
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেছেন, বস্তুনিষ্ঠ সাংবাদ পরিবেশনের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার কোন বিকল্প নাই। সঠিক সাংবাদিকতা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। শনিবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি। বিশ্ববিদ্যালয় প্রেসকর্নারে এর আয়োজন করা হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আকতারুজ্জামানের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশীদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।
বক্তব্যে অধ্যাপক আবদুল মান্নান আরও বলেন, সংবাদপত্র দেশের চতুর্থ স্তম্ভ। দেশের স্বার্থে সঠিক সাংবাদিকতার বিকল্প নেই। বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ভাবমুর্তি উজ্জ্বল করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঠিক দায়িত্ব পালনের পাশাপাশি কর্মরত সাংবাদিকদের একান্ত সহযোগিতা প্রয়োজন।
উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশীদ আসকারী বক্তব্যে বলেন, চতুর্থ সমাবর্তন উপলক্ষে মহাযজ্ঞের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সমাবর্তন সফল করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, অধ্যাপক ড. মেহের আলী, সহযোগী অধ্যাপক ড. বাকী বিল্লাহ উপস্থিত ছিলেন।
আগামীকাল রোববার বিশ্ববিদ্যালয়ের ৪র্থ সমাবর্তন অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ।
আরো পড়ুন: