এর স্কোর ইংরেজি ভাষার উপর আপনার পারদর্শিতার মাপকাঠি স্বরূপ।

 

 


? কোথায় করবেন IELTS
আইইএলটিএস ?

 

 

আমাদের দেশে আইইএলটিএস করার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীদের বিভাগীয় শহরে কিংবা ঢাকায় পাড়ি জমাতে হয়। এতে থাকা খাওয়াসহ ৩০ থেকে ৪০ হাজার টাকা গুনতে হয়। আবার অনেক বিভাগীয় পর্যায়ে ভাল মানের শিক্ষক না থাকায় অনেক ক্ষেত্রেই শিক্ষার্থীরা সফল হন না। কিন্তু দিন যত যায় ততই প্রযুক্তির মাধ্যমে আমরা সবকিছু সহজ করে তুলছি। তারই ধারাবাহিকতায় ইশিখন আপনাদের জন্য অনলাইনে IELTS কোর্সটি সম্পন্ন করার সুযোগ করে দিচ্ছে যার মাধ্যমে আমাদের ইশিখন ওয়েবসাইটের ফিচার ব্যবহার করে আপনি বিভিন্ন এনালগ প্রতিষ্ঠান থেকেও অনেক দ্রুত ও সহজেই শিখতে পারবেন। এছাড়াও আপনার কাঙ্খিত ঢাকার স্বনামধন্য শিক্ষকের মাধ্যমেই ক্লাস করার সুযোগ পাচ্ছেন। আর ৭৯৯০ টাকা মূল্যের এই আইইএলটিএসটি কোর্সটি ইশিখন আপনাদের জন্য মাত্র ২৯৯০ টাকায় দেশব্যাপী অংশগ্রহণের সুযোগ করে দিচ্ছে।


কারা ক্লাস নিচ্ছেন?

আমাদের ইউনিক এন্ড এক্সক্লুসিভ এই পুরো কোর্সটির নেতৃত্ব আছেন The Big-name খ্যাত IELTS Master trainer নির্ঝর স্যার ও উনার টিমের স্বনামধন্য সব ব্যক্তি। এই দেশে যার হাত ধরে তৈরী হয়েছে অগণিত ইংলিশ ট্রেইনার। যার ক্লাস করার জন্য সারাদেশের স্টুডেন্টরা মরিয়া, সেই নির্ঝর স্যার নিজেই কন্ডাক্ট করবেন এই লাইভ ক্লাসগুলো ! তো আর দেরি না করে, এখনই করে ফেলুন রেজিস্ট্রেশন।

? আরো বিস্তারিত: https://eshikhon.com/pro-offer

✍ ভর্তির নিয়ম: https://www.youtube.com/watch?v=B7HhVYga7nk

?হেড অফিস: 23/3, Behind Sonali Bank, Zigatola, Dhanmondi, Dhaka-1209

সারাদেশে সেন্টারসমূহ (৮০+ টি): https://eshikhon.com/agents/

☎হেল্পলাইন: 09639 399399, 01948858258, 01842858258, 01705776939

 

আরো পড়ুন:

  1. Web Development | ওয়েব ডেভেলপমেন্ট

  2. Android App Development | অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট

  3. Web Design | ওয়েব ডিজাইন

  4. Graphic Design | গ্রাফিক ডিজাইন

  5. SEO Search Engine Opt.| এসইও সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন

  6. Affiliate Marketing | অ্যাফিলিয়েট মার্কেটিং

  7. CPA Marketing | সিপিএ মার্কেটিং

  8. YouTube Marketing | ইউটিউব মার্কেটিং

  9. WPT Theme Development | ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট

  10. AutoCad 2D and 3D | অটোক্যাড 2D এবং 3D

  11. Spoken English | স্পোকেন ইংলিশ

  12. 3D Studio Max and VFX | 3D স্টুডিও ম্যাক্স এবং ভিএফএক্স

  13. Android Game Development | অ্যান্ড্রয়েড গেম ডেভলপমেন্ট

  14. Excel Advance | এক্সেল এডভান্সড

  15. Complete Java | কমপ্লিট জাভা

  16. Complete Python Programming | পাইথন প্রোগ্রামিং

  17. Professional Ecommerce Website | প্রফেশনাল ইকমার্স ওয়েবসাইট

  18. Complete Digital Marketing | ডিজিটাল মার্কেটিং

  19. Laravel | লারাভেল

  20. Ethical Hacking Certification Training | ইথিক্যাল হ্যাকিং

  21. Video Editing | ভিডিও এডিটিং

  22. IELTS | আইইএলটিএস

  23. CCNA | সিসিএনএ

  24. IT Specialist and Basic Computing | কম্পিউটার অপারেটর + আইটি বিশেষজ্ঞ

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline