বিসিএস প্রিলিমিনারি বাংলা ভাষা ও সাহিত্য সমোচ্চারিত শব্দ

বাংলা ভাষা ও সাহিত্য সমোচ্চারিত শব্দ : বিসিএস প্রিলিমিনারি

(বাংলা ব্যাকরণ থেকে BCS প্রিলিমিনারিতে সর্বোচ্চ ১৫ নম্বর থাকবে ।)

সমোচ্চারিত শব্দঃ

অঃ

অন্য (অপর) :তাকে অন্য দিন আসতে বলেছি

অন্ন (ভাত) আমরা অন্ন ছাড়া জীবন ধারণ করতে পারি না।

 

অশ্ব (ঘোড়া) :অশ্ব একটি দ্রুতগামী প্রাণী।

অশ্ব (পাথর) :অশ্ম নিক্ষেপে সর্পটির মস্তক চূর্ণ হইল।

 

অনু (পশ্চাৎ) :মিথ্যাবাদীর অনুগমন করা উচিত নয়।

অণু (ক্ষুদ্রতম) :এ বিশাল পৃথিবী অণুপরমাণুর সৃষ্টি।

 

অপচয় (নষ্ট) :কোনো কিছুই অপচয় করা ভালো নয়।

অবচয় (সংগ্রহ) :এ অংশটি কবি সুফিয়া কামালের কবিতা থেকে অবচয়িত হয়েছে।

 

অবদান (কীর্তি) :রেডিও আবিষ্কারে বৈজ্ঞানিক জগদীশচন্দ্রের অবদান রয়েছে।

অবধান (মনোযোগ):গুরুজনের উপদেশ অবধান সহকারে শোনা উচিত।

 

অবিরাম (অনবরত):দুদিন ধরে অবিরাম বৃষ্টি।

অভিরাম (সুন্দর) :বাংলাদেশের মতো এমন নয়নাভিরাম দৃশ্য আর কোথাও দেখিনি।

 

অনিষ্ট (ক্ষতি) :পরের অনিষ্ট করতে গেলে নিজের অনিষ্ট হয়।

অনিষ্ঠ (নিষ্ঠাহীন) :অনিষ্ঠ শিক্ষার্থী জীবনে উন্নতি করতে পারে না।

 

অংশঃ ভাগ

অংসঃ কাঁধ ।

 

অসিলতাঃ তরবারি

অশীলতাঃ ঔদ্ধত্য ।

 

অস্তিঃ আছে

অস্থিঃ হাড় ।

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline