বাংলাদেশ-বিষয়াবলি – সাধারণ-জ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 28
271. বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি?
- সেন্টমার্টিন
- মহেশখালী
- হাতিয়া
- সন্দ্বীপ
272. মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
- আট
- দশ
- এগার
- পনের
273. ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ভোর রাত পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ছিলেন?
- মেজর জেনারেল জিয়াউর রহমান
- মেজর জেনারেল কে. এম. শফিউল্লাহ
- মেজর জেনারেল মনজুর
- মেজর জেনারেল এইচ. এম. এরশাদ
274. বাংলাদেশ সরকারি কর্মকমিশন সংবিধানের কততম অনুচ্ছেদ অনুযায়ী গঠিত?
- 136
- 137
- 138
- ১৪০(২)
275. বাংলাদেশ কতবার স্বস্তি পরিষদের সদস্য পদ লাভ করে?
- ২ বার
- ৩ বার
- ১ বার
- ৪ বার
276. জাতির জনক বঙ্গবন্ধু জাতিসংঘের কোথায় বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেন?
- স্বস্ত্বি পরিষদে
- সাধারণ পরিষদের অধিবেশনে
- ইকোসোকে (Ecosoc)
- ইউনেসকোতে (UNESCO)
277. একটি প্রকৃত ভগ্নাংশের হর ও লবের অন্তর ২, হর ও লব উভয় থেকে ৩ বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সংগে ১/৪ যোগ করলে যোগফল ১ হয়, ভগ্নাংশটি কত?
- 42925
- 42989
- 43052
- ১৩/১৫
278. আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়?
- ১০ এপ্রিল, ১৯৭১
- ৭ এপ্রিল, ১৯৭১
- ৭ মার্চ, ১৯৭১
- ২৫ মার্চ, ১৯৭১
279. মুক্তিযুদ্দের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেমের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে?
- জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী
- গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার
- ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান
- ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
280. তত্ত্বাধায়ক সরকারের আইনটি জাতীয় সংসদে কবে পাস করা হয়?
- ২১ জানুয়ারি ১৯৯১
- ২২ ফেব্রুয়ারি ১৯৯২
- ২৭ মার্চ ১৯৯৬
- ২৮ এপ্রিল ১৯৯৭
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বাংলাদেশ-বিষয়াবলি - সাধারণ-জ্ঞান - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 28"