
ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগ আইডিয়াল স্কুলের, তদন্তের নির্দেশ দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়।
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ২০১৮ খ্রিষ্টাব্দের ২য় ও ৩য় শ্রেণির ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একজন অভিভাবকের অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার (১৯ এপ্রিল) ঢাকা জেলা প্রশাসককে এ নির্দেশ দেয়া হয়।
একজন উপযুক্ত প্রতিনিধি দিয়ে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠাতে জেলা প্রশাসককে বলা হয়েছে।
আইডিয়াল স্কুল এন্ড কলেজ মতিঝিল, বনশ্রী ও মুগদা শাখায় ২০১৮ খ্রিস্টাব্দে যারা দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের উত্তর পত্র জব্দ করে পুনঃনিরীক্ষণের আবেদন করা হলে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ নির্দেশ দেয়।
আরো পড়ুন: