জেএসসি-বাংলা-1-পদ্য-7-নারী – জেএসসি-বাংলা-1-পদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 342
3411. কাজী নজরুল ইসলামের জন্মস্থান বর্ধমান জেলার যে মহকুমায়-
- আসানসোল
- সিয়ারসোল
- দরিরামপুর
- লাভপুর
3412. কবি নজরুলকে কোন সালে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়?
- 1976
- 1972
- 1973
- 1971
3413. গণসংগীত শিল্পী কাঙালিনী সুফিয়া বীবিকার তাগিদে কোদাল-টুকরি নিয়ে পুরুষ শ্রুমকদের সাথে মাথার ঘাম পায়ে ফেলে মাটি কাটেন। দিন শেষে মজুরি নিতে গিয়ে দখেন পুরুষ শ্রমিকদের দেওয়া হচ্ছে দু-টাকা আর তাঁকে দেওয়া হলো এক টাকা। এর কারণ জিজ্ঞেস করলে মালিক বলে-এটাই নিয়ম!
- বৈষম্য
- শোষণ
- সাম্য
A,B
3414. উদ্দীপকের ভাব নিচের কোন চরণ প্রকাশ পেয়েছে?
- অর্ধেক তার করিয়াছে নারী অর্ধক তার নরকত নারী দিল সিঁথির সিঁদুর লেখা
- নাই তার পাশেবেদনার যুগ
- মানুষের যুগ
- সাম্যের যুগ আজিকান কাল একা হয় নি কো জয়ী পুরুষের তরবারি
3415. ‘নারী’ কবিতাায় ‘সাম্য’ শব্দটি দ্বারা কী বোঝানো হয়েছে?
- সকলের জন্য সম অধিকার
- সাম্য ও মৈত্রী
- সবাই সমান
- ভেদাভেদহীন সমাজ
3416. বর্তমান সময় প্রবাহ হলো-
- অন্যায় ও ন্যায়ের
- সমান ও অসমান লড়াইয়ের
- সমান অধিকারের
- বৈষম্য ও বিভ্রান্তির
3417. জগতের যত বড় বড় জয় আর বড় বড় কী?
- তরবারি
- স্মৃতিস্তম্ভ
- অভিযান
- সিথির সিঁদুর
3418. কাজী নজরুল ইসলামের চোখে রমণীর স্বরুপ হলো-
- বিজয় লক্ষ্মী
- প্রেরণাদাত্রী
- ত্যাগে মহীয়ান
A,B,C
3419. মানব সভ্যতার ক্ষেত্রে নারীর অবদান-
- অর্ধেক
- খুবই গুরুত্বপূর্ণ
- সমান
- পুরুষের সমান
3420. যুদ্ধকে ‘নারী’ কবিতায় কোন শব্দ দ্বারা বোঝানো হয়েছে?
- লড়াই
- রণ
- সংগ্রাম
- দ্রোহ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জেএসসি-বাংলা-1-পদ্য-7-নারী - জেএসসি-বাংলা-1-পদ্য - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 342"