(মাইকেল মধুসূদন দত্ত আধুনিক যুগের কবি। আধুনিক যুগ থেকে BCS প্রিলিমিনারিতে সর্বোচ্চ ১০ নম্বর থাকবে।)
মাইকেল মধুসূদন দত্ত:
১৮২৪ খ্রিষ্টাব্দের ২৫ শে জানুয়ারী জন্ম। তিনি ২৯ শে জুন ১৮৭৩ সালে কলকাতার আলীপুর হাসপাতালে মৃত্যুবরণ করেণ।
বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি।
বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি।
অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক।
বাংলা সাহিত্যের প্রথম এবং একমাত্র পত্রকাব্য রচয়িতা।
বাংলা সাহিত্যের সার্থক ট্রাজেডি নাটক রচয়িতা।
বাংলা সাহিত্যের সার্থক মহাকাব্য রচয়িতা।
বাঙ্গালী হিসেবে তিনি সর্বপ্রথম পাশ্চাত্য পোষাক পরিধান করেন।
১৮৪৩ সালে তিনি ওল্ড মিশন চার্চে খ্রিষ্টধর্ম গ্রহন করেন।
তাঁর প্রথম প্রকাশিত নাটক শর্মিষ্ঠা।
তিনি দুটি প্রহসন লিখেন।
তিলোত্তমাসসম্ভব কাব্য, প্রকাশকাল ১৮৬০, স্বর্গ সংখ্যা ৫।এই কাব্যে তিনি সর্বপ্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করেন।
বীরাঙ্গনা কাব্য, প্রকাশকাল ১৮৬২।এটি পত্রকাব্য। পত্রের সংখ্যা ১১।রোমান কবি অভিদেবের হেরোদাইস কা্ব্য অনুসারে রচিত।
ব্রজাঙ্গনা কাব্য হল গীতিকাব্য। এর প্রতিপাদ্য কৃষ্ণের প্রেম।
কৃষ্ণকুমারী নাটকের প্রকাশকাল ১৮৬১ সাল। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক। উল্লেখযোগ্য চরিত্র কৃষ্ণকুমারী, মদনিকা, ভীমসিংহ, জগৎসিংহ ও ধনদাস।
পদ্মাবতী নাটকের প্রকাশকাল ১৮৬০ সাল। মাইকেল মধুসূদন দত্ত সর্বপ্রথম এই নাটকে অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ ঘটান।
প্রতিটি লেকচারে নতুন নতুন লিখা যুক্ত হচ্ছে, তাই কাঙ্খিত কোন লিখা না পেলে দয়া করে কিছুদিন পর আবার ভিজিট করে দেখবেন।
লিখাতে কিংবা লেকচারে কোন ভুলত্রুটি থাকলে অথবা আপনার কাঙ্খিত লিখা খুঁজে না পেলেইশিখন.কম এর ফ্যানপেইজ অথবা নিচে কমেন্ট কর