
মেহেরপুরে গাংনীতে একটি এসএসসি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোনের মাধ্যমে পরীক্ষার্থীদের নকল সরবরাহের অপরাধে জহুরুল ইসলাম নামের এক শিক্ষককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে গাংনী উপজেলার সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন এ জরিমানা করেন।
দণ্ডিত শিক্ষক জহুরুল ইসলাম গাংনী উপজেলার রুয়ের কান্ত্রদি গ্রামের আব্দুর রহিমের ছেলে ও মিকুশিশ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক।
জানা গেছে, বৃহস্পতিবার উচ্চতর গণিত পরীক্ষা চলাকালীন সময় দুপুর সাড়ে ১২টার দিকে পরিদর্শক হিসেবে দায়িত্ব পালনকারী সহকারী শিক্ষক জহুরুল ইসলাম মোবাইল ফোনের মাধ্যমে এক পরীক্ষার্থীকে উত্তর সরবরাহ করছিলেন। এসময় গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন সেখানে পরিদর্শনে গিয়ে শিক্ষককে হাতেনাতে আটক করেন। এবং ওই পরীক্ষার্থীর উত্তরপত্রের সাথে মোবাইল ফোনের উত্তর মিল দেখতে পান।
এসয়ম শিক্ষক জহুরুল ইসলামকে গ্রেপ্তার করে তাঁর কার্যালয়ে নিয়ে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে তাঁকে দোষী সাব্যস্থ করে এক লাখ টাকা জরিমানা আদায় করেন এবং ভবিষ্যতে এ ধরণের কাজ করবেন না বলে অভিযুক্ত শিক্ষকের কাছে থেকে মুচলেকা নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
আরো পড়ুন: