চলামন ঘটনা কারেন্ট আফেয়ার্স : সাধারণ জ্ঞান
- প্রশ্ন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বাংলাদেশ কোন দেশের সাথে চুক্তি সাক্ষর করে?
উত্তর: রাশিয়ানিদের্শনা: পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বাংলাদেশ-রাশিয়ার মধ্যে ঋণচুক্তি (২৬/০৭/২০১৬ তারিখে) স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশকে ৯০ হাজার কোটি টাকা (১১.৪ বিলিয়ন ডলার) ঋণ দেবে রাশিয়া।
- প্রশ্ন: ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের চিত্রগ্রাহক জিজেডএমএ মবিন কবে মৃত্যুবরণ করেন?
উত্তর: ২৫ জুলাই, ২০১৬নিদের্শনা: ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের চিত্রগ্রাহক জিজেডএমএ মবিন (২৫/০৭/১৬ ইং) দুপুরে রাজধানীর মিরপুরের একটি হাসাপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি)-এর ক্যামেরাম্যান হিসেবে বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণের চিত্রগ্রাহক ছিলেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি ডিএফপি থেকে বঙ্গবন্ধুর ক্যামেরাম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।
- প্রশ্ন: ২০১৬ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) সূচকে শীর্ষ দেশ?
উত্তর: সুইডননিদের্শনা: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) সূচক Sustainable Development Goal ২০১৬-এ ১৪৯টি দেশের মধ্যে ১১৮তম হয়েছে বাংলাদেশ। এই সূচকের শীর্ষে সুইডন। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে যথাক্রমে ডেনমার্ক ও নরওয়ে।
- প্রশ্ন: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) সূচক-২০১৬ অনুযায়ী ১৪৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: ১১৮তমনিদের্শনা: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) সূচক Sustainable Development Goal ২০১৬-এ ১৪৯টি দেশের মধ্যে ১১৮তম হয়েছে বাংলাদেশ। এই সূচকের শীর্ষে সুইডন। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে যথাক্রমে ডেনমার্ক ও নরওয়ে।
- প্রশ্ন: বর্তমানে বাংলাদেশে মোট ব্যাংকের সংখ্যা কয়টি?
উত্তর: ৬৪টিনিদের্শনা: বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তফসিলি ব্যাংক- সীমান্ত ব্যাংক লি:। এই নিয়ে বাংলাদেশে মোট ব্যাংকের সংখ্যা ৬৪টি। এর মধ্যে তফসিলি ব্যাংকের সংখ্যা ৫৭ টি।
- প্রশ্ন: বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তফসিলি ব্যাংক কোনটি?
উত্তর: সীমান্ত ব্যাংক লি:নিদের্শনা: বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তফসিলি ব্যাংক- সীমান্ত ব্যাংক লি:। এই নিয়ে বাংলাদেশে মোট ব্যাংকের সংখ্যা ৬৪টি। এর মধ্যে তফসিলি ব্যাংকের সংখ্যা ৫৭ টি।
- প্রশ্ন: যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন-
উত্তর: টেরেসা মেনিদের্শনা: যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন টেরেসা মে। ব্রেক্সিটের পর দায়িত্ব ছেড়ে দেয়া ডেভিড ক্যামেরনের স্থলাভিষিক্ত হলেন তিনি। মার্গারেট থেচারের পর যুক্তরাজ্যের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হলেন টেরেসা মে।
- প্রশ্ন: সম্প্রতি বাংলাদেশের প্রথম অ্যাথলেট হিসেবে সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছেন-
উত্তর: সিদ্দিকুর রহমাননিদের্শনা: বাংলাদেশের প্রথম অ্যাথলেট হিসেবে সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছেন গলফার সিদ্দিকুর রহমান। সব শেষ অলিম্পিক র্যাঙ্কিংয়ে ৫৬তম স্থানে থেকে এই সুযোগ পেয়েছেন সিদ্দিকুর। অলিম্পিকের র্যাঙ্কিংয়ে সেরা ৬০ জন গলফে অংশ নেবেন। আগামী ৫ আগস্ট, ২০১৬ ব্রাজিলের রিও ডি জেনোইরোত শুরু হবে অলিম্পিক।
- প্রশ্ন: ইউরো ২০১৬ -এর সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন-
উত্তর: আঁতোয়ান গ্রিজমান, ফ্রান্সনিদের্শনা: ইউরো ২০১৬ এর সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ফ্রান্সের আঁতোয়ান গ্রিজমান। এবারের আসরের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুটও জিতেছেন তিনি। গ্রিজমান মোট ৬টি গোল করেন।
- প্রশ্ন: উয়েফা ইউরো-২০১৬, চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ?
উত্তর: পর্তুগালনিদের্শনা: ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোর শিরোপা জিতেছে পর্তুগাল।
1 responses on "সাধারণ জ্ঞান - চলামন ঘটনা কারেন্ট আফেয়ার্স - ৭৮"