আচ্ছালামুআলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আমাদের ইউটিউব কোর্সের 172-4, 172-5, 172-6 ব্যাচ এ শিক্ষার্থী স্বল্প হওয়ায় বিগত ক্লাসগুলোতে দেখা গেছে কোন কোন ব্যাচে শিক্ষার্থী একজন থাকছেন না। এই সমস্যার জন্য উক্ত ব্যাচগুলোকে আমাদের ইউটিউব ব্যাচ 172-1, 172-2, 172-3 এর সাথে যুক্ত করা হলো।
এখন থেকে ইউটিউব Batch 172-4, 172-5, 172-6 এর শিক্ষার্থীদের ক্লাস (শনি-সোম-বুধ) বারে যথাক্রমে ইউটিউব ব্যাচ 172-1, 172-2, 172-3 এর সাথে যৌথভাবে অনুষ্ঠিত হবে। সবার সময় ঠিকই থাকবে। শুধুমাত্র বার (রবি-মঙ্গল-বৃহস্পতি এর পরিবর্তে শনি-সোম-বুধ) পরিবর্তন করা হয়েছে।
ইউটিউবের 172-4, 172-5, 172-6 ব্যাচের সকল শিক্ষার্থীদেরকে আমরা ইউটিউব ব্যাচ 172-1, 172-2, 172-3 এর সাথে যুক্ত করে দিয়েছি।
এতে কেউ একাধিক কোর্সে অংশগ্রহণ করায় যদি সময়/বার একই হয়ে যায়, তবে আপনি অন্য কোর্স কিংবা এই কোর্সের ব্যাচ নিজেই পরিবর্তন করে আপনার সময় মত ব্যাচে যেতে পারবেন।
কিভাবে ব্যাচ পরিবর্তন করবেন, তার বিস্তারিত দেখুন এখানে