বাংলাদেশ-বিষয়াবলি – সাধারণ-জ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 53
521. খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতে কে ব্যাকরণের সূত্র নির্দিষ্ট করে দেন?
- রাজেন্দ্রলাল মিত্র
- সম্রাট কনিষ্ক
- পাণিনি
- শীলভদ্র
522. অতীশ দীপঙ্কর কোন দেশে বৌদ্ধধর্ম প্রচার করে বিখ্যাত হন ?
- তিব্বত
- মায়ানমার
- শ্রীলংকা
- দক্ষিণ ভারত
523. আলীগড় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে ?
- সৈয়দ আমীর আলী
- মাওলানা আবুল কালাম আজাদ
- স্যার সৈয়দ আহমেদ
- সৈয়দ আহমদ ব্রেলভী
524. বাংলা অভিধানে কোন শব্দটি আগে বসবে?
- উন্মত
- উন্নয়ন
- উন্নদ্ধ
- উন্নস
525. নোবেল পুরস্কার বিজয়ী এশীয়দের মধ্যে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের স্থান কততম ?
- ২০ তম
- ২৫ তম
- ২৮ তম
- ৩৩ তম
526. শেরে বাংলার পিতার নাম কি ?
- মোহাম্মদ ওয়াজেদ
- মোহাম্মদ ইকরাম আলী
- মোহাম্মদ আবুল কাসেম
- মোহাম্মদ আশরাফ আলী
527. বঙ্গবন্ধু ‘জুলিও কুরি’ পুরস্কার লাভ করেন ১৯৭২ সালের –
- ১৫ জানুয়ারী
- ৭ মার্চ
- ১০ অক্টোবর
- ১৮ অক্টোবর
528. সামাজিক ব্যবসা’ ধারনাটির প্রবক্তা কে ?
- মোহাম্মদ ইউনূস
- অমর্ত্য সেন
- বিল ক্লিনটন
- ফজলে হোসেন আবেদ
529. অতীশ দীপঙ্কর বাংলাদেশের বর্তমান কোন জেলার বাসিন্দা ছিলেন ?
- ফরিদপুর
- টাঙ্গাইল
- মুন্সিগঞ্জ
- চট্টগ্রাম
530. জন্মসূত্রে যে বাঙালি অর্থনীতিবিদ নোবেল পুরস্কার পান তাঁর নাম –
- ড. ইউনূস
- রহমান মোল্লা
- সামসুল হক
- অমর্ত্য সেন
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বাংলাদেশ-বিষয়াবলি - সাধারণ-জ্ঞান - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 53"